Dhaka রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : 

মুন্সীগঞ্জ  শহরের নির্মাণাধীন আবাসিক ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৩১ আগস্ট) বিকেলের দিকে মুন্সীগঞ্জের খালইস্ট এলাকার আফতাব কমপ্লেক্স সংলগ্ন সবুজ কাজীর নির্মাণাধীন ভননের নিচতলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন – শাহীন ইসলাম (২৮), ফিরোজ মিয়া (১৮) ও মোহাম্মদ ইব্রাহিম (২৫)। এর মধ্যে শাহীনের বাড়ি পঞ্চগড়ে, ফিরোজের বাড়ি রংপুরে এবং ইব্রাহিমের বাড়ি গাইবান্ধায় বলে জানা গেছে।

জানা যায়, রোববার (৩১ আগস্ট) সকাল থেকেই ওই নির্মাণাধীন ভবনের সোয়ারেজের কাজসহ অন্যান্য কাজ করছিলেন শ্রমিকরা। দুপুরের দিকে সেপটিক ট্যাংক পরিষ্কার করে উপরের ঢাকনা লাগানোর সময় এক শ্রমিক ট্যাংকের ভিতরে প্রবেশ করলে ভিতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়ে সে। তাকে উদ্ধারে আরও দুই শ্রমিক ট্যাংকের ভিতরে নামলে তারাও অসুস্থ হয়ে আটকা পড়েন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা মেশিনের মাধ্যমে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে ভিতরে জমে থাকা বিষাক্ত গ্যাস অপসারণ করে নিহত শ্রমিকদের বের করে আনেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে আসার আগেই ট্যাংকের ভিতরে ওই তিন শ্রমিকের মৃত্যু হয়। প্রাথমিকভাবে বিষাক্ত গ্যাসের কারণে তিনজনের মৃত্যু হয়ছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে মরদেহ ৩টি উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির জানান, ঘটনার কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অনেক ক্ষেত্রে ইসি পক্ষপাতমূলক আচরণ করছে : মির্জা ফখরুল

মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

প্রকাশের সময় : ১০:১৫:২১ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : 

মুন্সীগঞ্জ  শহরের নির্মাণাধীন আবাসিক ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৩১ আগস্ট) বিকেলের দিকে মুন্সীগঞ্জের খালইস্ট এলাকার আফতাব কমপ্লেক্স সংলগ্ন সবুজ কাজীর নির্মাণাধীন ভননের নিচতলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন – শাহীন ইসলাম (২৮), ফিরোজ মিয়া (১৮) ও মোহাম্মদ ইব্রাহিম (২৫)। এর মধ্যে শাহীনের বাড়ি পঞ্চগড়ে, ফিরোজের বাড়ি রংপুরে এবং ইব্রাহিমের বাড়ি গাইবান্ধায় বলে জানা গেছে।

জানা যায়, রোববার (৩১ আগস্ট) সকাল থেকেই ওই নির্মাণাধীন ভবনের সোয়ারেজের কাজসহ অন্যান্য কাজ করছিলেন শ্রমিকরা। দুপুরের দিকে সেপটিক ট্যাংক পরিষ্কার করে উপরের ঢাকনা লাগানোর সময় এক শ্রমিক ট্যাংকের ভিতরে প্রবেশ করলে ভিতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়ে সে। তাকে উদ্ধারে আরও দুই শ্রমিক ট্যাংকের ভিতরে নামলে তারাও অসুস্থ হয়ে আটকা পড়েন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা মেশিনের মাধ্যমে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে ভিতরে জমে থাকা বিষাক্ত গ্যাস অপসারণ করে নিহত শ্রমিকদের বের করে আনেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে আসার আগেই ট্যাংকের ভিতরে ওই তিন শ্রমিকের মৃত্যু হয়। প্রাথমিকভাবে বিষাক্ত গ্যাসের কারণে তিনজনের মৃত্যু হয়ছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে মরদেহ ৩টি উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির জানান, ঘটনার কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।