Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন সাবেক ভূমিমন্ত্রী হীরা

শেরপুর জেলা প্রতিনিধি : 

শেরপুর থেকে হেফাজতে নেওয়া সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে জামালপুর পুলিশের কাছে হস্তান্তর করা হলে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সহায়তায় তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

মঙ্গলবার (২৭ মে) রাত ১০টায় এ ঘটনা ঘটে।

সাবেক এই ভূমিমন্ত্রীর নামে কোনো মামলা না থাকায় এবং বয়সের কথা বিবেচনা করে রাত ১০টা নাগাদ ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

এ সময় মব ভায়োলেন্স এড়াতে তাকে বহনকারী পুলিশ ভ্যানের সঙ্গে সেনাবাহিনীর দুটি গাড়ি ছিল। জানা গেছে, শেরপুর সদর সাব রেজিস্টার অফিসে জমি বিক্রি করতে গিয়ে রেজাউল করিম হীরা সস্ত্রীক কিছু উশৃঙ্খল জনতার হাতে আটক হন। পরে খবর পেয়ে শেরপুর সদর থানার পুলিশ তাকে উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরার নামে কোনো মামলা নেই। তার মানসিক অবস্থা ভালো না, সে কোথায় আছে তাও বলতে পারছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তার বিরুদ্ধে মামলা না থাকায় ও বয়স বিবেচনা করে তার স্ত্রী সালমা খাতুনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তার স্ত্রীর শারীরিক অবস্থাও ভালো না।

রেজাউল করিম হীরা ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর সদর থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের সংসদে তিনি ভূমি মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কার না হওয়ায় খানাখন্দে চলাচলে অনুপযোগী, দুর্ভোগ শিক্ষক-শিক্ষার্থীদের

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন সাবেক ভূমিমন্ত্রী হীরা

প্রকাশের সময় : ১১:০৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

শেরপুর জেলা প্রতিনিধি : 

শেরপুর থেকে হেফাজতে নেওয়া সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে জামালপুর পুলিশের কাছে হস্তান্তর করা হলে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সহায়তায় তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

মঙ্গলবার (২৭ মে) রাত ১০টায় এ ঘটনা ঘটে।

সাবেক এই ভূমিমন্ত্রীর নামে কোনো মামলা না থাকায় এবং বয়সের কথা বিবেচনা করে রাত ১০টা নাগাদ ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

এ সময় মব ভায়োলেন্স এড়াতে তাকে বহনকারী পুলিশ ভ্যানের সঙ্গে সেনাবাহিনীর দুটি গাড়ি ছিল। জানা গেছে, শেরপুর সদর সাব রেজিস্টার অফিসে জমি বিক্রি করতে গিয়ে রেজাউল করিম হীরা সস্ত্রীক কিছু উশৃঙ্খল জনতার হাতে আটক হন। পরে খবর পেয়ে শেরপুর সদর থানার পুলিশ তাকে উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরার নামে কোনো মামলা নেই। তার মানসিক অবস্থা ভালো না, সে কোথায় আছে তাও বলতে পারছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তার বিরুদ্ধে মামলা না থাকায় ও বয়স বিবেচনা করে তার স্ত্রী সালমা খাতুনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তার স্ত্রীর শারীরিক অবস্থাও ভালো না।

রেজাউল করিম হীরা ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর সদর থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের সংসদে তিনি ভূমি মন্ত্রীর দায়িত্ব পালন করেন।