মুন্সীগঞ্জের জেলা সদরের মুক্তারপুর ব্রিজের উত্তর পাশের পাকা রাস্তাটি চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলে এ সমস্যা আরো প্রকট আকার ধারণ করতো। সংশ্লিষ্ট অনেকের সাথে যোগাযোগ করা হলেও নানা সীমাবদ্ধতার কারণে রাস্তাটির সংস্কার সম্ভব হয়নি।
শেষ পর্যন্ত নেই রাস্তা সংস্কার করেছে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম-এর নির্দেশে ও ট্রাফিক বিভাগের উদ্যোগে জনসাধারণের সহযোগিতায় ৫০০ মিটার পাকা সড়কের সংস্কার করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কাজ করে খানাখন্দে ভরা রাস্তাটি সংস্কার করা হয়। এ কাজের জন্য এলাকবাসী সাধুবাদ জানিয়েছেন।
আরও পড়ুন : তারপরও কি সড়ক সন্ত্রাস কমেছে?
সর্বশেষ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেনের প্রত্যক্ষ নির্দেশে জেলা ট্রাফিক বিভাগ স্থানীয় জনসাধারণের সহযোগিতা নিয়ে রাস্তাটির ৫০০ মিটার এলাকায় ১৫টির অধিক গর্ত ভরাট করে। এতে এখন রাস্তাটি দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
একাজে প্রিমিরার সিমেন্ট তাদের পেলোডার দিয়ে সহযোগিতা করেছে। রাস্তাটির সংস্কারে সার্বিক দায়িত্বে ছিলেন টিআই প্রশাসন মো. কাওছার-ই-আলম ও সার্জেন্ট কামরুজ্জামান।