Dhaka বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মিরসরাইয়ে ২০৯ কোটি টাকায় হবে অ্যাক্সেস সড়ক

নিজস্ব প্রতিবেদক : 

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্পের ‘মিরসরাই-২ এ এবং ২বি ইজেড, মিরসরাই, চট্টগ্রাম, প্যাকেজ নং : ৩ এর জন্য অ্যাক্সেস রোড নির্মাণ’ কাজের অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে ব্যয় হবে ২০৮ কোটি ৯৯ লাখ ৩৭ হাজার ৬২২ টাকা। জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্পের জন্য প্রবেশপথ নির্মাণ এই অর্থ ব্যয় হবে।

বুধবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই ব্যয় অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির সভাপতি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বৈঠকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কর্তৃক বাস্তবায়নাধীন ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্পের মিরসরাই-২ এ এবং ২বি ইজেড, মিরসরাই, চট্টগ্রাম, প্যাকেজ নম্বর-৩ এর জন্য অ্যাক্সেস রোড নির্মাণ শীর্ষক কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

জানা গেছে, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের প্রবেশপথ নির্মাণের পূর্ত কাজ ক্রয়ের জন্য ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন’ প্রকল্পের আওতায় নির্মাণ অভ্যন্তরীণ উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৭টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। ৭টি প্রস্তাবই কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ বিবেচিত হয়।

দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি’র সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মনিকো লিমিটেডের কাছ থেকে ২০৮ কোটি ৯৯ লাখ ৩৭ হাজার ৬২২ টাকায় প্যাকেজের পূর্ত কাজ ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি ক্রয় কমিটির বৈঠকে প্রস্তাবটি উপস্থাপন করা হলে উপদেষ্টা পরিষদ তা অনুমোদন দিয়েছে।

এছাড়া বৈঠকে বিদ্যুৎ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে ‘বাপবিবো’র বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (খুলনা বিভাগ) (বিশেষ সংশোধন)’ শীর্ষক প্রকল্পের প্যাকেজ নম্বর- ১০ এর আওতায় ৫টি নতুন ৩৩/১১ কেডি ১০১০/১৪ এমভিএ জিআইএস টাইপ বৈদ্যুতিক উপকেন্দ্র নির্মাণের ক্রয় প্রস্তাবের পুনঃপ্রক্রিয়াকরণের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

জানা গেছে, এই প্রকল্পের আওতায় ৫টি নতুন ৩৩/১১ কেভি ১০১০/১৪ এমভিএ জিআইএস টাইপ বৈদ্যুতিক উপকেন্দ্র নির্মাণের জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৪টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। তার মধ্যে ২টি প্রস্তাব কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ হয়।

দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি’র সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান টিএস ট্রান্সফরমারস লিমিটেড এবং এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ার্স লিমিটেডের নিকট থেকে ১৪০ কোটি ৭৭ লাখ ৩৬ হাজার ৭৪৭ টাকায় (সিডি ভ্যাট ব্যতীত) প্যাকেজের পূর্ত কাজ ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিরসরাইয়ে ২০৯ কোটি টাকায় হবে অ্যাক্সেস সড়ক

মিরসরাইয়ে ২০৯ কোটি টাকায় হবে অ্যাক্সেস সড়ক

প্রকাশের সময় : ০৪:১৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্পের ‘মিরসরাই-২ এ এবং ২বি ইজেড, মিরসরাই, চট্টগ্রাম, প্যাকেজ নং : ৩ এর জন্য অ্যাক্সেস রোড নির্মাণ’ কাজের অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে ব্যয় হবে ২০৮ কোটি ৯৯ লাখ ৩৭ হাজার ৬২২ টাকা। জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্পের জন্য প্রবেশপথ নির্মাণ এই অর্থ ব্যয় হবে।

বুধবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই ব্যয় অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির সভাপতি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বৈঠকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কর্তৃক বাস্তবায়নাধীন ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্পের মিরসরাই-২ এ এবং ২বি ইজেড, মিরসরাই, চট্টগ্রাম, প্যাকেজ নম্বর-৩ এর জন্য অ্যাক্সেস রোড নির্মাণ শীর্ষক কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

জানা গেছে, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের প্রবেশপথ নির্মাণের পূর্ত কাজ ক্রয়ের জন্য ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন’ প্রকল্পের আওতায় নির্মাণ অভ্যন্তরীণ উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৭টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। ৭টি প্রস্তাবই কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ বিবেচিত হয়।

দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি’র সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মনিকো লিমিটেডের কাছ থেকে ২০৮ কোটি ৯৯ লাখ ৩৭ হাজার ৬২২ টাকায় প্যাকেজের পূর্ত কাজ ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি ক্রয় কমিটির বৈঠকে প্রস্তাবটি উপস্থাপন করা হলে উপদেষ্টা পরিষদ তা অনুমোদন দিয়েছে।

এছাড়া বৈঠকে বিদ্যুৎ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে ‘বাপবিবো’র বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (খুলনা বিভাগ) (বিশেষ সংশোধন)’ শীর্ষক প্রকল্পের প্যাকেজ নম্বর- ১০ এর আওতায় ৫টি নতুন ৩৩/১১ কেডি ১০১০/১৪ এমভিএ জিআইএস টাইপ বৈদ্যুতিক উপকেন্দ্র নির্মাণের ক্রয় প্রস্তাবের পুনঃপ্রক্রিয়াকরণের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

জানা গেছে, এই প্রকল্পের আওতায় ৫টি নতুন ৩৩/১১ কেভি ১০১০/১৪ এমভিএ জিআইএস টাইপ বৈদ্যুতিক উপকেন্দ্র নির্মাণের জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৪টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। তার মধ্যে ২টি প্রস্তাব কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ হয়।

দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি’র সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান টিএস ট্রান্সফরমারস লিমিটেড এবং এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ার্স লিমিটেডের নিকট থেকে ১৪০ কোটি ৭৭ লাখ ৩৬ হাজার ৭৪৭ টাকায় (সিডি ভ্যাট ব্যতীত) প্যাকেজের পূর্ত কাজ ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।