Dhaka বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মেহেরপুর জেলা প্রতিনিধি : 

মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় ট্রাকচাপায় সরফরাজ খান সোনা (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৬ জুলাই) সকাল ৮টার দিকে শহরের হোটেল বাজার এলাকার রনি রেস্তোরাঁর সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত সরফরাজ খান সোনা মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ারমৃত শামসুল আলম খান মোংলার ছেলে। সোনা মেহেরপুরে কাঁচ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ট্রাক কলেজ মোড় থেকে হোটেল বাজারের দিকে বেপরোয়া গতিতে আসছিল। এ সময় সরফরাজ খান সোনা তার মোটরসাইকেলে করে হোটেল বাজার থেকে কলেজ মোড়ের দিকে যাচ্ছিলেন। রনি রেস্তোরাঁর সামনে পৌঁছালে ট্রাকটি পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে তিনি ট্রাকের চাকার নিচে চাপা পড়েন।

স্থানীয়রা দ্রুত আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত এবং আটকের চেষ্টা চলছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সাবেক মন্ত্রী দস্তগীরের ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ

মেহেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশের সময় : ১২:৩০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

মেহেরপুর জেলা প্রতিনিধি : 

মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় ট্রাকচাপায় সরফরাজ খান সোনা (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৬ জুলাই) সকাল ৮টার দিকে শহরের হোটেল বাজার এলাকার রনি রেস্তোরাঁর সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত সরফরাজ খান সোনা মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ারমৃত শামসুল আলম খান মোংলার ছেলে। সোনা মেহেরপুরে কাঁচ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ট্রাক কলেজ মোড় থেকে হোটেল বাজারের দিকে বেপরোয়া গতিতে আসছিল। এ সময় সরফরাজ খান সোনা তার মোটরসাইকেলে করে হোটেল বাজার থেকে কলেজ মোড়ের দিকে যাচ্ছিলেন। রনি রেস্তোরাঁর সামনে পৌঁছালে ট্রাকটি পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে তিনি ট্রাকের চাকার নিচে চাপা পড়েন।

স্থানীয়রা দ্রুত আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত এবং আটকের চেষ্টা চলছে।