বিনোদন ডেস্ক :
স্ত্রীকে নিয়ে ডিনার ডেটে গিয়েছিলেন বলিউড অভিনেতা শাহিদ কাপুর। তবে শেষের ঘটনাটি মোটেও সুখকর হয়নি। রেস্তরাঁ থেকে বের হওয়ার পরেই ছবি শিকারিরা তাদের ছবি তুলতে শুরু করেন। শুরুতে হাসি মুখে পোজ দিচ্ছিলেন এই শাহিদ-মীরা। কিন্তু সময় যত গড়াচ্ছিলো পরিস্থিতি আরও খারাপ হচ্ছিলো। ছবি শিকারিরা কিছুতেই যখন থামছিলো না তখন মেজাজ হারান শাহিদ কাপুর।
সোশ্যাল হ্যান্ডেলে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, শাহিদ কাপুর এবং মীরা রাজপুত সোমবার রাতে মায়ানগরীর এক বিলাসবহুল রেস্তরাঁয় ডিনার ডেটে গিয়েছিলেন। দুইজনেই কালো রঙের পোশাকওপরেছিলেন ওই রাতে। রেস্তরাঁ থেকে বেরিয়ে আসার পরে ছবি শিকারিরা প্রায় ঝাঁপিয়ে পড়েন জুটির উপর। হাসি মুখে ছবি তোলেন শাহিদ-মীরা। এরপরে তারা গাড়ির দিকে এগিয়ে যান। কিন্তু ছবি শিকারিরা তাদেরকে ঘিরে ধরেন এবং ছবি তুলতেই থাকেন। রেগে গিয়ে বললেন শাহিদ কাপুর বলেন, আপনারা একটু থামবেন!
একজন লিখেছেন, ‘জয়া বচ্চনের রোগ লেগেছে’। অপরজন লিখেছেন, ‘অভিনেতারা ভুলে যায়, এই পাপারাজ্জিদের কারণেই তারা মানুষের সামনে পৌঁছান। সিনেমা মুক্তির আগে এদেরকে বাবা-সোনা করে, আর সিনেমার মুক্তির পর ভোল পাল্টে যায়।’ আরও একজন লিখলেন, ‘কদিনের মধ্যেই শহিদ কাপুর বাস্তবেও কবীর সিং-এর মতো হয়ে যাবে’।
এদিন ডিনার ডেটের জন্য কালো টি-শার্ট আর জিন্স পরে এসেছিলেন শহীদ কাপুর। অপরদিকে মীরার পরনেও ছিল একই রংয়ের পোশাক। তবে কটাক্ষের মুখে পড়ে দুজনের কেউই মুখ খোলেননি।
২০১৫ সালে মীরা রাজপুতকে বিয়ে করেন শাহিদ। এক বছর পরে আগস্টে কন্যা মিশার জন্ম হয়। এরপর ২০১৮ সালে ছেলে সন্তান আসে তাদের জীবনে। নাম জৈন।
স্ত্রীকে নিয়ে অভিনেতার বক্তব্য এমন যে, তিনি বলেছিলেন, আমার জীবনে ও অনেক কিছু নিয়ে এসেছে। আমার সবদিকে ভারসাম্য বজায় রাখে। আমার স্বাভাবিক জীবনযাপনের নেপথ্যেও মীরা। আমাদের সুন্দর সন্তানরা রয়েছে। সবকিছুর জন্যই আমি কৃতজ্ঞ মীরার কাছে।