Dhaka শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মেট্রোরেলের চলাচল সময় বাড়ছে এক ঘণ্টা, বাড়বে ট্রিপও

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকাবাসীর জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে। আগামী রোববার (২০ অক্টোবর) থেকে এই নতুন সময়সূচি কার্যকর হবে। সকাল ও রাতে আধা ঘণ্টা করে সময় বাড়ানো হয়েছে। এছাড়া নভেম্বরের মাঝামাঝি থেকে ট্রিপ সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএলের একাধিক সূত্র জানিয়েছে, চলাচলের সময় এবং ট্রিপ বাড়ানোর লক্ষ্যে গত ২৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক চলাচল শুরু করা হয়। এরপর মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বৈঠকে মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

নতুন সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৪০ মিনিটে, যেখানে আগে ছাড়ত সকাল ৭টা ১০ মিনিটে। শেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায়, যা আগে ছিল রাত ৯টা।

মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায় (আগে ছিল ৭টা ৩০ মিনিট) এবং শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে (আগে ছিল ৯টা ৪০ মিনিট)।

শুক্রবারের সময়সূচিতেও পরিবর্তন আসছে। আগে শুক্রবার মেট্রোরেল চলত বেলা ৩টা থেকে, এখন তা বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে। রাতেও চলবে আধা ঘণ্টা বেশি।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ বলেন, পর্যায়ক্রমে তারা সেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য পর্যাপ্ত পরীক্ষা চালানো হচ্ছে। আগামী রোববার থেকে দিনে এক ঘণ্টা বাড়তি সময় মেট্রোরেল চালানোর চেষ্টা চলছে। ট্রিপ বাড়াতে আরও কিছুদিন পরীক্ষামূলক চলাচল করতে হবে। আগামী মাসের মাঝামাঝিতে ট্রিপ বাড়ানো সম্ভব হবে বলে আশা করছি।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো যাত্রীদের জন্য নির্ভরযোগ্য ও সময়মতো চলা একটি পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা। যাত্রীদের চাহিদার ভিত্তিতে আমরা সেবার পরিধি বাড়িয়ে চলেছি।

সূত্রে আরও জানা যায়, ১৫ নভেম্বরের মধ্যে বাড়তি ট্রিপ চালু হতে পারে। বর্তমানে একটি ট্রেন চালাতে সময় লাগে ৩০ থেকে ৪০ মিনিট। নতুন ট্রিপ যুক্ত হলে প্রতি ঘণ্টায় আরও বেশি ট্রেন চালানো সম্ভব হবে, ফলে যাত্রী চাপ কমবে।

এই সময়সূচি বাড়ানোর সিদ্ধান্তে খুশি অনেক যাত্রী। তারা বলছেন, সকালে অফিস ধরতে বা রাতে ফেরার সময় ট্রেন মিস করার ভয় ছিল। এখন সেই সমস্যা কিছুটা কমবে।

উল্লেখ্য, বর্তমানে মেট্রোরেল চলাচল করে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত। এই রুটে প্রতিদিন হাজারো যাত্রী চলাচল করেন। সময়মতো ট্রেন আসা-যাওয়ার জন্য এই পরিষেবা ইতোমধ্যে রাজধানীতে জনপ্রিয় হয়ে উঠেছে।

ডিএমটিসিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, সময় ও ট্রিপ বাড়ানো ছাড়াও ভবিষ্যতে নতুন কিছু স্টেশন চালুর পরিকল্পনাও রয়েছে। সেই প্রস্তুতিও চলছে। পর্যাপ্ত কোচ, চালক ও কারিগরি প্রস্তুতির ভিত্তিতে ধাপে ধাপে এই সেবার পরিসর আরও বাড়ানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আবহাওয়া

নির্বাচনে অংশ নেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে বিএনপি : রিজভী

মেট্রোরেলের চলাচল সময় বাড়ছে এক ঘণ্টা, বাড়বে ট্রিপও

প্রকাশের সময় : ০২:০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকাবাসীর জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে। আগামী রোববার (২০ অক্টোবর) থেকে এই নতুন সময়সূচি কার্যকর হবে। সকাল ও রাতে আধা ঘণ্টা করে সময় বাড়ানো হয়েছে। এছাড়া নভেম্বরের মাঝামাঝি থেকে ট্রিপ সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএলের একাধিক সূত্র জানিয়েছে, চলাচলের সময় এবং ট্রিপ বাড়ানোর লক্ষ্যে গত ২৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক চলাচল শুরু করা হয়। এরপর মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বৈঠকে মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

নতুন সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৪০ মিনিটে, যেখানে আগে ছাড়ত সকাল ৭টা ১০ মিনিটে। শেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায়, যা আগে ছিল রাত ৯টা।

মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায় (আগে ছিল ৭টা ৩০ মিনিট) এবং শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে (আগে ছিল ৯টা ৪০ মিনিট)।

শুক্রবারের সময়সূচিতেও পরিবর্তন আসছে। আগে শুক্রবার মেট্রোরেল চলত বেলা ৩টা থেকে, এখন তা বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে। রাতেও চলবে আধা ঘণ্টা বেশি।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ বলেন, পর্যায়ক্রমে তারা সেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য পর্যাপ্ত পরীক্ষা চালানো হচ্ছে। আগামী রোববার থেকে দিনে এক ঘণ্টা বাড়তি সময় মেট্রোরেল চালানোর চেষ্টা চলছে। ট্রিপ বাড়াতে আরও কিছুদিন পরীক্ষামূলক চলাচল করতে হবে। আগামী মাসের মাঝামাঝিতে ট্রিপ বাড়ানো সম্ভব হবে বলে আশা করছি।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো যাত্রীদের জন্য নির্ভরযোগ্য ও সময়মতো চলা একটি পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা। যাত্রীদের চাহিদার ভিত্তিতে আমরা সেবার পরিধি বাড়িয়ে চলেছি।

সূত্রে আরও জানা যায়, ১৫ নভেম্বরের মধ্যে বাড়তি ট্রিপ চালু হতে পারে। বর্তমানে একটি ট্রেন চালাতে সময় লাগে ৩০ থেকে ৪০ মিনিট। নতুন ট্রিপ যুক্ত হলে প্রতি ঘণ্টায় আরও বেশি ট্রেন চালানো সম্ভব হবে, ফলে যাত্রী চাপ কমবে।

এই সময়সূচি বাড়ানোর সিদ্ধান্তে খুশি অনেক যাত্রী। তারা বলছেন, সকালে অফিস ধরতে বা রাতে ফেরার সময় ট্রেন মিস করার ভয় ছিল। এখন সেই সমস্যা কিছুটা কমবে।

উল্লেখ্য, বর্তমানে মেট্রোরেল চলাচল করে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত। এই রুটে প্রতিদিন হাজারো যাত্রী চলাচল করেন। সময়মতো ট্রেন আসা-যাওয়ার জন্য এই পরিষেবা ইতোমধ্যে রাজধানীতে জনপ্রিয় হয়ে উঠেছে।

ডিএমটিসিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, সময় ও ট্রিপ বাড়ানো ছাড়াও ভবিষ্যতে নতুন কিছু স্টেশন চালুর পরিকল্পনাও রয়েছে। সেই প্রস্তুতিও চলছে। পর্যাপ্ত কোচ, চালক ও কারিগরি প্রস্তুতির ভিত্তিতে ধাপে ধাপে এই সেবার পরিসর আরও বাড়ানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।