Dhaka মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে পদ্মায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি ৩ জনের মৃত্যু

টঙ্গীবাড়ী উপজেলা প্রতিনিধি : 

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল এলাকায় পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে ও নিখোঁজ রয়েছেন ১৫ জন।

শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হাসাইল এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ট্রলার ডুবির ঘটনায় উপজেলার মান্দ্রা গ্রামের নজরুল বেপারীর মেয়ে শিফা (১৫) ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার ফারুক হোসেনের মেয়ে ফাইজার (৬) মৃত্যু হয়েছে।

এলাকাবাসী জানান, হাসাইল বাজার থেকে পদ্মার চরে যাওয়ার জন্য প্রায় ৪০ জন যাত্রী নিয়ে ট্রলাটি ছেড়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি নদীতে ডুবে যায়। এতে ট্রলারে থাকা শিশুসহ কমপক্ষে ১৫ জন নিখোঁজ রয়েছেন। তবে বাল্কহেডটি আটক করলেও চালক পালতক রয়েছেন।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব খান দুই জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সূর্যাস্তের পর বাল্কহেড চলাচল নিষিদ্ধ থাকলেও এ ব্যাপারে প্রশাসন নীরব থাকায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।

আবহাওয়া

সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি তরুণীর পা বিচ্ছিন্ন

মুন্সিগঞ্জে পদ্মায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি ৩ জনের মৃত্যু

প্রকাশের সময় : ০৮:৪৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩

টঙ্গীবাড়ী উপজেলা প্রতিনিধি : 

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল এলাকায় পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে ও নিখোঁজ রয়েছেন ১৫ জন।

শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হাসাইল এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ট্রলার ডুবির ঘটনায় উপজেলার মান্দ্রা গ্রামের নজরুল বেপারীর মেয়ে শিফা (১৫) ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার ফারুক হোসেনের মেয়ে ফাইজার (৬) মৃত্যু হয়েছে।

এলাকাবাসী জানান, হাসাইল বাজার থেকে পদ্মার চরে যাওয়ার জন্য প্রায় ৪০ জন যাত্রী নিয়ে ট্রলাটি ছেড়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি নদীতে ডুবে যায়। এতে ট্রলারে থাকা শিশুসহ কমপক্ষে ১৫ জন নিখোঁজ রয়েছেন। তবে বাল্কহেডটি আটক করলেও চালক পালতক রয়েছেন।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব খান দুই জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সূর্যাস্তের পর বাল্কহেড চলাচল নিষিদ্ধ থাকলেও এ ব্যাপারে প্রশাসন নীরব থাকায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।