Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে বিএনপির ৫১ নেতাকর্মীর জামিন

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : 

মুন্সীগঞ্জ শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুবুল আলম স্বপনসহ বিএনপির ৫১ নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১১টা থেকে এসব জামিন দেওয়া শুরু হয়। এর আগে সকাল থেকেই আসামিদের জন্য আদালতে জামিনের আবেদন জমা দেন আইনজীবীরা। দুপুর দেড়টা পর্যন্ত ৫১ জন নেতাকর্মীর জামিন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আদালত সূত্রে জানা গেছে, জেলার ছয়টি উপজেলার সাতটি থানায় বিভিন্ন নাশকতার মামলায় কারাগারে আটক থাকা বিএনপির নেতাকর্মীদের জামিন চাওয়া হয়। আদালতে দুইজন বিচারক জেলার সকল উপজেলার বিএনপি নেতাকর্মীদের জামিন শুনানি গ্রহণ করেন। আদালতে অন্যান্য মামলার বিচারপ্রার্থীদের উপস্থিতি কম থাকায় এসব মামলা শুরু থেকেই শুনানি গ্রহণ করেন আদালত।

এর মধ্যে সদর থানা, শ্রীনগর থানা ও সিরাজদিখান থানার আমলী আদালতের দায়িত্ব পালন করেন মুন্সীগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী কামরুল ইসলাম। এ ছাড়াও গজারিয়া থানা, টঙ্গীবাড়ী থানা, লৌহজং থানা ও পদ্মা সেতু উত্তর থানার আমলী আদালতের দায়িত্ব পালন করেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইউসুফ।

জামিন মঞ্জুর হওয়া ৫১ জন আসামির মধ্যে মুন্সীগঞ্জ সদর থানার চার মামলায় ১৭ জন, সিরাজদিখান থানার চার মামলায় সাতজন, শ্রীনগর থানার এক মামলায় আটজন, টঙ্গীবাড়ী থানার এক মামলায় এগারজন, গজারিয়া থানার এক মামলায় চারজন, লৌহজং থানার এক মামলায় তিনজন ও পদ্মা সেতু উত্তর থানার এক মামলায় একজন।

বিষয়টি নিশ্চিত করে দুপুর দেড়টায় মুন্সীগঞ্জ কোট পুলিশের পরিদর্শক মো. জামাল উদ্দিন বলেন, এ পর্যন্ত জেলার ১৩টি মামলায় ৫১ জনকে জামিন দেওয়া হয়েছে। তবে আরও আসামির জামিনের আবেদন জমা হতে পারে। আবেদন দেওয়া হলে বিচারক আদালতের নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন শুনানি গ্রহণ করবেন। এতে জামিন হওয়া আসামির সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান।

তিনি আরও জানান, আদালতে অন্যান্য মামলার বিচারপ্রার্থীদের উপস্থিতি কম ছিল। জামিন হওয়া আসামিদের জামিননামা পাওয়ার সঙ্গে সঙ্গেই মুন্সীগঞ্জ কারাগারে পাঠানো হচ্ছে। যাচাই-বাছাই করে খুব দ্রুতভাবেই কারাগার থেকে আসামিদের ছেড়ে দেওয়া হচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংযোগ সড়ক না থাকায় ব্রিজের সুফল পাচ্ছে না সাত গ্রামের মানুষ

মুন্সীগঞ্জে বিএনপির ৫১ নেতাকর্মীর জামিন

প্রকাশের সময় : ১২:২৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : 

মুন্সীগঞ্জ শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুবুল আলম স্বপনসহ বিএনপির ৫১ নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১১টা থেকে এসব জামিন দেওয়া শুরু হয়। এর আগে সকাল থেকেই আসামিদের জন্য আদালতে জামিনের আবেদন জমা দেন আইনজীবীরা। দুপুর দেড়টা পর্যন্ত ৫১ জন নেতাকর্মীর জামিন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আদালত সূত্রে জানা গেছে, জেলার ছয়টি উপজেলার সাতটি থানায় বিভিন্ন নাশকতার মামলায় কারাগারে আটক থাকা বিএনপির নেতাকর্মীদের জামিন চাওয়া হয়। আদালতে দুইজন বিচারক জেলার সকল উপজেলার বিএনপি নেতাকর্মীদের জামিন শুনানি গ্রহণ করেন। আদালতে অন্যান্য মামলার বিচারপ্রার্থীদের উপস্থিতি কম থাকায় এসব মামলা শুরু থেকেই শুনানি গ্রহণ করেন আদালত।

এর মধ্যে সদর থানা, শ্রীনগর থানা ও সিরাজদিখান থানার আমলী আদালতের দায়িত্ব পালন করেন মুন্সীগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী কামরুল ইসলাম। এ ছাড়াও গজারিয়া থানা, টঙ্গীবাড়ী থানা, লৌহজং থানা ও পদ্মা সেতু উত্তর থানার আমলী আদালতের দায়িত্ব পালন করেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইউসুফ।

জামিন মঞ্জুর হওয়া ৫১ জন আসামির মধ্যে মুন্সীগঞ্জ সদর থানার চার মামলায় ১৭ জন, সিরাজদিখান থানার চার মামলায় সাতজন, শ্রীনগর থানার এক মামলায় আটজন, টঙ্গীবাড়ী থানার এক মামলায় এগারজন, গজারিয়া থানার এক মামলায় চারজন, লৌহজং থানার এক মামলায় তিনজন ও পদ্মা সেতু উত্তর থানার এক মামলায় একজন।

বিষয়টি নিশ্চিত করে দুপুর দেড়টায় মুন্সীগঞ্জ কোট পুলিশের পরিদর্শক মো. জামাল উদ্দিন বলেন, এ পর্যন্ত জেলার ১৩টি মামলায় ৫১ জনকে জামিন দেওয়া হয়েছে। তবে আরও আসামির জামিনের আবেদন জমা হতে পারে। আবেদন দেওয়া হলে বিচারক আদালতের নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন শুনানি গ্রহণ করবেন। এতে জামিন হওয়া আসামির সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান।

তিনি আরও জানান, আদালতে অন্যান্য মামলার বিচারপ্রার্থীদের উপস্থিতি কম ছিল। জামিন হওয়া আসামিদের জামিননামা পাওয়ার সঙ্গে সঙ্গেই মুন্সীগঞ্জ কারাগারে পাঠানো হচ্ছে। যাচাই-বাছাই করে খুব দ্রুতভাবেই কারাগার থেকে আসামিদের ছেড়ে দেওয়া হচ্ছে।