নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার পুলপাড় বটতলা এলাকায় মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাসেল মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর রায়েরবাজারে একটি বাসায় এ ঘটনা ঘটে। বেলা পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাসেল মিয়ার দুলাভাই ইসহাক মিয়া জানান, রাসেল পেশায় একজন শ্রমিক। তিনি পুলপাড় বটতলা এলাকায় সোহরাব মিয়ার ভাড়া বাসায় থাকতেন। সকালে ওই বাসার একটি সুইচ বোর্ডের সমস্যা হলে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার সাজেকপুর গ্রামে। তিনি পরিবার নিয়ে রায়েরবাজার বুদ্ধিজীবী এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।