Dhaka বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মেট্রোরেলে হাফপাসের দাবি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক : 

দেশের প্রথম বিদ্যুৎচালিত গণপরিবহন মেট্রোরেলের ভাড়ায় বাসের মতো হাফ-পাসের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। একইসঙ্গে মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা করার দাবিও জানিয়েছে তারা।

শনিবার (৩ ফেব্রুয়ারি) ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচের রাস্তায় আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মেট্রোরেলের ভাড়া অনেক বেশি। এ অবস্থায় একজন সাধারণ শিক্ষার্থীর কাছে মেট্রো ভাড়া অনেক। এজন্য উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালুর সময় হাফ ভাড়ার দাবিতে আন্দোলন করলে মেট্রো কর্তৃপক্ষ সরকারের সঙ্গে কথা বলে ভাড়া কমানোর আশ্বাস দেন। কিন্তু এখন পর্যন্ত সেই আশ্বাসের কোনো অগ্রগতি দেখা যায়নি। তাই মেট্রোরেলে শিক্ষার্থীদের হাফ পাসের দাবি জানাচ্ছি।

তারা বলেন, মেট্রোরেল পুরোপুরি চালু হলেও কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালু করেনি। শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রীয় ও সামাজিক দায়বদ্ধতা থেকে বিশ্বের বিভিন্ন দেশে গণপরিবহনে হাফ পাস পদ্ধতি রয়েছে।

Students demand half pass for Dhaka metro
এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে তিন দফা দাবি জানানো হয়। এগুলো হলো: ১. মেট্রোরেলে শিক্ষার্থীদের হাফ পাস কার্যকর করতে হবে; ২. মেট্রোরেলে অতিরিক্ত ভাড়া কমাতে হবে ও সর্বনিম্ন ভাড়া ১০ টাকা করতে হবে এবং ৩. মেট্রোরেলে শিক্ষার্থীদের সহজে যাতায়াত সুবিধার্থে স্টুডেন্ট পাস দিতে হবে।

এর আগে, বাসে শিক্ষার্থীদের হাফ পাসের সুযোগ থাকলেও মেট্রোরেলে না থাকায় হাফ পাসের জন্য কর্মসূচি ঘোষণা করেছিলেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে ফার্মগেট এলাকায় বড় জমায়েতের ডাক দিয়েছিলেন। কর্মসূচি সফল করতে অনলাইন ও অফলাইনে সমানভাবে প্রচার-প্রচারণাও চালিয়েছেন।

অনলাইনে ‘মেট্রোরেলে হাফ পাস চাই’ শিরোনামে একটি ইভেন্ট খুলেছেন শিক্ষার্থীরা। সেখানে এখন পর্যন্ত প্রায় ১২ হাজার শিক্ষার্থী দাবির পক্ষে সম্মতি দিয়েছেন। ৩০ জানুয়ারি থেকে এ ইভেন্ট আহ্বান করা হয়েছে।

মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে তিতুমীর কলেজের শিক্ষার্থী মহিদুল ইসলাম দাউদসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

মেট্রোরেলে হাফপাসের দাবি শিক্ষার্থীদের

প্রকাশের সময় : ০৮:৪১:০৮ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

দেশের প্রথম বিদ্যুৎচালিত গণপরিবহন মেট্রোরেলের ভাড়ায় বাসের মতো হাফ-পাসের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। একইসঙ্গে মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা করার দাবিও জানিয়েছে তারা।

শনিবার (৩ ফেব্রুয়ারি) ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচের রাস্তায় আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মেট্রোরেলের ভাড়া অনেক বেশি। এ অবস্থায় একজন সাধারণ শিক্ষার্থীর কাছে মেট্রো ভাড়া অনেক। এজন্য উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালুর সময় হাফ ভাড়ার দাবিতে আন্দোলন করলে মেট্রো কর্তৃপক্ষ সরকারের সঙ্গে কথা বলে ভাড়া কমানোর আশ্বাস দেন। কিন্তু এখন পর্যন্ত সেই আশ্বাসের কোনো অগ্রগতি দেখা যায়নি। তাই মেট্রোরেলে শিক্ষার্থীদের হাফ পাসের দাবি জানাচ্ছি।

তারা বলেন, মেট্রোরেল পুরোপুরি চালু হলেও কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালু করেনি। শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রীয় ও সামাজিক দায়বদ্ধতা থেকে বিশ্বের বিভিন্ন দেশে গণপরিবহনে হাফ পাস পদ্ধতি রয়েছে।

Students demand half pass for Dhaka metro
এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে তিন দফা দাবি জানানো হয়। এগুলো হলো: ১. মেট্রোরেলে শিক্ষার্থীদের হাফ পাস কার্যকর করতে হবে; ২. মেট্রোরেলে অতিরিক্ত ভাড়া কমাতে হবে ও সর্বনিম্ন ভাড়া ১০ টাকা করতে হবে এবং ৩. মেট্রোরেলে শিক্ষার্থীদের সহজে যাতায়াত সুবিধার্থে স্টুডেন্ট পাস দিতে হবে।

এর আগে, বাসে শিক্ষার্থীদের হাফ পাসের সুযোগ থাকলেও মেট্রোরেলে না থাকায় হাফ পাসের জন্য কর্মসূচি ঘোষণা করেছিলেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে ফার্মগেট এলাকায় বড় জমায়েতের ডাক দিয়েছিলেন। কর্মসূচি সফল করতে অনলাইন ও অফলাইনে সমানভাবে প্রচার-প্রচারণাও চালিয়েছেন।

অনলাইনে ‘মেট্রোরেলে হাফ পাস চাই’ শিরোনামে একটি ইভেন্ট খুলেছেন শিক্ষার্থীরা। সেখানে এখন পর্যন্ত প্রায় ১২ হাজার শিক্ষার্থী দাবির পক্ষে সম্মতি দিয়েছেন। ৩০ জানুয়ারি থেকে এ ইভেন্ট আহ্বান করা হয়েছে।

মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে তিতুমীর কলেজের শিক্ষার্থী মহিদুল ইসলাম দাউদসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।