Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মোদির পা ছুঁয়ে সম্মান জানালেন মার্কিন গায়িকা

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের শেষ দিনে তার সম্মানে প্রবাসী ভারতীয়েরা একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান ভবন এবং ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে ভারতের জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ গেয়ে শোনান মার্কিন গায়িকা মেরি মিলবেন। গান গাওয়ার পর মোদির পা ছুঁয়ে প্রণাম করে আশার্বাদ প্রার্থনা করেন তিনি। ইতোমধ্যেই সেই প্রণামের ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনুষ্ঠানে অংশ নিতে পেরে ‘সম্মানিত’ বোধ করছেন বলেও জানান মেরি।

প্রবাসী ভারতীয়দের একটি সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবেশের বিষয়টি নিয়ন্ত্রিত করা হয়েছিল। ওই অনুষ্ঠানেই মোদি এবং বিশিষ্টদের সামনে গান গেয়ে শোনান মিলবেন। ৩৮ বছর বয়সী সুন্দরী গায়িকা মিলবেন অবশ্য ভারতেও বেশ জনপ্রিয়। ইতোমধ্যেই ‘জনগণমন’ এবং ‘ওম জয় জগদীশ হরে’ গেয়ে ভারতে জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

ওই ভিডিওতে দেখা যায়, ভারতের জাতীয় সংগীত গাওয়ার পরই মোদি এগিয়ে যান তার দিকে। মেরিও এগিয়ে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করেন মোদিকে।

অনুষ্ঠানের পর একটি বিবৃতি প্রকাশ করে মেরি বলেন, আমি আমেরিকার চার জন প্রেসিডেন্টের হয়ে জাতীয় সঙ্গীত গেয়েছি। তারপর ভারতের জাতীয় সঙ্গীত গাইতে পেরে আমি সম্মানিত বোধ করছি।

এর পাশাপাশি, আমেরিকা ও ভারতের জাতীয় সঙ্গীতের মধ্যে সামঞ্জস্যতার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আমেরিকা ও ভারত— দুই দেশের জাতীয় সঙ্গীতই গণতন্ত্র ও স্বাধীনতার কথা বলে। আর এটাই ভারত-আমেরিকা দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি।

উল্লেখ্য যে গত মাসে পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রীও মোদীর পা ছুঁয়ে প্রণাম করেছিলেন। সূত্র : এবিপি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক : দুদক চেয়ারম্যান

মোদির পা ছুঁয়ে সম্মান জানালেন মার্কিন গায়িকা

প্রকাশের সময় : ০৭:৩৪:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের শেষ দিনে তার সম্মানে প্রবাসী ভারতীয়েরা একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান ভবন এবং ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে ভারতের জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ গেয়ে শোনান মার্কিন গায়িকা মেরি মিলবেন। গান গাওয়ার পর মোদির পা ছুঁয়ে প্রণাম করে আশার্বাদ প্রার্থনা করেন তিনি। ইতোমধ্যেই সেই প্রণামের ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনুষ্ঠানে অংশ নিতে পেরে ‘সম্মানিত’ বোধ করছেন বলেও জানান মেরি।

প্রবাসী ভারতীয়দের একটি সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবেশের বিষয়টি নিয়ন্ত্রিত করা হয়েছিল। ওই অনুষ্ঠানেই মোদি এবং বিশিষ্টদের সামনে গান গেয়ে শোনান মিলবেন। ৩৮ বছর বয়সী সুন্দরী গায়িকা মিলবেন অবশ্য ভারতেও বেশ জনপ্রিয়। ইতোমধ্যেই ‘জনগণমন’ এবং ‘ওম জয় জগদীশ হরে’ গেয়ে ভারতে জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

ওই ভিডিওতে দেখা যায়, ভারতের জাতীয় সংগীত গাওয়ার পরই মোদি এগিয়ে যান তার দিকে। মেরিও এগিয়ে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করেন মোদিকে।

অনুষ্ঠানের পর একটি বিবৃতি প্রকাশ করে মেরি বলেন, আমি আমেরিকার চার জন প্রেসিডেন্টের হয়ে জাতীয় সঙ্গীত গেয়েছি। তারপর ভারতের জাতীয় সঙ্গীত গাইতে পেরে আমি সম্মানিত বোধ করছি।

এর পাশাপাশি, আমেরিকা ও ভারতের জাতীয় সঙ্গীতের মধ্যে সামঞ্জস্যতার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আমেরিকা ও ভারত— দুই দেশের জাতীয় সঙ্গীতই গণতন্ত্র ও স্বাধীনতার কথা বলে। আর এটাই ভারত-আমেরিকা দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি।

উল্লেখ্য যে গত মাসে পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রীও মোদীর পা ছুঁয়ে প্রণাম করেছিলেন। সূত্র : এবিপি।