নিজস্ব প্রতিবেদক :
ঈদুল ফিতরেও পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকায় বিকল্প রুট চালু করেছে বিআইডব্লিউটিসি। মোটরসাইকেল পারাপারের জন্য মঙ্গলবার (১৮ এপ্রিল) থেকে শিমুলিয়ায় ফেরি সার্ভিস চালু করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন বিআইডব্লিউটিসি। পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১৬ এপ্রিল) রাতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খানের সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোটরসাইকেল পারাপারের জন্য ১৮ এপ্রিল থেকে শিমুলিয়া-মঙ্গলমাঝি রুটে প্রতি তিন ঘণ্টা পরপর ফেরি সার্ভিস থাকবে। এছাড়া ১৮ এপ্রিল বিআইডব্লিউটিসির যাত্রীবাহী জাহাজ এমভি মধুমতি ঢাকার সদরঘাট (লালকুঠি) হতে চাঁদপুর-বরিশাল-ঝালকাঠি-কাউখালি- হুলারহাট-চরখালি ও বড়মাছুয়ার উদ্দেশে ঈদযাত্রা শুরু করবে।