Dhaka রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু

মীরসরাই উপজেলা প্রতিনিধি : 

চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় কামরুল আলম (৩৮) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া ইউনিয়নের পোলমোগরা এলাকায় চট্টগ্রামমুখী অংশে এ ঘটনা ঘটে।

নিহত কামরুল আলম মীরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাজীর তালুক গ্রামের খোরশেদ আলমের ছেলে।

জানা যায়, সকালে চট্টগ্রামমুখী অংশে ঢাকা থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির এশিয়া পরিবহনের একটি বাস সামনে থাকা কার্ভাডভ্যানকে ধাক্কা দেয়। এ সময় বাস ও কার্ভাডভ্যান মহসড়কের পাশের জমিতে উল্টে পড়ে যায়। কার্ভাডভ্যানের চাপায় সামনে থাকা পথচারী কামরুল ঘটনাস্থলে মারা যান।

উপজেলার মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আলা উদ্দিন বলেন, আহ্বায়ক কামরুল গ্রামের বাড়ি যাওয়ার জন্য সকালে ঢাকা থেকে আসেন। পোলমোগরা এলাকায় বাড়ি যাওয়ার জন্য মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি বাস সামনে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে কার্ভাডভ্যানটি কামরুলকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে তিনি মারা যান।

তিনি আরো বলেন, উনার পরিবার ঢাকায় থাকেন। দাফনের বিষয়ে পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি মিরসরাই কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকেরও দায়িত্বে ছিলেন। ঘাতক গাড়ি চালকদের শাস্তির দাবি জানান তিনি।

উপজেলার খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহফুজুল হক জুনু বলেন, সকালে বেপরোয়া গতির একটি বাস কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ সময় কার্ভাডভ্যানের চাপায় ঘটনাস্থলে কামরুল আলম নামে একজনের মৃত্যু হয়েছে।

মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সিফাত সুলতানা জানান, মৃত অবস্থায় কামরুল ইসলামের লাশ হাসপাতালে নিয়ে আসা হয়। সঙ্গে থাকা লোকজন জানায়, বুকের উপর দিয়ে বাস চলে গেছে। লাশের শরীরে রক্তক্ষরণ না হওয়ায় আঘাতের স্থান চিহ্নত করা যায়নি।

কুমিরা হাইওয়ে পুলশিরে ইনর্চাজ (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, শুক্রবার সকালে বড়তাকিয়া পোল মোগরা এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির এশিয়ান পরিবহন বাস কামরুল ইসলামকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। বাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে। নিহত কামরুল ইসলামের লাশ পরিবারের অনুরোধে দাফনের জন্য পরিবারকে দেওয়া হয়েছে।

কামরুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার, যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন, আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন সেলিম।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পাকুন্দিয়ায় শরীফ হত্যা মামলার আরো এক আসামী গ্রেফতার

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু

প্রকাশের সময় : ০৩:৩২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪

মীরসরাই উপজেলা প্রতিনিধি : 

চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় কামরুল আলম (৩৮) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া ইউনিয়নের পোলমোগরা এলাকায় চট্টগ্রামমুখী অংশে এ ঘটনা ঘটে।

নিহত কামরুল আলম মীরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাজীর তালুক গ্রামের খোরশেদ আলমের ছেলে।

জানা যায়, সকালে চট্টগ্রামমুখী অংশে ঢাকা থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির এশিয়া পরিবহনের একটি বাস সামনে থাকা কার্ভাডভ্যানকে ধাক্কা দেয়। এ সময় বাস ও কার্ভাডভ্যান মহসড়কের পাশের জমিতে উল্টে পড়ে যায়। কার্ভাডভ্যানের চাপায় সামনে থাকা পথচারী কামরুল ঘটনাস্থলে মারা যান।

উপজেলার মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আলা উদ্দিন বলেন, আহ্বায়ক কামরুল গ্রামের বাড়ি যাওয়ার জন্য সকালে ঢাকা থেকে আসেন। পোলমোগরা এলাকায় বাড়ি যাওয়ার জন্য মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি বাস সামনে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে কার্ভাডভ্যানটি কামরুলকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে তিনি মারা যান।

তিনি আরো বলেন, উনার পরিবার ঢাকায় থাকেন। দাফনের বিষয়ে পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি মিরসরাই কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকেরও দায়িত্বে ছিলেন। ঘাতক গাড়ি চালকদের শাস্তির দাবি জানান তিনি।

উপজেলার খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহফুজুল হক জুনু বলেন, সকালে বেপরোয়া গতির একটি বাস কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ সময় কার্ভাডভ্যানের চাপায় ঘটনাস্থলে কামরুল আলম নামে একজনের মৃত্যু হয়েছে।

মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সিফাত সুলতানা জানান, মৃত অবস্থায় কামরুল ইসলামের লাশ হাসপাতালে নিয়ে আসা হয়। সঙ্গে থাকা লোকজন জানায়, বুকের উপর দিয়ে বাস চলে গেছে। লাশের শরীরে রক্তক্ষরণ না হওয়ায় আঘাতের স্থান চিহ্নত করা যায়নি।

কুমিরা হাইওয়ে পুলশিরে ইনর্চাজ (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, শুক্রবার সকালে বড়তাকিয়া পোল মোগরা এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির এশিয়ান পরিবহন বাস কামরুল ইসলামকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। বাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে। নিহত কামরুল ইসলামের লাশ পরিবারের অনুরোধে দাফনের জন্য পরিবারকে দেওয়া হয়েছে।

কামরুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার, যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন, আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন সেলিম।