Dhaka শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মিয়ানমার উপকূলে নৌকা ডুবে ২৩ রোহিঙ্গার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : 

মিয়ানমার থেকে মালয়েশিয়া যাওয়ার পথে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ৩০ জন। এ ঘটনায় মিয়ানমার উপকূল থেকে ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বিবিসি প্রতিবেদনে বলা হয়, বঙ্গোপসাগরে দুর্ঘটনার শিকার ওই নৌকায় অর্ধশতাধিক যাত্রী ছিল। নিহতদের মধ্যে ১৩ জন নারী ও ১০ পুরুষ। তাঁরা সবাই রোহিঙ্গা মুসলিম। বেঁচে যাওয়া ব্যক্তিরা জানিয়েছেন, মিয়ানমারের রাখাইন থেকে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন তাঁরা।

মিয়ানমারের বিভিন্ন ক্যাম্প থেকে ও বাংলাদেশে আশ্রয় নেওয়া হাজার হাজার রোহিঙ্গা সমুদ্র পাড়ি দিয়ে প্রতি বছর মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় যাওয়ার চেষ্টা করেন। ঝূঁকিপূর্ণ এ পথ পাড়ি দিতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হন তাঁরা।

উন্নত জীবনের আশায় সমুদ্রপথে জীবনের ঝুঁকি নেয় রোহিঙ্গারা। বেশিরভাগ সময় দুর্বল এবং ছোট নৌকায় করে তাঁরা সমুদ্র পথ পাড়ি দিতে চেষ্টা করে, ফলে প্রায়ই দুর্ঘটনায় প্রাণহানির খবর পাওয়া যায়।

২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক জান্তা অভিযান শুরু করলে হাজার হাজার রোহিঙ্গা হত্যা ও নিপীড়নের শিকার হয়। সে সময় প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এ ছাড়া যেসব রোহিঙ্গা মিয়ানমারে থেকে গেছে, ২০২১ সালে দেশটিতে সেনা অভ্যুত্থানের পর তাদের অনেকে ঝুঁকি নিয়ে সাগরপথে বিভিন্ন দেশে পালানোর চেষ্টা করছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কুষ্টিয়ায় মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

মিয়ানমার উপকূলে নৌকা ডুবে ২৩ রোহিঙ্গার মৃত্যু

প্রকাশের সময় : ০৭:৪৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

মিয়ানমার থেকে মালয়েশিয়া যাওয়ার পথে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ৩০ জন। এ ঘটনায় মিয়ানমার উপকূল থেকে ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বিবিসি প্রতিবেদনে বলা হয়, বঙ্গোপসাগরে দুর্ঘটনার শিকার ওই নৌকায় অর্ধশতাধিক যাত্রী ছিল। নিহতদের মধ্যে ১৩ জন নারী ও ১০ পুরুষ। তাঁরা সবাই রোহিঙ্গা মুসলিম। বেঁচে যাওয়া ব্যক্তিরা জানিয়েছেন, মিয়ানমারের রাখাইন থেকে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন তাঁরা।

মিয়ানমারের বিভিন্ন ক্যাম্প থেকে ও বাংলাদেশে আশ্রয় নেওয়া হাজার হাজার রোহিঙ্গা সমুদ্র পাড়ি দিয়ে প্রতি বছর মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় যাওয়ার চেষ্টা করেন। ঝূঁকিপূর্ণ এ পথ পাড়ি দিতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হন তাঁরা।

উন্নত জীবনের আশায় সমুদ্রপথে জীবনের ঝুঁকি নেয় রোহিঙ্গারা। বেশিরভাগ সময় দুর্বল এবং ছোট নৌকায় করে তাঁরা সমুদ্র পথ পাড়ি দিতে চেষ্টা করে, ফলে প্রায়ই দুর্ঘটনায় প্রাণহানির খবর পাওয়া যায়।

২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক জান্তা অভিযান শুরু করলে হাজার হাজার রোহিঙ্গা হত্যা ও নিপীড়নের শিকার হয়। সে সময় প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এ ছাড়া যেসব রোহিঙ্গা মিয়ানমারে থেকে গেছে, ২০২১ সালে দেশটিতে সেনা অভ্যুত্থানের পর তাদের অনেকে ঝুঁকি নিয়ে সাগরপথে বিভিন্ন দেশে পালানোর চেষ্টা করছে।