৯মার্চ বৃহস্পতিবার ২০২৩ রাজধানীর ধানমন্ডিতে সফিউদ্দিন শিল্পালয়ে ফোকাস বাংলাদেশ আয়োজিত মিনিয়েচার চিত্র প্রদর্শনী “ডটস” উদ্বোধন করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা শিল্পী বীরেন সোম।
বিশেষ অতিথি পদ্ম আর্ট ওয়ার্কশপের প্রতিষ্ঠাতা মো. শ্হীদ হোসেন, মুনমুন প্রাইভেট ও এ এন এইচ টেলিকমের চেয়্যারমেন মো. শাহ্জাহান চৌধুরী, ইউওডিএ ফাইন আর্টস ও প্রাক্তন প্রধান ডিজাইনার বিএসসিআইসির অধ্যাপক শিল্পী আলাউদ্দিন আহম্মেদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক শিল্পী ড. রশেদ সুখন, ফোকাস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. কাউসার হোসেন।
দেশী-বিদেশী ২০০ জন চিত্র শিল্পীর চিত্রকর্ম ও ভাষ্কর্য প্রর্দশিত হয়। প্রধান অতিথি বিশেষ অতিথিদের ফুলের তোড়া, উত্তোরীয় ও সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়।
দেশী-বিদেশী শিল্পীদের মাঝে অ্যাওয়ার্ড ও অংশগ্রহণকৃত পুরষ্কার, সনদ প্রদান করা হয়।
প্রধান অতিথি, বিশেষ অতিথি ফোকাস বাংলাদেশ মিনিয়েচার চিত্র প্রদর্শনী “ডটস” এর সুন্দর ভবিষৎ কামনা করে এবং আরো বেশি প্রর্দশনী আয়োজনের উপর গুরুত্ব দেন। প্রর্দশনীর শেষ হয় ১১ই মার্চ।