মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি :
মুন্সিগঞ্জে হিটস্ট্রোকে সাখাওয়াত হোসেন মুকুল (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি প্রাণ আরএফএল কোম্পানির মাঠ পর্যায়ের বিপণন বিভাগে কর্মরত ছিলেন।
শনিবার (২৭ এপ্রিল) মুন্সিগঞ্জ সদরের মুন্সীরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাখাওয়াতের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায়।
প্রাণ আরএফএল কোম্পানির মুন্সিগঞ্জ শহরের সেলস রিপ্রেজেনটেটিভ মোহাম্মদ রোকন জানান, শনিবার দুপুরে মুন্সিগঞ্জ সদরের মুন্সীরহাট এলাকায় মাঠ পর্যায়ে কর্মরত অবস্থায় তীব্র গরমের কারণে সে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দ্রুত মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফেরদৌস হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগে পথেই তার মৃত্যু হয়েছে। নিহতের হিটস্ট্রোকের সিমটম রয়েছে বলে জানান তিনি। নিহতের মরদেহ তার নিজ জেলায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি 























