Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মোবাইল অ্যাপের মাধ্যমে জানা যাবে শাহজালাল বিমানবন্দরের তথ্য

নিজস্ব প্রতিবেদক : 

মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানা যাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য। যাত্রীরা মোবাইল অ্যাপের মাধ্যেম ফ্লাইট শিডিউল, ফ্লাইটের চেকইন গেট, কাউন্টারের তথ্যও জেনে নিতে পারবেন। এছাড়া, বিমানবন্দরের বিভিন্ন এয়ারলাইন ও সংস্থার সঙ্গে যোগাযোগের ফোন নম্বরও পাওয়া যাবে এই অ্যাপে।

বুধবার (১০ মে) হযরত শাহজালাল বিমানবন্দরে এক অনুষ্ঠানে এই অ্যাপ উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

এইচএসআইএ- ডিজিটাল এয়ারপোর্ট সার্ভিস নামে অ্যাপটি পাওয়া যাবে গুগল প্লে স্টোরে। তবে আইফোনের অ্যাপ স্টোরিতে এখনও এই অ্যাপটি পাওয়া যাচ্ছে না।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, যাত্রীদের জন্য ‘ডিজিটাল এয়ারপোর্ট সার্ভিস’ নামে একটি মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা ফ্লাইট সংক্রান্ত হালনাগাদ তথ্য পাবেন। এছাড়া কাস্টমস, ইমিগ্রেশন, টার্মিনাল ভবন সম্পর্কে তথ্য জানতে পারবেন।

সংশ্লিষ্টরা বলছেন, অনেক সময় যাত্রীরা বিমানবন্দরে সংশ্লিষ্ট এয়ারলাইন বা সংস্থার সঙ্গে যোগাযোগের মাধ্যম খুঁজে পান না। কিংবা অভিযোগ জানানোর জন্য কর্তৃপক্ষের নম্বর খুঁজে পান না। এসবের সমাধান মিলবে এই অ্যাপে। প্রয়োজনীয় সব ফোন নম্বর পাওয়া যাবে অ্যাপটিতে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন ও আগমন করা যাত্রীদের জন্য সহজ ও আধুনিক ব্যবস্থার লক্ষ্যে এই অ্যাপটি তৈরি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ- বেবিচক। যাত্রীরা অ্যাপটি ডাউনলোড করে ফ্লাইট তথ্য, সেবা, যে কোনো নির্দেশনা ও বিমানবন্দর ব্যবহারের সব কিছুই আগে থেকে জানতে পারবেন। এ অনুষ্ঠানে ৬ জন নতুন নারী বৈমানিককে দেয়া হয় আর্থিক সম্মাননা। বেবিচক চেয়ারম্যান বলেন, এসডিজি লক্ষ্য পূরণের অংশ হিসেবেই এগিয়ে নেয়া হচ্ছে নারীদের।

অপরদিকে বিমানবন্দরে প্রবেশ করে কোন রো-তে, কোন কাউন্টারে বোর্ডিং করতে হবে, তাও জানা যাবে অ্যাপ থেকে। ফলে যাত্রীদের তথ্য পেতে অন্য কারও সহায়াতার প্রয়োজন হবে না।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানসহ মন্ত্রণালয়, বেবিচক, বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধিরা উপস্থিতি ছিলেন।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পরে থাকতে হবে : তারেককে ইঙ্গিত করে পাটওয়ারী

মোবাইল অ্যাপের মাধ্যমে জানা যাবে শাহজালাল বিমানবন্দরের তথ্য

প্রকাশের সময় : ১১:২০:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানা যাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য। যাত্রীরা মোবাইল অ্যাপের মাধ্যেম ফ্লাইট শিডিউল, ফ্লাইটের চেকইন গেট, কাউন্টারের তথ্যও জেনে নিতে পারবেন। এছাড়া, বিমানবন্দরের বিভিন্ন এয়ারলাইন ও সংস্থার সঙ্গে যোগাযোগের ফোন নম্বরও পাওয়া যাবে এই অ্যাপে।

বুধবার (১০ মে) হযরত শাহজালাল বিমানবন্দরে এক অনুষ্ঠানে এই অ্যাপ উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

এইচএসআইএ- ডিজিটাল এয়ারপোর্ট সার্ভিস নামে অ্যাপটি পাওয়া যাবে গুগল প্লে স্টোরে। তবে আইফোনের অ্যাপ স্টোরিতে এখনও এই অ্যাপটি পাওয়া যাচ্ছে না।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, যাত্রীদের জন্য ‘ডিজিটাল এয়ারপোর্ট সার্ভিস’ নামে একটি মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা ফ্লাইট সংক্রান্ত হালনাগাদ তথ্য পাবেন। এছাড়া কাস্টমস, ইমিগ্রেশন, টার্মিনাল ভবন সম্পর্কে তথ্য জানতে পারবেন।

সংশ্লিষ্টরা বলছেন, অনেক সময় যাত্রীরা বিমানবন্দরে সংশ্লিষ্ট এয়ারলাইন বা সংস্থার সঙ্গে যোগাযোগের মাধ্যম খুঁজে পান না। কিংবা অভিযোগ জানানোর জন্য কর্তৃপক্ষের নম্বর খুঁজে পান না। এসবের সমাধান মিলবে এই অ্যাপে। প্রয়োজনীয় সব ফোন নম্বর পাওয়া যাবে অ্যাপটিতে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন ও আগমন করা যাত্রীদের জন্য সহজ ও আধুনিক ব্যবস্থার লক্ষ্যে এই অ্যাপটি তৈরি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ- বেবিচক। যাত্রীরা অ্যাপটি ডাউনলোড করে ফ্লাইট তথ্য, সেবা, যে কোনো নির্দেশনা ও বিমানবন্দর ব্যবহারের সব কিছুই আগে থেকে জানতে পারবেন। এ অনুষ্ঠানে ৬ জন নতুন নারী বৈমানিককে দেয়া হয় আর্থিক সম্মাননা। বেবিচক চেয়ারম্যান বলেন, এসডিজি লক্ষ্য পূরণের অংশ হিসেবেই এগিয়ে নেয়া হচ্ছে নারীদের।

অপরদিকে বিমানবন্দরে প্রবেশ করে কোন রো-তে, কোন কাউন্টারে বোর্ডিং করতে হবে, তাও জানা যাবে অ্যাপ থেকে। ফলে যাত্রীদের তথ্য পেতে অন্য কারও সহায়াতার প্রয়োজন হবে না।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানসহ মন্ত্রণালয়, বেবিচক, বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধিরা উপস্থিতি ছিলেন।