নিজস্ব প্রতিবেদক :
মেট্রোরেল চলাচল আবার বিঘ্নিত হয়েছে। মেট্রোরেলের ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের (ওসিএস) পাশে বাইরে থেকে একটি তার নিক্ষেপ করায় সিস্টেমের নিরাপত্তার জন্য ২০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।
রোববার (২ নভেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল।
মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, পল্লবী থেকে মিরপুর-১১ এর মধ্যবর্তী স্থানে মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের (ওভারহেড ক্যাটেনারি সিস্টেম) উপর বাহির থেকে তার নিক্ষেপ করা হয়। এই তার অপসারণের জন্য দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১টা ১০ মিনিট পর্যন্ত মেট্রোরেল বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
তবে দায়িত্বশীলরা জানায়, দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে একজন ট্রেন অপারেটর ওই জায়গায় একটি ঝুলন্ত তার দেখতে পায়। পরে সেটি জানানো হলে ৩০ মিনিটের জন্য ট্রেন অপারেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ২০ মিনিটের মধ্যে কাজ শেষ হলে দুপুর ১টায় আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
নিজস্ব প্রতিবেদক 






















