Dhaka মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মেক্সিকোতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক : 

মেক্সিকোতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন মানুষ। ঘটনার পর বাসচালককে আটক করেছে দেশটির পুলিশ।

শুক্রবার (৪ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ আগস্ট) পশ্চিম মেক্সিকোর একটি মহাসড়ক থেকে বাসটি খাদে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটির বেশিরভাগই বিদেশি যাত্রী ছিলেন। তাদের মধ্যে অনেকেই মার্কিন সীমান্তের দিকে যাচ্ছিলেন।

রয়টার্স বলছে, উত্তর সীমান্ত শহর টিজুয়ানা যাওয়ার পথে বাসটিতে ভারত, ডোমিনিকান প্রজাতন্ত্র ও আফ্রিকান দেশগুলোর নাগরিকসহ প্রায় ৪২ জন যাত্রী ছিলেন।

বাস চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে নয়ারিত রাজ্য সরকার। এক বিবৃতিতে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে রাস্তার বাঁকে দ্রুত গতিতে যাওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটেছে।

কর্মকর্তারা বলেছেন, মরদেহগুলোর পরিচয় জানার চেষ্টা চলছে।

কর্মকর্তারা বলেছেন, বৃহস্পতিবার দুর্ঘটনায় মারা যাওয়া লোকদের শনাক্ত করার জন্য এখনও কাজ চলছে। এছাড়া আহতদের মধ্যে চিকিৎসার জন্য প্রায় ২০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক।

কর্মকর্তারা জানিয়েছেন, বাসটি এলিট যাত্রী লাইনের অংশ। রাজ্যের রাজধানী টেপিকের বাইরে মহাসড়কের বাররাঙ্কা ব্লাঙ্কারের কাছে এক গিরিখাদে পড়ে বিধ্বস্ত হয়েছে।

নায়ারিতের নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা সেক্রেটারি জর্জ বেনিটো রদ্রিগেজ বলেছেন, এ গিরিখাদ থেকে বাসটি উদ্ধার করা ছিল অত্যন্ত কঠিন। কারণ এটি প্রায় ৪০ মিটার (১৩১ ফুট) গভীর।

বাস কোম্পানি বা মেক্সিকো এর মাইগ্রেশন ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করেও এ ব্যাপারে কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত মাসে দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওক্সাকাতে একটি বাস দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছিল। এর আগে ফেব্রুয়ারিতে দক্ষিণ ও মধ্য আমেরিকা থেকে অভিবাসীদের বহনকারী একটি বাস মধ্য মেক্সিকোতে বিধ্বস্ত হয়ে ১৭ জন নিহত হয়েছিল। সূত্র : রয়টার্স।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মেক্সিকোতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১৮

প্রকাশের সময় : ১১:৫২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

মেক্সিকোতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন মানুষ। ঘটনার পর বাসচালককে আটক করেছে দেশটির পুলিশ।

শুক্রবার (৪ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ আগস্ট) পশ্চিম মেক্সিকোর একটি মহাসড়ক থেকে বাসটি খাদে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটির বেশিরভাগই বিদেশি যাত্রী ছিলেন। তাদের মধ্যে অনেকেই মার্কিন সীমান্তের দিকে যাচ্ছিলেন।

রয়টার্স বলছে, উত্তর সীমান্ত শহর টিজুয়ানা যাওয়ার পথে বাসটিতে ভারত, ডোমিনিকান প্রজাতন্ত্র ও আফ্রিকান দেশগুলোর নাগরিকসহ প্রায় ৪২ জন যাত্রী ছিলেন।

বাস চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে নয়ারিত রাজ্য সরকার। এক বিবৃতিতে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে রাস্তার বাঁকে দ্রুত গতিতে যাওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটেছে।

কর্মকর্তারা বলেছেন, মরদেহগুলোর পরিচয় জানার চেষ্টা চলছে।

কর্মকর্তারা বলেছেন, বৃহস্পতিবার দুর্ঘটনায় মারা যাওয়া লোকদের শনাক্ত করার জন্য এখনও কাজ চলছে। এছাড়া আহতদের মধ্যে চিকিৎসার জন্য প্রায় ২০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক।

কর্মকর্তারা জানিয়েছেন, বাসটি এলিট যাত্রী লাইনের অংশ। রাজ্যের রাজধানী টেপিকের বাইরে মহাসড়কের বাররাঙ্কা ব্লাঙ্কারের কাছে এক গিরিখাদে পড়ে বিধ্বস্ত হয়েছে।

নায়ারিতের নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা সেক্রেটারি জর্জ বেনিটো রদ্রিগেজ বলেছেন, এ গিরিখাদ থেকে বাসটি উদ্ধার করা ছিল অত্যন্ত কঠিন। কারণ এটি প্রায় ৪০ মিটার (১৩১ ফুট) গভীর।

বাস কোম্পানি বা মেক্সিকো এর মাইগ্রেশন ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করেও এ ব্যাপারে কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত মাসে দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওক্সাকাতে একটি বাস দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছিল। এর আগে ফেব্রুয়ারিতে দক্ষিণ ও মধ্য আমেরিকা থেকে অভিবাসীদের বহনকারী একটি বাস মধ্য মেক্সিকোতে বিধ্বস্ত হয়ে ১৭ জন নিহত হয়েছিল। সূত্র : রয়টার্স।