Dhaka মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মেসির সঙ্গে মায়ামির আনুষ্ঠানিক পথচলা শুরু

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:২২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
  • ২৩৩ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

লিওনেল মেসি ইউরোপিয়ান ফুটবলের পরিসর ছেড়ে খুজে নিয়েছেন নতুন ঠিকানা। বিশ্বজয়ী ফুটবল জাদুকর ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে খেলবেন আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামির হয়ে। মেজর লিগ সকারের (এমএলএস) এ দলের হয়ে খেলার কথা গত জুন মাসে লা পুলগা নিজেই ঘোষণা করেছিলেন। তবে এতদিন পর্যন্ত ক্লাবের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়নি। অবশেষে শনিবার (১৫ জুলাই) রাতে তা সম্পন্ন হয়েছে। তার দলটির সঙ্গে তিন বছরের চুক্তি সম্পন্ন হয়েছে।

শনিবার (১৫ জুলাই) মধ্যরাতে (বাংলাদেশ সময়) মায়ামির দর্শকদের সামনে হাজির হন এই মহাতারকা। এরপরই করেন কাঙ্ক্ষিত সেই মন্তব্য, ‘হ্যাঁ বন্ধুগণ, মায়ামিতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে!

মেসি এদিন প্রথমবারের মতো গোলাপি জার্সি গায়ে জড়িয়ে ক্লাব সমর্থকদের সামনে হাজির হন। পেছনে বাজছিল কাতার বিশ্বকাপে আর্জেন্টাইন দলের উদযাপন সংগীতে পরিণত হওয়া ‘মুচাসোস’-এর সুর। এরপরই হাস্যেজ্জ্বল মেসি স্প্যানিশ ভাষায় মায়ামিতে দেখা হচ্ছে বলে সবাইকে জানিয়ে দেন। ক্লাবটিতে তিনি থাকবেন আগামী ২০২৫ সাল পর্যন্ত।

মেসিকে দলে ভেড়ানোর জন্য মায়ামি তিন বছর ধরে লেগে ছিল। এমনটাই জানান ক্লাবটির মালিক জর্জ মাস। যদিও মেসিকে পেতে কোনো খরচ করতে হয়নি তাদের। মাস জানান, পারিশ্রমিক হিসেবে বছরে ৫০ থেকে ৬০ মিলিয়ন ডলার পাবেন মেসি।

পিএসজি ছেড়ে মায়ামিতে যোগ দেওয়া নিয়ে মেসি বলেন, ইন্টার মায়ামিতে ক্যারিয়ারের পরের ধাপ শুরু করার ব্যাপারে আমি বেশ রোমাঞ্চিত। এটি অসাধারণ একটি সুযোগ এবং আমরা একসঙ্গে দারুণ কিছু করব। আমাদের পরিকল্পনা হচ্ছে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করা। আমি এখন আমার নতুন এই ঘরকে সাহায্য করার জন্য অপেক্ষা করছি।

মায়ামির আরেক মালিক ইংলিশ কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম উচ্ছ্বসিত মেসিকে নিজ ক্লাবে পেয়ে। মেসি যোগ দেওয়ার মাধ্যমে স্বপ্ন পূরণ হয়েছে তার। তিনি বলেন, ১০ বছর আগে আমি যখন মায়ামিতে নতুন ক্লাব নির্মাণের যাত্রা শুরু করি, তখন থেকেই বিশ্বের সেরা এই খেলোয়াড়কে দুর্দান্ত এ শহরে নিয়ে আসার স্বপ্ন ছিল আমার। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। লিওর (মেসি) মতো একজন খেলোয়াড়কে আমরা দলে টেনেছি, আমি সম্ভবত এর চেয়ে বেশি গর্বিত হতে পারতাম না। পাশাপাশি একজন খুব ভালো বন্ধু, অসাধারণ একজন মানুষ এবং তার সুন্দর পরিবার এখানে ইন্টার মায়ামিতে আসায় আমি দারুণ আনন্দিত। আমাদের প্রথম ধাপের রোমাঞ্চের শুরু এখানেই। আমার লিওকে মাঠে দেখার তর সইছে না।

২০২১ সালে বার্সেলোনা ছাড়ার পর দুই মৌসুম ফরাসি ক্লাব পিএসজিতে কাটান মেসি। কিন্তু সময়টা ভালো যায়নি তার। পিএসজি সমর্থকদের দুয়ো শুনতে হয়েছে প্রতিনিয়ত। তাই চুক্তির মেয়াদ না বাড়িয়ে এই মৌসুমে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। আগামী ২১ জুলাই মায়ামির জার্সিতে অভিষেক হতে পারে তার।

মায়ামি কর্তৃপক্ষ রোববার (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের সময় সন্ধ্যা ৬টায় ক্লাব সদস্য ও সমর্থকদের সঙ্গে মেসিকে পরিচয় করিয়ে দেবে। পরিচয় পর্বের পর হবে বিশেষ অনুষ্ঠান। বিশ্বখ্যাত শিল্পীরা অনুষ্ঠান করবেন। গণমাধ্যমের গুঞ্জন, শিল্পী তালিকায় রয়েছেন মেসির অতিপরিচিত একজন, পপ গায়িকা শাকিরা।

মিয়ামির হয়ে আগামী ২১ জুলাই ক্রজ আজুলের বিপক্ষে ম্যাচে মিয়ামির গোলাপি জার্সিতে অভিষেক হবে মেসির।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মোবাইল ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমালো এনবিআর

মেসির সঙ্গে মায়ামির আনুষ্ঠানিক পথচলা শুরু

প্রকাশের সময় : ০১:২২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

লিওনেল মেসি ইউরোপিয়ান ফুটবলের পরিসর ছেড়ে খুজে নিয়েছেন নতুন ঠিকানা। বিশ্বজয়ী ফুটবল জাদুকর ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে খেলবেন আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামির হয়ে। মেজর লিগ সকারের (এমএলএস) এ দলের হয়ে খেলার কথা গত জুন মাসে লা পুলগা নিজেই ঘোষণা করেছিলেন। তবে এতদিন পর্যন্ত ক্লাবের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়নি। অবশেষে শনিবার (১৫ জুলাই) রাতে তা সম্পন্ন হয়েছে। তার দলটির সঙ্গে তিন বছরের চুক্তি সম্পন্ন হয়েছে।

শনিবার (১৫ জুলাই) মধ্যরাতে (বাংলাদেশ সময়) মায়ামির দর্শকদের সামনে হাজির হন এই মহাতারকা। এরপরই করেন কাঙ্ক্ষিত সেই মন্তব্য, ‘হ্যাঁ বন্ধুগণ, মায়ামিতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে!

মেসি এদিন প্রথমবারের মতো গোলাপি জার্সি গায়ে জড়িয়ে ক্লাব সমর্থকদের সামনে হাজির হন। পেছনে বাজছিল কাতার বিশ্বকাপে আর্জেন্টাইন দলের উদযাপন সংগীতে পরিণত হওয়া ‘মুচাসোস’-এর সুর। এরপরই হাস্যেজ্জ্বল মেসি স্প্যানিশ ভাষায় মায়ামিতে দেখা হচ্ছে বলে সবাইকে জানিয়ে দেন। ক্লাবটিতে তিনি থাকবেন আগামী ২০২৫ সাল পর্যন্ত।

মেসিকে দলে ভেড়ানোর জন্য মায়ামি তিন বছর ধরে লেগে ছিল। এমনটাই জানান ক্লাবটির মালিক জর্জ মাস। যদিও মেসিকে পেতে কোনো খরচ করতে হয়নি তাদের। মাস জানান, পারিশ্রমিক হিসেবে বছরে ৫০ থেকে ৬০ মিলিয়ন ডলার পাবেন মেসি।

পিএসজি ছেড়ে মায়ামিতে যোগ দেওয়া নিয়ে মেসি বলেন, ইন্টার মায়ামিতে ক্যারিয়ারের পরের ধাপ শুরু করার ব্যাপারে আমি বেশ রোমাঞ্চিত। এটি অসাধারণ একটি সুযোগ এবং আমরা একসঙ্গে দারুণ কিছু করব। আমাদের পরিকল্পনা হচ্ছে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করা। আমি এখন আমার নতুন এই ঘরকে সাহায্য করার জন্য অপেক্ষা করছি।

মায়ামির আরেক মালিক ইংলিশ কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম উচ্ছ্বসিত মেসিকে নিজ ক্লাবে পেয়ে। মেসি যোগ দেওয়ার মাধ্যমে স্বপ্ন পূরণ হয়েছে তার। তিনি বলেন, ১০ বছর আগে আমি যখন মায়ামিতে নতুন ক্লাব নির্মাণের যাত্রা শুরু করি, তখন থেকেই বিশ্বের সেরা এই খেলোয়াড়কে দুর্দান্ত এ শহরে নিয়ে আসার স্বপ্ন ছিল আমার। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। লিওর (মেসি) মতো একজন খেলোয়াড়কে আমরা দলে টেনেছি, আমি সম্ভবত এর চেয়ে বেশি গর্বিত হতে পারতাম না। পাশাপাশি একজন খুব ভালো বন্ধু, অসাধারণ একজন মানুষ এবং তার সুন্দর পরিবার এখানে ইন্টার মায়ামিতে আসায় আমি দারুণ আনন্দিত। আমাদের প্রথম ধাপের রোমাঞ্চের শুরু এখানেই। আমার লিওকে মাঠে দেখার তর সইছে না।

২০২১ সালে বার্সেলোনা ছাড়ার পর দুই মৌসুম ফরাসি ক্লাব পিএসজিতে কাটান মেসি। কিন্তু সময়টা ভালো যায়নি তার। পিএসজি সমর্থকদের দুয়ো শুনতে হয়েছে প্রতিনিয়ত। তাই চুক্তির মেয়াদ না বাড়িয়ে এই মৌসুমে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। আগামী ২১ জুলাই মায়ামির জার্সিতে অভিষেক হতে পারে তার।

মায়ামি কর্তৃপক্ষ রোববার (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের সময় সন্ধ্যা ৬টায় ক্লাব সদস্য ও সমর্থকদের সঙ্গে মেসিকে পরিচয় করিয়ে দেবে। পরিচয় পর্বের পর হবে বিশেষ অনুষ্ঠান। বিশ্বখ্যাত শিল্পীরা অনুষ্ঠান করবেন। গণমাধ্যমের গুঞ্জন, শিল্পী তালিকায় রয়েছেন মেসির অতিপরিচিত একজন, পপ গায়িকা শাকিরা।

মিয়ামির হয়ে আগামী ২১ জুলাই ক্রজ আজুলের বিপক্ষে ম্যাচে মিয়ামির গোলাপি জার্সিতে অভিষেক হবে মেসির।