Dhaka শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চিকিৎসকের মৃত্যু

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 

ময়মনসিংহে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বদ্যুৎস্পৃষ্টে হয়ে তারিকুল আলম নোমান (৪২) নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে নগরীর ৮/ঘ জমির মুন্সি এলাকার নিজ বাসায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নোমান ময়মনসিংহ নগরীর মৃত তাহির উদ্দিনের ছেলে। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। তার স্ত্রীও একই হাসপাতালের চিকিৎসক।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) শফিক উদ্দিন বলেন, সহকারী অধ্যাপক তারিকুল আলম নোমান গতকাল মধ্যরাতে বাসায় ফেরেন। বাসার একটি কক্ষে একা ঘুমাতে যান তিনি। এ সময় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন। তাঁর দুই হাত, বুক, নাক-মুখ পুড়ে গেছে। ফজরের নামাজের সময় তাঁর কক্ষ থেকে পোড়া গন্ধ আসে। পরিবারের লোকজন দরজা খুলে নোমানকে পড়ে থাকতে দেখে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চিকিৎসকের মৃত্যু

প্রকাশের সময় : ০৩:৫৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 

ময়মনসিংহে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বদ্যুৎস্পৃষ্টে হয়ে তারিকুল আলম নোমান (৪২) নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে নগরীর ৮/ঘ জমির মুন্সি এলাকার নিজ বাসায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নোমান ময়মনসিংহ নগরীর মৃত তাহির উদ্দিনের ছেলে। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। তার স্ত্রীও একই হাসপাতালের চিকিৎসক।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) শফিক উদ্দিন বলেন, সহকারী অধ্যাপক তারিকুল আলম নোমান গতকাল মধ্যরাতে বাসায় ফেরেন। বাসার একটি কক্ষে একা ঘুমাতে যান তিনি। এ সময় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন। তাঁর দুই হাত, বুক, নাক-মুখ পুড়ে গেছে। ফজরের নামাজের সময় তাঁর কক্ষ থেকে পোড়া গন্ধ আসে। পরিবারের লোকজন দরজা খুলে নোমানকে পড়ে থাকতে দেখে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।