নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় আগুনের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৬টা ১০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
আগুন লাগার ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তা নিভিয়ে ফেলে। আগুনের কাউন্সিলর কার্যালয়ের কম্পিউটার ও কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা তালহা বিন জসীম বলেন, দারুস সালাম থানার ৯ নম্বর ওয়ার্ডের ঈদগাঁ মাঠের কাছে কাউন্সিলর কার্যালয়ে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১০ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলে।
আগুনে কার্যালয়ের কাগজপত্র ও কম্পিউটার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন লাগার কারণ তৎক্ষণাৎ জানাতে পারেননি ফায়ার কর্মকর্তা।