Dhaka মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লব ৭ দিনের রিমান্ডে

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : 

২০২৪ সালের ৪ আগস্ট জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে দিনমজুর রিয়াজুল ফরাজি (৩৫) হত্যা মামলায় মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে মুন্সিগঞ্জ সদর আমলি আদালতে তাকে হাজির করা হয়। এ সময় ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মুন্সিগঞ্জ সদর থানার উপ পরিদর্শক শিপন আহমেদ। শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কামরুল হাসান।

আসামী পক্ষের আইনজীবী এডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, আমরা আদালতের কাছে রিমান্ড বাতিল করার জন্য আবেদন করেছিলাম। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমরা ডিভিশনের জন্য প্রার্থনা করেছি। আদালত বলেছে কারা কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার জন্য বলে দিয়েছে।

আসামি পক্ষের আরেক আইনজীবী এডভোকেট শাহিন মো. আমান উল্লাহ বলেন, ঘটনার দিন, তারিখ সময়ে ফয়সাল বিপ্লব কোথায় ছিল মোবাইল ট্র্যাকিং করলেই বোঝা যাবে সে জড়িত কিনা। রিমান্ডের বিপক্ষে আমরা যুক্তি তর্ক উপস্থাপন করছি। আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে, গত ২২ জুন দিবাগত রাত ১০টার দিকে ঢাকার মনিপুরীপাড়ার একটি আবাসিক ভবন থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ফয়সাল বিপ্লবকে গ্রেফতার করে। পরবর্তীতে গত ১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলিবিদ্ধ হয়ে শ্রমিক সজল হত্যা মামলায় তাকে আদালতে হাজির করে পুলিশ। ওই মামলায় দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, গত বছর জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের আগের দিন ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরের কৃষি ব্যাংক এলাকায় ব্যাপক সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে দিনমজুর রিয়াজুলসহ তিন জনের মৃত্যু হয়। আহত হয় দেড় শতাধিক। ওই ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয় বিপ্লবকে।

উল্লেখ্য, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদ ফয়সাল বিপ্লব মুন্সিগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিনের ছেলে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লব ৭ দিনের রিমান্ডে

প্রকাশের সময় : ০৩:২৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : 

২০২৪ সালের ৪ আগস্ট জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে দিনমজুর রিয়াজুল ফরাজি (৩৫) হত্যা মামলায় মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে মুন্সিগঞ্জ সদর আমলি আদালতে তাকে হাজির করা হয়। এ সময় ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মুন্সিগঞ্জ সদর থানার উপ পরিদর্শক শিপন আহমেদ। শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কামরুল হাসান।

আসামী পক্ষের আইনজীবী এডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, আমরা আদালতের কাছে রিমান্ড বাতিল করার জন্য আবেদন করেছিলাম। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমরা ডিভিশনের জন্য প্রার্থনা করেছি। আদালত বলেছে কারা কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার জন্য বলে দিয়েছে।

আসামি পক্ষের আরেক আইনজীবী এডভোকেট শাহিন মো. আমান উল্লাহ বলেন, ঘটনার দিন, তারিখ সময়ে ফয়সাল বিপ্লব কোথায় ছিল মোবাইল ট্র্যাকিং করলেই বোঝা যাবে সে জড়িত কিনা। রিমান্ডের বিপক্ষে আমরা যুক্তি তর্ক উপস্থাপন করছি। আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে, গত ২২ জুন দিবাগত রাত ১০টার দিকে ঢাকার মনিপুরীপাড়ার একটি আবাসিক ভবন থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ফয়সাল বিপ্লবকে গ্রেফতার করে। পরবর্তীতে গত ১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলিবিদ্ধ হয়ে শ্রমিক সজল হত্যা মামলায় তাকে আদালতে হাজির করে পুলিশ। ওই মামলায় দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, গত বছর জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের আগের দিন ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরের কৃষি ব্যাংক এলাকায় ব্যাপক সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে দিনমজুর রিয়াজুলসহ তিন জনের মৃত্যু হয়। আহত হয় দেড় শতাধিক। ওই ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয় বিপ্লবকে।

উল্লেখ্য, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদ ফয়সাল বিপ্লব মুন্সিগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিনের ছেলে।