মহামারী করোনার সময় মুদির দোকানে ঘরের জিনিসপত্র কিনতে যান বলিউডের আলোচিত তারকা গওহর খান। সেখানেই পরিচয় মুদি দোকানি জায়েদের সাথে। সেখান থেকেই শুরু গওহর-জায়েদের প্রেম। আর বছর শেষের আগেই পূর্ণতা পেল সেই প্রেম।
এবার বিয়ে সেরে ফেললেন বলিউডের আলোচিত তারকা গওহর খান। প্রেমিক জায়েদ দরবারই তার বর, কথিত আছে তিনি গওহরের থেকে ১২ বছরের ছোট। বিয়ের আসরে ঐতিহ্যবাহী বেশে সবার নজর কেড়েছেন তারা। খবর হিন্দুস্তান টাইমস।
করোনা কাঁটা হয়ে দাঁড়ায়নি এই প্রেম কাহিনিতে বরং, দু’জনের লাভস্টোরিতে সবচেয়ে বড় অনুঘটক করোনা লকডাউন। সঙ্গীত পরিচালক ইসমাইল দরবারের ছেলে তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জায়েদ দরবার।
আরও পড়ুন : চলে গেলেন নাট্যকার মান্নান হীরা
বিয়ের দিন আইভরি সাদা পোশাকে পাওয়া গেল গওহর ও জায়েদকে। এদিন সারারা স্যুটে সাজেন গওহর, সঙ্গে ভারি গয়না। সোমবার গায়ে হলুদের সঙ্গে শুরু হয় বিয়ের অনুষ্ঠানিকতা।
এরপর জমকালো মেহেন্দি, সংগীতের পর বিয়ের পর্ব সেরে নিলেন দু’জনে। করোনা আবহে সবরকম সতর্কতা বিধি মেনে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে তারা কবুল বলেন একে-অন্যকে।