Dhaka মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে আ. লীগের দুই গ্রুপে সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৬

মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি : 

মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের বকুলতলা এলাকায় এ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় জেলা শহর থেকে নিজগ্রাম সোলার চর ফিরছিলেন মজিবুর মেম্বারের সমর্থক জয় মস্তান (২০), জহিরুল (৩২), জু‌য়েল (১৯) ও সালাউদ্দিন (৩০)। পথে সোলাচর এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা সুরুজ পক্ষের আহাদুল, মনা ও কালামসহ ৩-৪ জনের একটি দল জয় মস্তান ও জহিরুলকে গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় সুরুজ মেম্বার পক্ষের লোকজন এলোপাতাড়ি গুলি ছুড়লে গুলিবিদ্ধ হন জয়, জহিরুল, জু‌য়েল, সালাউদ্দিনসহ পাঁচজন। আহত হয় সাত মাসের শিশু তাবাসুম।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এদের মধ্যে জয় মস্তানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করেও তাৎক্ষণিকভাবে দুই পক্ষের কাউকে পাওয়া যায়নি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফেরদৌস কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ হয়ে শিশুসহ ছয়জন চিকিৎসা নিতে হাসপাতালে আসেন।

এদিকে সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শিবচরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মুন্সিগঞ্জে আ. লীগের দুই গ্রুপে সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৬

প্রকাশের সময় : ১০:১১:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩

মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি : 

মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের বকুলতলা এলাকায় এ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় জেলা শহর থেকে নিজগ্রাম সোলার চর ফিরছিলেন মজিবুর মেম্বারের সমর্থক জয় মস্তান (২০), জহিরুল (৩২), জু‌য়েল (১৯) ও সালাউদ্দিন (৩০)। পথে সোলাচর এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা সুরুজ পক্ষের আহাদুল, মনা ও কালামসহ ৩-৪ জনের একটি দল জয় মস্তান ও জহিরুলকে গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় সুরুজ মেম্বার পক্ষের লোকজন এলোপাতাড়ি গুলি ছুড়লে গুলিবিদ্ধ হন জয়, জহিরুল, জু‌য়েল, সালাউদ্দিনসহ পাঁচজন। আহত হয় সাত মাসের শিশু তাবাসুম।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এদের মধ্যে জয় মস্তানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করেও তাৎক্ষণিকভাবে দুই পক্ষের কাউকে পাওয়া যায়নি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফেরদৌস কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ হয়ে শিশুসহ ছয়জন চিকিৎসা নিতে হাসপাতালে আসেন।

এদিকে সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান।