Dhaka বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মেসিকে ছাড়াই জয় পেলো ইন্টার মায়ামির

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
  • ১৯৩ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে গেছেন লিওনেল মেসি। এর মধ্যেই মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফে জায়গা করে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হচ্ছে ইন্টার মায়ামিকে। তা মেসি নেই তো কী হয়েছে, আর্জেন্টাইন জাদুকর দলটিতে নাম লেখানোর পর জয়ের যে পথ দেখিয়ে দিয়েছেন, সে পথেই হাঁটছে এমএলএসের ক্লাবটি।

মেসি যেন জিয়ন কাঠি। যার ছোঁয়ায় সাত রাতের ঘুম ভেঙে যেন জেগে উঠেছে ইন্টার মিয়ামি। একের পর এক ম্যাচ জয় করে যাচ্ছিলো তারা।

এবার মেসি রয়েছেন আন্তর্জাতিক ফুটবলের ছুটিতে। বিশ্বকাপ বাছাই পর্বে তার দেশ খেলছে। প্রথম ম্যাচেই তারা মুখোমুখি হয়েছিলো ইকুয়েডরের। মেসির গোলে জয় পেয়েছে ১-০ ব্যবধানে।

মেসির অনুপস্থিতিতেই মেজর লিগ সকারে মাঠে নামতে হয়েছিলো ইন্টার মিয়ামিকে। প্রতিপক্ষ স্পোর্টিং কানসাস সিটি। তবে, মেসি না থাকলেও জয় পেতে সমস্যা হয়নি মিয়ামির। যদিও লড়াই হয়েছে। তবে স্পোর্টিং কানসাস সিটিকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে ইন্টার মিয়ামি।

লাতিন আমেরিকার দুই ফুটবলারের গোলেই বলতে গেলে জয় নিয়ে মাঠ ছেড়েছে মিয়ামি। ইকুয়েডরিয়ান ফুটবলার লিওনার্দো কাম্পানা করেন জোড়া গোল। আর্জেন্টাইন ফুটবলার ফাকুন্দো ফারিয়াস করেন এক গোল।

তুলনামূলক ‘দুর্বল’ দল নিয়ে খেলতে নামা মায়ামি নিজেদের মাঠে ম্যাচের ৯ মিনিটেই পিছিয়ে পড়ে। তবে ২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মায়ামিকে সমতায় ফেরান কাম্পানা। প্রথমার্ধের শেষ বাঁশি বাজার ঠিক আগে দলকে ২-১ গোলে এগিয়ে দেন ইকুয়েডরিয়ান ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ভালো খেলা উপহার দেয় মায়ামি। এর ফলও দ্রুতই পেয়ে যায় তারা। ৬০ মিনিটে অসাধারণ এক গোলে স্কোরলাইন ৩-২ করেন আর্জেন্টিনার ২১ বছর বয়সী আক্রমণাত্মক মিডফিল্ডার ফাকুন্দো ফারিয়াস। ৭৮ মিনিটে একটি গোল ফেরত দেয় স্পোর্টিং কানসাস সিটি। শেষ পর্যন্ত ফারিয়াসের গোলটিই হয়ে যায় পার্থক্য গড়ে দেওয়া।

মেসি নাম লেখানোর আগে ধুঁকতে থাকা মায়ামি সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে ১২ ম্যাচে অপরাজিত রইল। এমএলএসের প্লে-অফ খেলা থেকে তারা এখন আর ৬ পয়েন্ট দূরে। মেসি যোগ দেওয়ার আগে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার তলানিতে থাকা মায়ামি আজকের জয়ের পর ২৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আছে ১৪তম স্থানে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

৫ হাজার বিডব্লিউটির বেশি ধারণক্ষমতার জাহাজের মূসক অব্যাহতি : প্রেস সচিব

মেসিকে ছাড়াই জয় পেলো ইন্টার মায়ামির

প্রকাশের সময় : ০১:০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে গেছেন লিওনেল মেসি। এর মধ্যেই মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফে জায়গা করে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হচ্ছে ইন্টার মায়ামিকে। তা মেসি নেই তো কী হয়েছে, আর্জেন্টাইন জাদুকর দলটিতে নাম লেখানোর পর জয়ের যে পথ দেখিয়ে দিয়েছেন, সে পথেই হাঁটছে এমএলএসের ক্লাবটি।

মেসি যেন জিয়ন কাঠি। যার ছোঁয়ায় সাত রাতের ঘুম ভেঙে যেন জেগে উঠেছে ইন্টার মিয়ামি। একের পর এক ম্যাচ জয় করে যাচ্ছিলো তারা।

এবার মেসি রয়েছেন আন্তর্জাতিক ফুটবলের ছুটিতে। বিশ্বকাপ বাছাই পর্বে তার দেশ খেলছে। প্রথম ম্যাচেই তারা মুখোমুখি হয়েছিলো ইকুয়েডরের। মেসির গোলে জয় পেয়েছে ১-০ ব্যবধানে।

মেসির অনুপস্থিতিতেই মেজর লিগ সকারে মাঠে নামতে হয়েছিলো ইন্টার মিয়ামিকে। প্রতিপক্ষ স্পোর্টিং কানসাস সিটি। তবে, মেসি না থাকলেও জয় পেতে সমস্যা হয়নি মিয়ামির। যদিও লড়াই হয়েছে। তবে স্পোর্টিং কানসাস সিটিকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে ইন্টার মিয়ামি।

লাতিন আমেরিকার দুই ফুটবলারের গোলেই বলতে গেলে জয় নিয়ে মাঠ ছেড়েছে মিয়ামি। ইকুয়েডরিয়ান ফুটবলার লিওনার্দো কাম্পানা করেন জোড়া গোল। আর্জেন্টাইন ফুটবলার ফাকুন্দো ফারিয়াস করেন এক গোল।

তুলনামূলক ‘দুর্বল’ দল নিয়ে খেলতে নামা মায়ামি নিজেদের মাঠে ম্যাচের ৯ মিনিটেই পিছিয়ে পড়ে। তবে ২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মায়ামিকে সমতায় ফেরান কাম্পানা। প্রথমার্ধের শেষ বাঁশি বাজার ঠিক আগে দলকে ২-১ গোলে এগিয়ে দেন ইকুয়েডরিয়ান ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ভালো খেলা উপহার দেয় মায়ামি। এর ফলও দ্রুতই পেয়ে যায় তারা। ৬০ মিনিটে অসাধারণ এক গোলে স্কোরলাইন ৩-২ করেন আর্জেন্টিনার ২১ বছর বয়সী আক্রমণাত্মক মিডফিল্ডার ফাকুন্দো ফারিয়াস। ৭৮ মিনিটে একটি গোল ফেরত দেয় স্পোর্টিং কানসাস সিটি। শেষ পর্যন্ত ফারিয়াসের গোলটিই হয়ে যায় পার্থক্য গড়ে দেওয়া।

মেসি নাম লেখানোর আগে ধুঁকতে থাকা মায়ামি সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে ১২ ম্যাচে অপরাজিত রইল। এমএলএসের প্লে-অফ খেলা থেকে তারা এখন আর ৬ পয়েন্ট দূরে। মেসি যোগ দেওয়ার আগে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার তলানিতে থাকা মায়ামি আজকের জয়ের পর ২৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আছে ১৪তম স্থানে।