Dhaka রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মুশফিককে পেছনে ফেলে কোহলির বিশ্বরেকর্ড

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৩৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
  • ২০৭ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ক্রিকেট দুনিয়ার অসংখ্য রেকর্ড ইতিমধ্যেই নিজের দখলে নিয়েছেন বর্তমান সময়ে ভারতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ ও নির্ভরযোগ্য ক্রিকেটার বিরাট কোহলি। প্রতিনিয়তই মাঠের পারফরম্যান্সে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন ভারতীয় এই ব্যাটার। এবার নতুন এক বিশ্বরেকর্ড গড়লেন কোহলি, যেখানে তিনি পেছনে ফেলেছেন টাইগারদের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমকে।

টি-টোয়েন্টিতে এক ভেন্যুতে এতদিন সর্বোচ্চ রানের রেকর্ড ছিল মুশফিকের। তবে তবে চলমান আইপিএলের ৩৬তম ম্যাচে বুধবার (২৬ এপ্রিল) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হাফ সেঞ্চুরি করার পথে সেই রেকর্ড ভেঙ্গে নিজের করে নিয়েছেন কোহলি।

আইপিএলে বেঙ্গালুরুর হয়ে শুরু থেকেই খেলে আসছেন কোহলি। আর এর ফলে ফ্র্যাঞ্চাইজিটির ঘরের মাঠে প্রচুর ম্যাচ খেলা হয়েছে এই ব্যাটারের। বেঙ্গালুরুর জার্সির পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও একই ভেন্যুতে খেলেছেন তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটে বেঙ্গালুরুর ঘরের মাঠে ৩ হাজার ১৫ রান করেছেন কোহলি, যা টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এক ভেন্যুতে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ সংগ্রহ।

কোহলি এই রেকর্ড গড়তে গিয়ে পেছনে ফেলেছেন মিরপুরে মুশফিকুর রহিমের করা ২ হাজার ৯৮৯ রানকে। এই তালিকার সেরা পাঁচে আছেন আরও দুইজন বাংলাদেশি। মিরপুরে ২ হাজার ৮১৩ রান নিয়ে তিনে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। একই মাঠে ২ হাজার ৭০৬ রান নিয়ে পাঁচে আছেন তামিম ইকবাল।

এই তালিকায় সেরা পাঁচে থাকা বাকি একজন হলেন অ্যালেক্স হেলস। এই ইংলিশ ওপেনার নটিংহ্যামে করেছেন ২ হাজার ৭৪৯ রান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জোর করে চাপিয়ে দেয়া শিক্ষা সম্ভাবনা নষ্ট করে দেয় : হাসনাত আব্দুল্লাহ

মুশফিককে পেছনে ফেলে কোহলির বিশ্বরেকর্ড

প্রকাশের সময় : ০১:৩৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

ক্রিকেট দুনিয়ার অসংখ্য রেকর্ড ইতিমধ্যেই নিজের দখলে নিয়েছেন বর্তমান সময়ে ভারতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ ও নির্ভরযোগ্য ক্রিকেটার বিরাট কোহলি। প্রতিনিয়তই মাঠের পারফরম্যান্সে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন ভারতীয় এই ব্যাটার। এবার নতুন এক বিশ্বরেকর্ড গড়লেন কোহলি, যেখানে তিনি পেছনে ফেলেছেন টাইগারদের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমকে।

টি-টোয়েন্টিতে এক ভেন্যুতে এতদিন সর্বোচ্চ রানের রেকর্ড ছিল মুশফিকের। তবে তবে চলমান আইপিএলের ৩৬তম ম্যাচে বুধবার (২৬ এপ্রিল) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হাফ সেঞ্চুরি করার পথে সেই রেকর্ড ভেঙ্গে নিজের করে নিয়েছেন কোহলি।

আইপিএলে বেঙ্গালুরুর হয়ে শুরু থেকেই খেলে আসছেন কোহলি। আর এর ফলে ফ্র্যাঞ্চাইজিটির ঘরের মাঠে প্রচুর ম্যাচ খেলা হয়েছে এই ব্যাটারের। বেঙ্গালুরুর জার্সির পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও একই ভেন্যুতে খেলেছেন তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটে বেঙ্গালুরুর ঘরের মাঠে ৩ হাজার ১৫ রান করেছেন কোহলি, যা টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এক ভেন্যুতে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ সংগ্রহ।

কোহলি এই রেকর্ড গড়তে গিয়ে পেছনে ফেলেছেন মিরপুরে মুশফিকুর রহিমের করা ২ হাজার ৯৮৯ রানকে। এই তালিকার সেরা পাঁচে আছেন আরও দুইজন বাংলাদেশি। মিরপুরে ২ হাজার ৮১৩ রান নিয়ে তিনে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। একই মাঠে ২ হাজার ৭০৬ রান নিয়ে পাঁচে আছেন তামিম ইকবাল।

এই তালিকায় সেরা পাঁচে থাকা বাকি একজন হলেন অ্যালেক্স হেলস। এই ইংলিশ ওপেনার নটিংহ্যামে করেছেন ২ হাজার ৭৪৯ রান।