Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মেয়েকে নিয়ে প্রথমবার ভারতে প্রিয়াঙ্কা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:০০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
  • ১৯৬ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া স্বামী সন্তান নিয়ে সংসার পেতেছেন যুক্তরাষ্ট্রে। এক বছর হলো তার কোলজুড়ে এসেছে কন্যা মালতি। এরমধ্যে একবার নিজে এসে ঘুরে গেছেন ভারত থেকে। কিন্তু মালতিকে আনেননি। এবার মেয়েকে কোলে নিয়ে স্বামী নিক জোনাসের হাত ধরে ভারতে এলেন প্রিয়াঙ্কা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

শুক্রবার (৩১ মার্চ) মুম্বাইয়ের কলিনা বিমানবন্দরে লেন্সবন্দি হয়েছেন দেশি গার্ল। গোলাপি রঙা থাই স্লিট স্কার্ট আর ক্রপ টপে ধরা দিয়েছেন লাস্যময়ী এ অভিনেত্রী। পাশে জিন্স আর হুডি জ্যাকেটে ক্যাজুয়াল লুকে নিক।

এদিন মালতির দেখা মিলল ছাই রঙা ফ্রকে। পাপারাৎজিদের ক্যামেরা থেকে মেয়েকে আড়াল করলেন না নিকিয়াঙ্কা। বরং মন খুলে পোজ দিলেন ছবির জন্য।

একরাশ ক্যামেরার ঝলকানি দেখে খানিক অপ্রস্তুত হয়ে পড়ে মালতি, তবে মেয়েকে সামলে নেন প্রিয়াঙ্কা। মালতিকে কোলে নিয়েই ছবির জন্য পোজ দিলেন অভিনেত্রী।

ছবি: সংগৃহীত

মুম্বাই এয়ারপোর্ট থেকে বেরিয়ে পাপারাজ্জিদের সামনে পোজ দেন এই তারকা দম্পতি। যার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। দেশের মাটিতে পা রেখে দারুণ উচ্ছ্বসিত দেখায় প্রিয়াঙ্কাকে। তবে মেয়েকে নিয়ে নিক জোনাস একটি গাড়ি করে এয়ারপোর্ট ছাড়েন, অন্য গাড়িতে যেতে দেখা যায় প্রিয়াঙ্কাকে। কি কারণে আলাদা আলাদা গাড়িতে এয়ারপোর্ট ত্যাগ করেন তা অবশ্য জানা যায়নি।

দীর্ঘদিন পর পিগি চপসের দেখা পেয়ে উচ্ছ্বসিত সকলেই। হাত নেড়ে চিত্র সাংবাদিকদের সঙ্গে অভিবাদন বিনিময় করেন প্রিয়াঙ্কা।

পিগি চপস এরইমধ্যে হলিউডে নিজের অবস্থান গড়ে তুলেছেন। কাজ করেছেন জ্যাক এফ্রন, লিয়াম হেমসওয়ার্থ, অ্যাডাম ডিভাইন, রেবেল উইলসনের মতো তারকার সঙ্গে। বর্তমানে তিনি ব্যস্ত জনপ্রিয় সিরিজ ‘সিটাডেল’ নিয়ে।

২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হন প্রিয়াঙ্কা ও নিক জোনাস। এরপর তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরের উমেদ প্যালেসে খ্রিষ্টান মতে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। পরের দিন হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি। ২০২২ সালের ২১ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে প্রিয়াঙ্কা জানান, সারোগেসির মাধ্যমে আমাদের সন্তান হয়েছে।

বর্তমানে প্রিয়াঙ্কার হাতে বেশ কিছু কাজ রয়েছে। এর মধ্যে রয়েছে ‘লাভ এগেন’, ‘সিটাডেল’-এর মতো আন্তর্জাতিক সিরিজের কাজ। ‘সিটাডেল’ সিরিজটি প্রাইম ভিডিওতে মুক্তি পেতে যাচ্ছে। এ সিরিজ পরিচালনা করেছেন প্যাট্রিক মরগ্যান। প্রিয়াঙ্কা ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন রিচার্ড ম্যাডেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

মেয়েকে নিয়ে প্রথমবার ভারতে প্রিয়াঙ্কা

প্রকাশের সময় : ০৭:০০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

বিনোদন ডেস্ক : 

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া স্বামী সন্তান নিয়ে সংসার পেতেছেন যুক্তরাষ্ট্রে। এক বছর হলো তার কোলজুড়ে এসেছে কন্যা মালতি। এরমধ্যে একবার নিজে এসে ঘুরে গেছেন ভারত থেকে। কিন্তু মালতিকে আনেননি। এবার মেয়েকে কোলে নিয়ে স্বামী নিক জোনাসের হাত ধরে ভারতে এলেন প্রিয়াঙ্কা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

শুক্রবার (৩১ মার্চ) মুম্বাইয়ের কলিনা বিমানবন্দরে লেন্সবন্দি হয়েছেন দেশি গার্ল। গোলাপি রঙা থাই স্লিট স্কার্ট আর ক্রপ টপে ধরা দিয়েছেন লাস্যময়ী এ অভিনেত্রী। পাশে জিন্স আর হুডি জ্যাকেটে ক্যাজুয়াল লুকে নিক।

এদিন মালতির দেখা মিলল ছাই রঙা ফ্রকে। পাপারাৎজিদের ক্যামেরা থেকে মেয়েকে আড়াল করলেন না নিকিয়াঙ্কা। বরং মন খুলে পোজ দিলেন ছবির জন্য।

একরাশ ক্যামেরার ঝলকানি দেখে খানিক অপ্রস্তুত হয়ে পড়ে মালতি, তবে মেয়েকে সামলে নেন প্রিয়াঙ্কা। মালতিকে কোলে নিয়েই ছবির জন্য পোজ দিলেন অভিনেত্রী।

ছবি: সংগৃহীত

মুম্বাই এয়ারপোর্ট থেকে বেরিয়ে পাপারাজ্জিদের সামনে পোজ দেন এই তারকা দম্পতি। যার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। দেশের মাটিতে পা রেখে দারুণ উচ্ছ্বসিত দেখায় প্রিয়াঙ্কাকে। তবে মেয়েকে নিয়ে নিক জোনাস একটি গাড়ি করে এয়ারপোর্ট ছাড়েন, অন্য গাড়িতে যেতে দেখা যায় প্রিয়াঙ্কাকে। কি কারণে আলাদা আলাদা গাড়িতে এয়ারপোর্ট ত্যাগ করেন তা অবশ্য জানা যায়নি।

দীর্ঘদিন পর পিগি চপসের দেখা পেয়ে উচ্ছ্বসিত সকলেই। হাত নেড়ে চিত্র সাংবাদিকদের সঙ্গে অভিবাদন বিনিময় করেন প্রিয়াঙ্কা।

পিগি চপস এরইমধ্যে হলিউডে নিজের অবস্থান গড়ে তুলেছেন। কাজ করেছেন জ্যাক এফ্রন, লিয়াম হেমসওয়ার্থ, অ্যাডাম ডিভাইন, রেবেল উইলসনের মতো তারকার সঙ্গে। বর্তমানে তিনি ব্যস্ত জনপ্রিয় সিরিজ ‘সিটাডেল’ নিয়ে।

২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হন প্রিয়াঙ্কা ও নিক জোনাস। এরপর তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরের উমেদ প্যালেসে খ্রিষ্টান মতে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। পরের দিন হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি। ২০২২ সালের ২১ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে প্রিয়াঙ্কা জানান, সারোগেসির মাধ্যমে আমাদের সন্তান হয়েছে।

বর্তমানে প্রিয়াঙ্কার হাতে বেশ কিছু কাজ রয়েছে। এর মধ্যে রয়েছে ‘লাভ এগেন’, ‘সিটাডেল’-এর মতো আন্তর্জাতিক সিরিজের কাজ। ‘সিটাডেল’ সিরিজটি প্রাইম ভিডিওতে মুক্তি পেতে যাচ্ছে। এ সিরিজ পরিচালনা করেছেন প্যাট্রিক মরগ্যান। প্রিয়াঙ্কা ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন রিচার্ড ম্যাডেন।