Dhaka বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মেসিবিহীন মায়ামির ড্র

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:২৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
  • ২১৬ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

লিওনেল মেসির চোট বেশ ভোগাবে মনে হচ্ছে। এই চোট থেকে মেসি যে সহজে উদ্ধার পাচ্ছেন না সেটা বোঝা গেল নিউইয়র্ক সিটির বিপক্ষে ম্যাচে। মেজর লিগ সকারে (এমএলএস) এ ম্যাচেও মাঠে নামতে পারেননি মেসি। তাতে নিউইয়র্ক সিটির বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে তার দল ইন্টার মায়ামি।

মেসিকে স্কোয়াডের বাইরে রেখেই দল সাজান মার্তিনো। মাঠে বা বেঞ্চে না থাকলেও গ্যালারিতে বসে ম্যাচটি দেখেন মায়ামির আর্জেন্টাইন তারকা। মেসিবিহীন ইন্টার মায়ামি এদিনও যথারীতি লড়াই করেছে মাঠে।

রোববার (১ অক্টোবর) ভোরে এমএলএস-এর ম্যাচে ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। যদিও ফ্লোরিডার বিরূপ আবহাওয়ার কারণে এদিন নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। মায়ামির কোচ জেরার্দো মার্টিনো আগেই ঝুঁকি নিয়ে মেসিকে না নেওয়ার আভাস দিয়েছিলেন। তবুও অল্প সময়ের জন্য হলেও তাকে মাঠে দেখার আশায় ছিলেন দর্শকরা। শেষপর্যন্ত সেটি আর সম্ভব হয়নি।

দেরিতে শুরু হওয়া ম্যাচে ইন্টার মায়ামির পারফরম্যান্স ছিল সাদামাটা। মেসিকে ছাড়া দলটি বলের নিয়ন্ত্রণ রাখতেই বেগ পাচ্ছিল। এ সময় মায়ামিকে চাপে রেখে গোল আদায়ের চেষ্টা করে যায় নিউইয়র্ক এফসি। বেশ কয়েকটি ফ্রি-কিকও আদায় করে নেয় তারা। যদিও সেসব সুযোগ কাজে লাগাতে পারেনি নিউইয়র্ক সিটি।

ম্যাচের ৩৭ মিনিট পর্যন্ত ইন্টার মায়ামি নিতে পেরেছে মাত্র ২টি শট। তবে নিজেরা সুবিধা করতে না পারলেও বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত নিউইয়র্ক সিটিকে ঠিকই ঠেকিয়ে রাখতে পেরেছে মায়ামি। প্রথমার্ধে দুই দলের কেউই লক্ষ্যে কোনো শট রাখতে পারেনি।

প্রথমার্ধ্বে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের দেখা পেতে মরিয়া হয়ে লড়াই চালায়। তবে প্রথমে সফলতার মুখ দেখে নিউইয়র্কই। ম্যাচের ৭৭ মিনিটে সান্তিয়াগো রদ্রিগেজ সফরকারীদের হয়ে মিয়ামির জালে লক্ষ্যভেদ করেন। সান্তিয়াগো রদ্রিগেজের গোলে এগিয়ে যায় তারা। এই গোলেই জয়ের স্বপ্ন দেখছিল পয়েন্ট তালিকার ৮ নম্বরে থাকা দলটি।

তবে নির্ধারিত নব্বই মিনিটের পর ম্যাচের যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে একটি গোলের দেখা পায় মিয়ামি। হার এড়ানো এ গলটি করেন টমাস আলাভেস। ফলে শেষ পর্যন্ত পরাজয় এড়িয়ে ড্র নিয়ে মাঠ ছাড়ে মেসিবিহীন মিয়ামি।

জয় না পাওয়ায় ইন্টার মায়ামির প্লে-অফ খেলার পথটা কঠিনই থেকে গেল। ৩০ ম্যাচ শেষে ৯ জয়, ৬ ড্র এবং ১৫ হারে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার ১৩ নম্বরে অবস্থান ফ্লোরিডার ক্লাবটির।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নেপালে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন : পররাষ্ট্র উপদেষ্টা

মেসিবিহীন মায়ামির ড্র

প্রকাশের সময় : ০২:২৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

লিওনেল মেসির চোট বেশ ভোগাবে মনে হচ্ছে। এই চোট থেকে মেসি যে সহজে উদ্ধার পাচ্ছেন না সেটা বোঝা গেল নিউইয়র্ক সিটির বিপক্ষে ম্যাচে। মেজর লিগ সকারে (এমএলএস) এ ম্যাচেও মাঠে নামতে পারেননি মেসি। তাতে নিউইয়র্ক সিটির বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে তার দল ইন্টার মায়ামি।

মেসিকে স্কোয়াডের বাইরে রেখেই দল সাজান মার্তিনো। মাঠে বা বেঞ্চে না থাকলেও গ্যালারিতে বসে ম্যাচটি দেখেন মায়ামির আর্জেন্টাইন তারকা। মেসিবিহীন ইন্টার মায়ামি এদিনও যথারীতি লড়াই করেছে মাঠে।

রোববার (১ অক্টোবর) ভোরে এমএলএস-এর ম্যাচে ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। যদিও ফ্লোরিডার বিরূপ আবহাওয়ার কারণে এদিন নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। মায়ামির কোচ জেরার্দো মার্টিনো আগেই ঝুঁকি নিয়ে মেসিকে না নেওয়ার আভাস দিয়েছিলেন। তবুও অল্প সময়ের জন্য হলেও তাকে মাঠে দেখার আশায় ছিলেন দর্শকরা। শেষপর্যন্ত সেটি আর সম্ভব হয়নি।

দেরিতে শুরু হওয়া ম্যাচে ইন্টার মায়ামির পারফরম্যান্স ছিল সাদামাটা। মেসিকে ছাড়া দলটি বলের নিয়ন্ত্রণ রাখতেই বেগ পাচ্ছিল। এ সময় মায়ামিকে চাপে রেখে গোল আদায়ের চেষ্টা করে যায় নিউইয়র্ক এফসি। বেশ কয়েকটি ফ্রি-কিকও আদায় করে নেয় তারা। যদিও সেসব সুযোগ কাজে লাগাতে পারেনি নিউইয়র্ক সিটি।

ম্যাচের ৩৭ মিনিট পর্যন্ত ইন্টার মায়ামি নিতে পেরেছে মাত্র ২টি শট। তবে নিজেরা সুবিধা করতে না পারলেও বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত নিউইয়র্ক সিটিকে ঠিকই ঠেকিয়ে রাখতে পেরেছে মায়ামি। প্রথমার্ধে দুই দলের কেউই লক্ষ্যে কোনো শট রাখতে পারেনি।

প্রথমার্ধ্বে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের দেখা পেতে মরিয়া হয়ে লড়াই চালায়। তবে প্রথমে সফলতার মুখ দেখে নিউইয়র্কই। ম্যাচের ৭৭ মিনিটে সান্তিয়াগো রদ্রিগেজ সফরকারীদের হয়ে মিয়ামির জালে লক্ষ্যভেদ করেন। সান্তিয়াগো রদ্রিগেজের গোলে এগিয়ে যায় তারা। এই গোলেই জয়ের স্বপ্ন দেখছিল পয়েন্ট তালিকার ৮ নম্বরে থাকা দলটি।

তবে নির্ধারিত নব্বই মিনিটের পর ম্যাচের যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে একটি গোলের দেখা পায় মিয়ামি। হার এড়ানো এ গলটি করেন টমাস আলাভেস। ফলে শেষ পর্যন্ত পরাজয় এড়িয়ে ড্র নিয়ে মাঠ ছাড়ে মেসিবিহীন মিয়ামি।

জয় না পাওয়ায় ইন্টার মায়ামির প্লে-অফ খেলার পথটা কঠিনই থেকে গেল। ৩০ ম্যাচ শেষে ৯ জয়, ৬ ড্র এবং ১৫ হারে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার ১৩ নম্বরে অবস্থান ফ্লোরিডার ক্লাবটির।