আন্তর্জাতিক ডেস্ক :
মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়াক্সাকায় একটি বাস খাদে পড়ে অন্তত ১৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২৭ জন। হতাহতদের সবাই ভেনেজুয়েলা ও হাইতি থেকে আসা লোকজন।
স্থানীয় সময় শুক্রবার (৭ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়াক্সাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
এর আগে ওক্সাকা রাজ্যের প্রসিকিউটর এক বিবৃতিতে জানান যে, প্রাথমিক অনুসন্ধানে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরবর্তীতে এই সংখ্যা সংশোধন করে নিহতের সংখ্যা ১৭ জন বলে জানানো হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় বা তারা কোন দেশের নাগরিক তা জানানো হয়নি।
ওক্সাকা রাজ্যের নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, বাসটি ওক্সাকা এবং কেন্দ্রীয় রাজ্য পুয়েব্লাকে সংযোগকারী মহাসড়ক দিয়ে যাচ্ছিল। পরে এটি রাস্তা থেকে ছিটকে পড়ে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো দিয়ে প্রচুর অভিবাসনপ্রত্যাশী আসছে। ফলে সেখানে দুর্ঘটনাও বেড়ে গেছে। অভিবাসীরা বাস, ট্রাক বা কার্গো ট্রেনে চড়ে মেক্সিকো পার হওয়ার চেষ্টা করে। ফলে ভ্রমণ প্রায়ই বিপজ্জনক হয়ে উঠছে।
দুর্ঘটনার বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে, ওয়াক্সাকা থেকে মেক্সিকোর পুয়েব্লা প্রদেশে যাওয়ার পথে রাস্তার একটি বাঁকের মাথায় ছিটকে পড়ে বাসটি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রবেশের লক্ষ্যে মেক্সিকো দিয়ে ব্যাপক হারে অভিবাসনপ্রত্যাশী আসছে। অভিবাসীরা বাস, ট্রাক বা কার্গো ট্রেনে চড়ে মেক্সিকো পার হওয়ার চেষ্টা করছেন। ফলে সেখানে দুর্ঘটনাও বেড়ে গেছে।
যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ অবশ্য অভিবাসনপ্রত্যাশীদের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে, কিন্তু তাতে তেমন কাজ হচ্ছে না, চাপ বাড়ছেই।
উল্লেখ্য, বিভিন্ন দেশের হাজার হাজার অভিবাসন প্রত্যাশী বাসে মেক্সিকো পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে পৌঁছানোর চেষ্টা করে। ভয়াবহ দুর্ঘটনা, অপরাধী চক্র দ্বারা অপহরণ এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের চাঁদাবাজির শিকার হওয়ার ঝুঁকি নিয়েই তারা এই চেষ্টা চালায়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলেছে, মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টাকালে ২০১৪ সাল থেকে এই পর্যন্ত আট হাজার দুই শ’রও বেশি অভিবাসন প্রত্যাশী নিহত কিংবা নিখোঁজ হয়েছে।