Dhaka রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

মির্জাপুর উপজেলা প্রতিনিধি : 

টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর ছুরিকাঘাতে বেদেনা বেগম (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

বুধবার (১৫ নভেম্বর) ভোরে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল গ্রামে পারিবারিক কলহের জের ধরে খুনের এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

ঘটনার পর থেকে স্বামী ইচাইল (ধলাপাড়া) গ্রামের তহুর উদ্দিনের ছেলে অটোচালক রুহুল আমিন পলাতক রয়েছেন। আর নিহত বেদনা মির্জাপুর উপজেলা মহেড়া ইউনিয়নের ভাতকুড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৩৫ বছর আগে ইচাইল গ্রামের তহিজ উদ্দিনের ছেলে রুহুল আমিনের সঙ্গে উপজেলার মহেড়া ইউনিয়নের ভাতকুড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে বেদেনার বিয়ে হয়। তাদের দুই মেয়ে ও এক ছেলেসন্তান রয়েছে। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগেই থাকত। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতেও ওই দম্পতির মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে ভোররাতে রুহুল আমিন ছুরি দিয়ে স্ত্রীর বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় বলে জানিয়েছেন মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মনজুরুল ইসলাম।

মির্জাপুর খানার ওসি মো. রেজাউল করিম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। ঘাতক স্বামী রুহুল পলাতক রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক ৭

মির্জাপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

প্রকাশের সময় : ০৪:৩২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩

মির্জাপুর উপজেলা প্রতিনিধি : 

টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর ছুরিকাঘাতে বেদেনা বেগম (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

বুধবার (১৫ নভেম্বর) ভোরে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল গ্রামে পারিবারিক কলহের জের ধরে খুনের এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

ঘটনার পর থেকে স্বামী ইচাইল (ধলাপাড়া) গ্রামের তহুর উদ্দিনের ছেলে অটোচালক রুহুল আমিন পলাতক রয়েছেন। আর নিহত বেদনা মির্জাপুর উপজেলা মহেড়া ইউনিয়নের ভাতকুড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৩৫ বছর আগে ইচাইল গ্রামের তহিজ উদ্দিনের ছেলে রুহুল আমিনের সঙ্গে উপজেলার মহেড়া ইউনিয়নের ভাতকুড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে বেদেনার বিয়ে হয়। তাদের দুই মেয়ে ও এক ছেলেসন্তান রয়েছে। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগেই থাকত। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতেও ওই দম্পতির মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে ভোররাতে রুহুল আমিন ছুরি দিয়ে স্ত্রীর বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় বলে জানিয়েছেন মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মনজুরুল ইসলাম।

মির্জাপুর খানার ওসি মো. রেজাউল করিম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। ঘাতক স্বামী রুহুল পলাতক রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।