১লা মে বৃহস্পতিবার সকাল ১০টায় মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন (১৭৭৬) আয়োজিত এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত শ্রমিক পরিষদের আহবায়ক এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
উপস্থিত থাকবেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আবদুর রহিম দুদু, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হাজী আবুল কাশেম প্রমুখ।
উক্ত সমাবেশে সবাইকে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। সমাবেশ শেষে শ্রমিকরা মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত যাবে।