Dhaka মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হলেন ক্লাউডিয়া শেইনবাম

আন্তর্জাতিক ডেস্ক : 

মেক্সিকোর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন মোরেনা পার্টির ক্লদিয়া (৬১) শিনবাউম। তিনি ৫৮ থেকে ৬০ শতাংশ ভোট পেয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় নির্বাচনী সংস্থা।

প্রাথমিক নির্বাচনী ফলাফল অনুযায়ী দেখা গেছে, প্রধান প্রতিদ্বন্দ্বী জোচিল গালভেজের চেয়ে ৩০ শতাংশ পয়েন্ট ও মধ্যপন্থী হর্হে আলভারেজ মেইনেজের চেয়ে ৫০ শতাংশ পয়েন্ট বেশি ভোট পেয়েছেন ক্লদিয়া।

সোমবার (৩ জুন) বার্তা সংস্থা এএফপি ও আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনে ৫৮.৩ থেকে ৬০.৭ শতাংশ ভোট পেয়েছেন মেক্সিকো সিটির সাবেক মেয়র ও জলবায়ু বিজ্ঞানী শেনবাউম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জোসিটল গালভেজ পেয়েছেন ২৬ দশমিক ৬ শতাংশ থেকে ২৮ দশমিক ৬ শতাংশ ভোট।

জাতীয় নির্বাচনে নারীদের ভোটাধিকার লাভের ৭০ বছর পর প্রথম নারী প্রেসিডেন্ট পেল দেশটি। এর আগে তিনি মেক্সিকো সিটির মেয়র ছিলেন। ক্লদিয়া একজন প্রশিক্ষণপ্রাপ্ত পরিবেশ বিজ্ঞানী।

ক্লদিয়ার জয়ে তার সমর্থকরা মারিয়াচি সঙ্গীতের তালে পতাকা উড়িয়ে নেচে-গেয়ে রাজধানী মেক্সিকো সিটির প্রধান চত্বরে উদযাপন করেছেন।

জয় নিশ্চিত হওয়ার পর সমর্থকদের শেনবাউম বলেন, আমি আপনাদের প্রচেষ্টা ব্যর্থ করবো না। এ সময় বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজের অগ্রগতির ধারাকে বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

রোববার (২ জুন) মেক্সিকোয় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়। নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিল ১০ কোটি। দেশটির মোট জনসংখ্যা ১২ কোটি ৯০ লাখ।

শিনবাউম আগামী ১ অক্টোবর ক্ষমতা গ্রহণ করবেন এবং এরপর দায়িত্ব পালন করবেন পরবর্তী ছয় বছর।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হলেন ক্লাউডিয়া শেইনবাম

প্রকাশের সময় : ০৭:৪৯:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : 

মেক্সিকোর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন মোরেনা পার্টির ক্লদিয়া (৬১) শিনবাউম। তিনি ৫৮ থেকে ৬০ শতাংশ ভোট পেয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় নির্বাচনী সংস্থা।

প্রাথমিক নির্বাচনী ফলাফল অনুযায়ী দেখা গেছে, প্রধান প্রতিদ্বন্দ্বী জোচিল গালভেজের চেয়ে ৩০ শতাংশ পয়েন্ট ও মধ্যপন্থী হর্হে আলভারেজ মেইনেজের চেয়ে ৫০ শতাংশ পয়েন্ট বেশি ভোট পেয়েছেন ক্লদিয়া।

সোমবার (৩ জুন) বার্তা সংস্থা এএফপি ও আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনে ৫৮.৩ থেকে ৬০.৭ শতাংশ ভোট পেয়েছেন মেক্সিকো সিটির সাবেক মেয়র ও জলবায়ু বিজ্ঞানী শেনবাউম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জোসিটল গালভেজ পেয়েছেন ২৬ দশমিক ৬ শতাংশ থেকে ২৮ দশমিক ৬ শতাংশ ভোট।

জাতীয় নির্বাচনে নারীদের ভোটাধিকার লাভের ৭০ বছর পর প্রথম নারী প্রেসিডেন্ট পেল দেশটি। এর আগে তিনি মেক্সিকো সিটির মেয়র ছিলেন। ক্লদিয়া একজন প্রশিক্ষণপ্রাপ্ত পরিবেশ বিজ্ঞানী।

ক্লদিয়ার জয়ে তার সমর্থকরা মারিয়াচি সঙ্গীতের তালে পতাকা উড়িয়ে নেচে-গেয়ে রাজধানী মেক্সিকো সিটির প্রধান চত্বরে উদযাপন করেছেন।

জয় নিশ্চিত হওয়ার পর সমর্থকদের শেনবাউম বলেন, আমি আপনাদের প্রচেষ্টা ব্যর্থ করবো না। এ সময় বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজের অগ্রগতির ধারাকে বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

রোববার (২ জুন) মেক্সিকোয় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়। নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিল ১০ কোটি। দেশটির মোট জনসংখ্যা ১২ কোটি ৯০ লাখ।

শিনবাউম আগামী ১ অক্টোবর ক্ষমতা গ্রহণ করবেন এবং এরপর দায়িত্ব পালন করবেন পরবর্তী ছয় বছর।