মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি :
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মুন্সীগঞ্জে ছাত্র-জনতার মিছিলে গুলিবিদ্ধ হয়ে রংমিস্ত্রি মোহাম্মদ সজল নিহতের ঘটনায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবসহ ৪৫১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সজলের (৩০) ভাই শহরের উত্তর ইসলামপুরের বাসিন্দা মো. সাইফুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন বলে মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. খলিলুর রহমান জানান।
মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মোহাম্মদ মহিউদ্দিন, তার ছেলে মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মো. ফয়সাল বিপ্লবসহ ৩০১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিস উজ্জামান, তার দুই ছেলে আক্তার উজ্জামান রাজিব ও জালাল উদ্দিন রুমি রাজন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহানা তাহমিনা, শহর ছাত্রলীগের সভাপতি নসিবুল ইসলাম নোবেল, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর সাজ্জাদ হোসাইন সাগর, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রলীগের সভাপতি নিবির আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মৃধা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল কবির মাস্টার, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়া, শহর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রায়হানুজ্জামান রাসেল, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূইয়ার ছেলে মাহমুদুল হাসান সাদি, পঞ্চসার ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, চরকেওয়ার ইউপির চেয়ারম্যান আফসার উদ্দিন ভূইয়া, আধারা ইউপির চেয়ারম্যান সোহরাব হোসেন, বাংলাবাজার ইউপির চেয়ারম্যান সোহরাব হোসেন পীর, শিলই ইউপির চেয়ারম্যান পারভেজ মৃধা, মোল্লাকান্দি ইউপির চেয়ারম্যান রিপন হোসেন পাটোয়ারি, মুন্সিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানা রানু প্রমুখ।
মামলার বরাতে ওসি খলিলুর রহমান জানান, ৪ অগাস্ট আসামিরা পরস্পর যোগসাজশে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশে ছাত্র-জনতার মিছিলে হামলা, হাতবোমার বিস্ফোরণ ও গুলি চালায়। বাদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে হত্যা মামলাটি গ্রহণ করা হয়েছে।
সেইসঙ্গে মামলায় ঘটনার দিন ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি। ছাত্র-জনতার আন্দোলনে মুন্সীগঞ্জে তিনজন এবং রাজধানীসহ বিভিন্ন স্থানে এ জেলার আরও সাতজন প্রাণ হারান; আর আহত হয়েছেন শতাধিক। ৪ অগাস্ট মুন্সীগঞ্জে তিনজন নিহতের ঘটনায় আগে আরও দুটি হত্যা মামলা হয়েছে। এ নিয়ে আলাদা তিনটি মামলার কথা জানিয়েছে পুলিশ।