Dhaka সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মুষলধারে বৃষ্টিতে সড়ক-অলিগলি ডুবে ভোগান্তি রাজধানীবাসী

নিজস্ব প্রতিবেদক : 

সকাল থেকেই রাজধানীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে করে বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।

শুক্রবার (১২ জুলাই) সকাল ৬টা থেকে ঢাকায় এই বৃষ্টি নামে। ইতোমধ্যে বেশির ভাগ এলাকার সড়ক ও অলিগলিতে পানি জমে একাকার। এতে দুর্ভোগ বেড়েছে শ্রমিক, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের।

সকাল থেকে টানা বৃষ্টিতে রাজধানীর মোহাম্মদপুরের কিছু অংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকায়, মোহাম্মদপুর, ইসিবি, মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তায়, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এ ছাড়া শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর ১৩, মিরপুর ১০, ১১ নং সেকশন, শেওড়াপাড়া, কাজীপাড়া, পীরেরবাগ, কল্যাণপুর, হাতিরঝিলের কিছু অংশ, গুলশান লেকপাড় এলাকার সংযোগ সড়কসহ বিভিন্ন সড়ক ও অলিগলিতে কিছু পরিমাণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

এদিকে ভারী বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। সড়কে পানি জমে যাওয়ায় গন্তব্যে পৌঁছাতে দিগুণ ভাড়া গুনতে হচ্ছে। তারপরও রিকশা ও সিএনজি পাওয়া যাচ্ছে না।

সকাল সকাল কাজে বের হওয়া মানুষগুলোর মধ্যে একজন কামরুল ইসলাম। তিনি বলেন, ভোর থেকে বলতে গেলে এই বৃষ্টি হচ্ছে। একে সাপ্তাহিক ছুটির দিন ও বৃষ্টির কারণে গণপরিবহন নেই বললেই চলে। বিভিন্ন সড়ক, অলিগলিতে হাঁটু পানি জমেছে। আমি কারওয়ান বাজার থেকে জরুরি একটি কাজে গুলশান এসেছি। মাঝপথে বিভিন্ন এলাকায় দেখলাম সড়কে পানি জমে গেছে।

এদিকে মোহাম্মদপুরের দিক থেকে বিজয় সরণি হয়ে তেজগাঁওয়ের মধ্য দিয়ে হাতিরঝিলে আসা আকাশ হোসেন নামের একজন সিএনজি চালক বলেন, আমি আসার পথে দেখলাম অনেক রাস্তা, অলিগুলি পানিতে ডুবে গেছে। রাস্তার মধ্যে জমে থাকা পানির কারণে দুই একটা সিএনজি স্টার্ট বন্ধ হয়ে ঠেলতে দেখেছি। পূর্ব রাজধানীর সড়কগুলো ফাঁকা, সড়কে তেমন যানবাহন নেই, সেই সঙ্গে বাইরে কাজে বের হওয়া মানুষের সংখ্যাও হাতেগোনা। আর যারা বের হয়েছে তারা জলাবদ্ধতার ভোগান্তিতে পড়েছে।

ভোর থেকে টানা বৃষ্টিতে হাঁটু পানি জমেছে প্রতিটি এলাকায়। ফলে রাস্তায় আর সহজে বের হওয়া যাচ্ছে না। যারা বের হচ্ছেন রিকশায় চড়ে কোন মতে প্রধান সড়ক আসলেও পানি তাদের পিছু ছাড়ছে না।

জানা গেছে, বৃষ্টির কারণে বেশি ভোগান্তিতে পড়েছে আজ নিবন্ধন পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা। সকাল থেকে বৃষ্টি হওয়ায় তারা ভিজে বিভিন্ন সেন্টারে উপস্থিত হওয়ার চেষ্টা করছেন।

মিরপুরের বাসিন্দা নাজমুস সাকিব জানিয়েছেন, মিরপুর এলাকায় সকাল থেকে ঝুম বৃষ্টি হচ্ছে। প্রতিটি অলিগলি সড়ক ডুবে গেছে। সাথে তারা বাসা বাড়িতে কোনো গ্যাস পাচ্ছেন না। ফলে সকাল থেকে নাস্তা হয়নি। একই অবস্থা রাজধানীর বিভিন্ন এলাকাতেও।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মুষলধারে বৃষ্টিতে সড়ক-অলিগলি ডুবে ভোগান্তি রাজধানীবাসী

প্রকাশের সময় : ১২:১৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

সকাল থেকেই রাজধানীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে করে বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।

শুক্রবার (১২ জুলাই) সকাল ৬টা থেকে ঢাকায় এই বৃষ্টি নামে। ইতোমধ্যে বেশির ভাগ এলাকার সড়ক ও অলিগলিতে পানি জমে একাকার। এতে দুর্ভোগ বেড়েছে শ্রমিক, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের।

সকাল থেকে টানা বৃষ্টিতে রাজধানীর মোহাম্মদপুরের কিছু অংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকায়, মোহাম্মদপুর, ইসিবি, মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তায়, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এ ছাড়া শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর ১৩, মিরপুর ১০, ১১ নং সেকশন, শেওড়াপাড়া, কাজীপাড়া, পীরেরবাগ, কল্যাণপুর, হাতিরঝিলের কিছু অংশ, গুলশান লেকপাড় এলাকার সংযোগ সড়কসহ বিভিন্ন সড়ক ও অলিগলিতে কিছু পরিমাণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

এদিকে ভারী বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। সড়কে পানি জমে যাওয়ায় গন্তব্যে পৌঁছাতে দিগুণ ভাড়া গুনতে হচ্ছে। তারপরও রিকশা ও সিএনজি পাওয়া যাচ্ছে না।

সকাল সকাল কাজে বের হওয়া মানুষগুলোর মধ্যে একজন কামরুল ইসলাম। তিনি বলেন, ভোর থেকে বলতে গেলে এই বৃষ্টি হচ্ছে। একে সাপ্তাহিক ছুটির দিন ও বৃষ্টির কারণে গণপরিবহন নেই বললেই চলে। বিভিন্ন সড়ক, অলিগলিতে হাঁটু পানি জমেছে। আমি কারওয়ান বাজার থেকে জরুরি একটি কাজে গুলশান এসেছি। মাঝপথে বিভিন্ন এলাকায় দেখলাম সড়কে পানি জমে গেছে।

এদিকে মোহাম্মদপুরের দিক থেকে বিজয় সরণি হয়ে তেজগাঁওয়ের মধ্য দিয়ে হাতিরঝিলে আসা আকাশ হোসেন নামের একজন সিএনজি চালক বলেন, আমি আসার পথে দেখলাম অনেক রাস্তা, অলিগুলি পানিতে ডুবে গেছে। রাস্তার মধ্যে জমে থাকা পানির কারণে দুই একটা সিএনজি স্টার্ট বন্ধ হয়ে ঠেলতে দেখেছি। পূর্ব রাজধানীর সড়কগুলো ফাঁকা, সড়কে তেমন যানবাহন নেই, সেই সঙ্গে বাইরে কাজে বের হওয়া মানুষের সংখ্যাও হাতেগোনা। আর যারা বের হয়েছে তারা জলাবদ্ধতার ভোগান্তিতে পড়েছে।

ভোর থেকে টানা বৃষ্টিতে হাঁটু পানি জমেছে প্রতিটি এলাকায়। ফলে রাস্তায় আর সহজে বের হওয়া যাচ্ছে না। যারা বের হচ্ছেন রিকশায় চড়ে কোন মতে প্রধান সড়ক আসলেও পানি তাদের পিছু ছাড়ছে না।

জানা গেছে, বৃষ্টির কারণে বেশি ভোগান্তিতে পড়েছে আজ নিবন্ধন পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা। সকাল থেকে বৃষ্টি হওয়ায় তারা ভিজে বিভিন্ন সেন্টারে উপস্থিত হওয়ার চেষ্টা করছেন।

মিরপুরের বাসিন্দা নাজমুস সাকিব জানিয়েছেন, মিরপুর এলাকায় সকাল থেকে ঝুম বৃষ্টি হচ্ছে। প্রতিটি অলিগলি সড়ক ডুবে গেছে। সাথে তারা বাসা বাড়িতে কোনো গ্যাস পাচ্ছেন না। ফলে সকাল থেকে নাস্তা হয়নি। একই অবস্থা রাজধানীর বিভিন্ন এলাকাতেও।