মেহেরপুর জেলা প্রতিনিধি :
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে চার শিশু ও পাঁচ নারীসহ ১২ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (১০ জুন) সকালে মুজিবনগর থানার আনন্দবাস সীমান্তের কাছে তাদের আটক করে বিজিবি।
আটকরা হলেন- জাহাঙ্গীর আলম (৪২), শাহাজাদী খাতুন (৩০), লাভলী খাতুন (৪২), মিরাজ আলী (১৫), হাসেন আলী (১৮), জান্নাতি খাতুন (২০), হাসিনা খাতুন (১০দিন), বাবলু হোসেন (২৪), জেসমিন খাতুন (২০), জাহিদ হোসেন (৩), জাকির আলী (১) ও ইয়াসিন হোসেন (২৫)।
বিজিবি জানায়, মেহেরপুরের আনন্দবাস গ্রামের সীমান্তে ভোরের দিকে টহল দিচ্ছিলো বিজিবির একটি দল। এসময় সীমান্তের কাছাকাছি ৯৭/১ নম্বর পিলারের কাছে সন্দেহজনকভাবে কয়েকজনকে ঘুরাঘুরি করতে দেখেন তারা। পরে তাদের আটক করা হয়। আটকদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, ভারত থেকে বিএসএফ তাদের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশের অংশে ঠেলে দেয়। পরে তাদের মুজিবনগর থানায় হস্তান্তর করে বিজিবি।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটকরা সবাই বাংলাদেশের নাগরিক। তাদের বাড়ি উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়া থানায়। বিভিন্ন সময় কাজের সন্ধানে ভারতে গমন করেছিলেন তারা।
তিনি জানান, এরই মধ্যে তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা হবে। পরিচয় সঠিক হলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।