বাংলাদেশের সীমান্তে মর্টার শেল নিক্ষেপের ঘটনায় ঢাকার প্রতিবাদের প্রেক্ষিতে মিয়ানমার জানিয়েছে, আগামীতে এ ব্যাপারে তারা আরও সতর্ক থাকবে।
বৃহস্পতিবার (পহেলা সেপ্টেম্বর) দুপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের শোকসভা থেকে বেরিয়ে তিনি একথা বলেন।
এর আগে শিনজো আবের শোকসভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রয়াত এই প্রধানমন্ত্রীর সময়ে বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। তার সময়েই বাংলাদেশ জাপান থেকে সবচেয়ে বেশি অর্থনৈতিক সহযোগিতা পেয়েছে।