মিরসরাই উপজেলা প্রতিনিধি :
চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজির পেছনে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩ জন।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের উপজেলার বড়তাকিয়ায় মাজার গেটে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো-বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী খাদিজা মাশমুম। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলো-মাদ্রাসা শিক্ষার্থী উম্মে হাবিবা ও তৌফিয়া তাবাসসুম। তাদের অবস্থা গুরুতর হওয়ায় চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও মাদ্রাসা শিক্ষক হাফেজ একরামুল হক বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। ট্রাকটি একটি পুকুরে পড়ে যায়। এ ঘটনায় উম্মে হাবিবা ও তৌফিয়া তাবাসসুম নামের দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার বলেন, চট্টগ্রাম যাওয়ার পথে বড়তাকিয়া এলাকায় জটলা দেখে নেমেছি। দুর্ঘটনার বিষয়টি দেখে আমি ফায়ার সার্ভিস, থানা পুলিশকে খবর দিয়েছি। দুজন নিহত হওয়ার খবর পেয়েছি। হাসপাতালে ৩ জনকে নিয়ে গেছে আশঙ্কাজনক অবস্থায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।
মিরসরাই উপজেলা প্রতিনিধি 






















