Dhaka রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মেসির হ্যাটট্রিকে প্লে-অফে মায়ামি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৩৭:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ১৭৯ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে লিওনেল মেসি। দুর্দান্ত হ্যাটট্রিক করে প্রায় নিশ্চিত করলেন মেজর লিগ সকার (এমএলএস) এর গোল্ডেন বুট। তার নেতৃত্বে ইন্টার মায়ামি ৫-২ ব্যবধানে উড়িয়ে দিল ন্যাশভিল এসসি’কে এবং একই সঙ্গে জায়গা করে নিল প্লে-অফে।

মৌসুমের শেষ দিনে মেসি নামেন ২৬ গোল নিয়ে, যা লস অ্যাঞ্জেলেস এফসির দেনিস বুয়াঙ্গার চেয়ে দুইটি বেশি। কিন্তু ম্যাচ শেষে মেসির গোলসংখ্যা দাঁড়ায় ২৯, অর্থাৎ ২৮ ম্যাচে ২৯ গোল অবিশ্বাস্য ধারাবাহিকতায় প্রথমবারের মতো এমএলএস গোল্ডেন বুট জয়ের দ্বারপ্রান্তে তিনি। একই সঙ্গে আরেকটি এমভিপি (সেরা খেলোয়াড়) পুরস্কারের দাবিও পোক্ত করলেন।

এই জয়ের পর পূর্বাঞ্চলীয় কনফারেন্সে তৃতীয় স্থান নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। আগামী ২৪ অক্টোবর প্লে-অফের প্রথম রাউন্ডে আবারও মুখোমুখি হবে এই ন্যাশভিলের বিপক্ষেই।

বাংলাদেশ সময় অনুযায়ী রোববার (১৯ অক্টোবর) ভোরে শুরু হয় ম্যাচটি। ৩৪ মিনিটের মাথায় প্রথম গোলটি আসে মেসির কাছ থেকে। প্রতিপক্ষের দুজনকে ফাঁকি দিয়ে বক্সের মাথা থেকে বাঁ পায়ের মাটি কামড়ানো শট নেন তিনি। এগিয়ে যায় মায়ামি। বিরতির আগেই (৪৩ মিনিট) সারিজের গোলে সেটি শোধ করে ফেলে ন্যাশভিলে। এমনকি যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে তারা লিড পায়, এবার স্কোরশিটে নাম তোলেন জ্যাকব শ্যাফেলবার্গ। ম্যাচে ফিরতে ৬২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে মায়ামিকে। প্রতিপক্ষ ফুটবলারের হ্যান্ডবলের সুবাদে তারা পেনাল্টি পেয়ে যায়, ঠাণ্ডা মাথায় আলতো করে নেওয়া স্পট কিকে মেসি স্কোরবোর্ড ২-২ করেন।

মিনিট পাঁচেক পরই ফের লিড নেয় মায়ামি। বক্সের মাঝামাঝি জায়গা থেকে গোলটি করেন বালতাসার রদ্রিগেজ। মায়ামির হয়ে মেসি দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন ম্যাচের ৮১ মিনিটে। সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর কয়েকজনের মাঝখান থেকে নিচু শটে তিনি গোলরক্ষককে পরাস্ত করেছেন। ৪-২ গোলে জয়ের পথেই ছিল মায়ামি। তবে তাতেই তারা সন্তুষ্ট নয়। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের শুরুতে এবার তেলাস্কো সেগোভিয়ার গোল। ৫-২ ব্যবধানে বড় জয়ে শীর্ষ তিনে থাকা নিশ্চিত করে হাভিয়ের মাশ্চেরানোর মায়ামি।

ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো ম্যাচ শেষে বলেন, লিওকে নিয়ে নতুন কিছু বলার নেই। আজও সে ছিল অসাধারণ। নিশ্চয়ই সে এমভিপি জিতবে, কারণ সে পুরো মৌসুমজুড়ে দারুণ পারফর্ম করেছে। ওর জন্য আমি খুব খুশি, কারণ আবারও সে দলকে জেতাল।

মাসচেরানো বলেন, ‘প্রথমার্ধে আমরা একটু ধীর ছিলাম, তীব্রতা ছিল না। কিন্তু দ্বিতীয়ার্ধে ছেলেরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। প্রতিপক্ষের অর্ধে খেলেছে, ঝুঁকি নিয়েছে, আর শেষটা করেছে দারুণভাবে।’

এমএলএসের এবারের মৌসুমে সবমিলিয়ে ৪৮ গোলে (২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট) অবদান রাখলেন মেসি। যা লিগটির এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ। ৪৯ গোল-অ্যাসিস্ট তার সামনে আছেন কার্লোস ভেলা (২০১৯)। এ ছাড়া এমএলএসের নিয়মিত এক মৌসুম শেষে মেসির চেয়ে বেশি গোলের রেকর্ড আছেন ভেলা (৩৪), জোসেফ মার্টিনেজ (৩১) ও জ্লাতান ইব্রাহিমোভিচের (৩০)।

এদিকে, ৩৪ ম্যাচে ১৯ জয়, ৮ ড্র ও ৭ হারের পর ৬৫ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের টেবিলে তিনে অবস্থান মায়ামির। সমান পয়েন্ট পেলেও দুইয়ে এফসি সিনসিনাতি। এক পয়েন্ট বেশি নিয়ে সবার শীর্ষে ফিলাডেলফিয়া ইউনিয়ন। প্লে-অফের প্রথম রাউন্ডে আবার ন্যাশভিলের সঙ্গেই খেলবে মায়ামি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অননুমোদিত হুটার-হাইড্রোলিক হর্ন ব্যবহারে নিষেধাজ্ঞা

মেসির হ্যাটট্রিকে প্লে-অফে মায়ামি

প্রকাশের সময় : ১২:৩৭:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে লিওনেল মেসি। দুর্দান্ত হ্যাটট্রিক করে প্রায় নিশ্চিত করলেন মেজর লিগ সকার (এমএলএস) এর গোল্ডেন বুট। তার নেতৃত্বে ইন্টার মায়ামি ৫-২ ব্যবধানে উড়িয়ে দিল ন্যাশভিল এসসি’কে এবং একই সঙ্গে জায়গা করে নিল প্লে-অফে।

মৌসুমের শেষ দিনে মেসি নামেন ২৬ গোল নিয়ে, যা লস অ্যাঞ্জেলেস এফসির দেনিস বুয়াঙ্গার চেয়ে দুইটি বেশি। কিন্তু ম্যাচ শেষে মেসির গোলসংখ্যা দাঁড়ায় ২৯, অর্থাৎ ২৮ ম্যাচে ২৯ গোল অবিশ্বাস্য ধারাবাহিকতায় প্রথমবারের মতো এমএলএস গোল্ডেন বুট জয়ের দ্বারপ্রান্তে তিনি। একই সঙ্গে আরেকটি এমভিপি (সেরা খেলোয়াড়) পুরস্কারের দাবিও পোক্ত করলেন।

এই জয়ের পর পূর্বাঞ্চলীয় কনফারেন্সে তৃতীয় স্থান নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। আগামী ২৪ অক্টোবর প্লে-অফের প্রথম রাউন্ডে আবারও মুখোমুখি হবে এই ন্যাশভিলের বিপক্ষেই।

বাংলাদেশ সময় অনুযায়ী রোববার (১৯ অক্টোবর) ভোরে শুরু হয় ম্যাচটি। ৩৪ মিনিটের মাথায় প্রথম গোলটি আসে মেসির কাছ থেকে। প্রতিপক্ষের দুজনকে ফাঁকি দিয়ে বক্সের মাথা থেকে বাঁ পায়ের মাটি কামড়ানো শট নেন তিনি। এগিয়ে যায় মায়ামি। বিরতির আগেই (৪৩ মিনিট) সারিজের গোলে সেটি শোধ করে ফেলে ন্যাশভিলে। এমনকি যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে তারা লিড পায়, এবার স্কোরশিটে নাম তোলেন জ্যাকব শ্যাফেলবার্গ। ম্যাচে ফিরতে ৬২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে মায়ামিকে। প্রতিপক্ষ ফুটবলারের হ্যান্ডবলের সুবাদে তারা পেনাল্টি পেয়ে যায়, ঠাণ্ডা মাথায় আলতো করে নেওয়া স্পট কিকে মেসি স্কোরবোর্ড ২-২ করেন।

মিনিট পাঁচেক পরই ফের লিড নেয় মায়ামি। বক্সের মাঝামাঝি জায়গা থেকে গোলটি করেন বালতাসার রদ্রিগেজ। মায়ামির হয়ে মেসি দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন ম্যাচের ৮১ মিনিটে। সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর কয়েকজনের মাঝখান থেকে নিচু শটে তিনি গোলরক্ষককে পরাস্ত করেছেন। ৪-২ গোলে জয়ের পথেই ছিল মায়ামি। তবে তাতেই তারা সন্তুষ্ট নয়। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের শুরুতে এবার তেলাস্কো সেগোভিয়ার গোল। ৫-২ ব্যবধানে বড় জয়ে শীর্ষ তিনে থাকা নিশ্চিত করে হাভিয়ের মাশ্চেরানোর মায়ামি।

ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো ম্যাচ শেষে বলেন, লিওকে নিয়ে নতুন কিছু বলার নেই। আজও সে ছিল অসাধারণ। নিশ্চয়ই সে এমভিপি জিতবে, কারণ সে পুরো মৌসুমজুড়ে দারুণ পারফর্ম করেছে। ওর জন্য আমি খুব খুশি, কারণ আবারও সে দলকে জেতাল।

মাসচেরানো বলেন, ‘প্রথমার্ধে আমরা একটু ধীর ছিলাম, তীব্রতা ছিল না। কিন্তু দ্বিতীয়ার্ধে ছেলেরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। প্রতিপক্ষের অর্ধে খেলেছে, ঝুঁকি নিয়েছে, আর শেষটা করেছে দারুণভাবে।’

এমএলএসের এবারের মৌসুমে সবমিলিয়ে ৪৮ গোলে (২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট) অবদান রাখলেন মেসি। যা লিগটির এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ। ৪৯ গোল-অ্যাসিস্ট তার সামনে আছেন কার্লোস ভেলা (২০১৯)। এ ছাড়া এমএলএসের নিয়মিত এক মৌসুম শেষে মেসির চেয়ে বেশি গোলের রেকর্ড আছেন ভেলা (৩৪), জোসেফ মার্টিনেজ (৩১) ও জ্লাতান ইব্রাহিমোভিচের (৩০)।

এদিকে, ৩৪ ম্যাচে ১৯ জয়, ৮ ড্র ও ৭ হারের পর ৬৫ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের টেবিলে তিনে অবস্থান মায়ামির। সমান পয়েন্ট পেলেও দুইয়ে এফসি সিনসিনাতি। এক পয়েন্ট বেশি নিয়ে সবার শীর্ষে ফিলাডেলফিয়া ইউনিয়ন। প্লে-অফের প্রথম রাউন্ডে আবার ন্যাশভিলের সঙ্গেই খেলবে মায়ামি।