মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
মুন্সীগঞ্জে সিরাজদিখানে মজিবুর খাঁন (৫২) হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক খালেদা ইয়াসমিন ঊর্মি এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- নুর মোহাম্মদ খান (৩২) ও আইয়ুব খান (৪৫)। দণ্ডপ্রাপ্ত নুর মোহাম্মদ জেলার সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর বাসাইল গ্রামের প্রয়াত বাবুল খানের ছেলে ও অপর দণ্ডপ্রাপ্ত আসামি আইয়ুব একই গ্রামের প্রয়াত আদম আলী খানের ছেলে।
নিহত মজিবুর খাঁন একই উপজেলার বাসাইল ইউনিয়নের রাঙ্গামালিয়া গ্রামের হাছেন উদ্দিন খানের ছেলে। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন পরে তাদের কারাগারে প্রেরণ করা হয়।
আদালত আসামি নূর মোহাম্মদ খান ওরফে নুরুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া, মো. আইয়ুব খানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এ সময় আসামিরা আদালতে হাজির থাকলে তাদের হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আদেশের পরে নিহতের ছেলে শাওন খান অভিযোগ করেন, আসামিদের পুলিশ হেফাজতে কারাগারে নেওয়ার পথে আদালতের বারেন্দায় আসামি নুরু ও তার বোন বাপ্পি মিলে তাকে মারধর করেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেড়ে আসামিরা ২০১৭ সালের ৪ জুন মামলার ভিকটিম নিহত আ. ছামাদ তার বাড়ি হতে পাশের ইমামগঞ্জ বাজারে যাওয়ার পথে নিহতের বাড়ির উত্তর পাশে রাস্তায় পৌঁছালে ধারালো ছোড়া দিয়া কোপাইয়া এই মামলার ভিকটিম বৃদ্ধ আ. ছামাদকে হত্যা করে। নিহত আ. ছামাদ সিরাজদিখান উপজেলার রাঙামালিয়া গ্রামের মৃত হাছেন উদ্দিনের ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে আরিফ হোসেন বাদী হয়ে সিরাজদিখান থানায় তিনজনকে এজাহারনামীয় ও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করলে ১৩ জন সাক্ষ্যের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আদালত আজ মামলার দুই আসামিকে যাবজ্জীবন শ্রশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এই মামলার বাদী আরিফ হোসেন বলেন, আমার বাবাকে কুপিয়ে খুন করছে ওরা। আজ আদালত দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আদেশ দেওয়ার পরে ওরা আমার ভাই শাওনকে আদালতে মারধর করেছে। আমি ওদের ফাসিঁ চাই।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের এপিপি মুহা. নাসিম আখতার সুমন জানান, প্রায় আট বছর পর ১৩ জনের সাক্ষীর জেরায় আজ আদালত ২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেছেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। এই রায়ে রাষ্ট্রপক্ষ ও নিহতের পরিবার সন্তুষ্ট।