Dhaka বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মা হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন মিম

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • ২২৫ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ঢালিউড তারকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন। বরাবরের মতো বাড়িতে নিজেদের মতো করে দিনটি উদযাপন করবেন এই অভিনেত্রী। তবে সন্ধ্যায় হয়তো তার জন্য অপেক্ষা করছেন কানো চমক। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাকে জিজ্ঞেস করা হয় পরিবার পরিকল্পনার কথাও।

সম্প্রতি শোনা যাচ্ছে, তিনি হয়তো খুব শিগগিরই সন্তানের মা হতে চলেছেন। তবে এই বিষয়ে জন্মদিনে নিজেই মুখ খুললেন মিম।

১৯৯২ সালের ১০ নভেম্বর রাজশাহীর বাঘা উপজেলায় জন্মগ্রহণ করেন মিম। লাক্স-চ্যানেল আই সুপারস্টার-২০০৭ প্রতিযোগিতায় প্রথম হয়ে বিনোদন অঙ্গনে পা রাখেন তিনি। মডেল হিসেবে কাজ শুরু করলেও পরে অভিনয়শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন মিম। ক্যারিয়ারের শুরুতেই কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের সিনেমায় অভিনয়ের সুযোগ পান তিনি। তার প্রথম সিনেমা ‘আমার আছে জল’।

জন্মদিনটা কীভাবে কাটবেন? বিদ্যা সিনহা মিম বলেন, ‘জন্মদিনটা আসলে খুব ঘটা করে উদযাপন করা হয় না। বরাবরের মতোই মা, হাজবেন্ড, পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের সঙ্গে ঘরোয়া আয়োজনেই কাটাবো। আমি একটি প্রসাধন প্রতিষ্ঠানের ব্যান্ড অ্যামব্যাসেডর। সন্ধ্যায় তাদের অফিসে যেতে হবে। আমার ধারণা, সেখানে কোনো সারপ্রাইজ অপেক্ষা করছে।’

নতুন সিনেমায় যুক্ত হওয়া নিয়ে জানতে চাইলে মিম বলেন, ‘নতুন কিছু করলে আপনাদের জানাবো। এ বছর তো চলেই যাচ্ছে। আশা করছি সামনের বছর নতুন কাজ শুরু করতে পারবো।’

বিবাহিত জীবন কেমন উপভোগ করছেন? জানতে চাইলে মিম বলেন, ‘খুব ভালো, আমরা হ্যাপী।’ মা হওয়ার গুঞ্জন শোনা গেছে জানালে মৃদু হেসে অভিনেত্রী বলেন, ‘এমন গুঞ্জন আমি শুনিনি। এটা তো খুব ভালো খবর। এমন কিছু ঘটলে আমি কেন লুকাবো? আমার জীবনের কোনো কিছুই তো লুকাইনি। যা করেছি, সবকিছুই জানিয়েই করেছি। তবে শিগগিরই সন্তান নেওয়ার সম্ভাবনা নেই। তেমনটা হলে অবশ্যই সবাই জানতে পারবেন। এখন কাজ নিয়েই ভাবছি, কাজ নিয়েই থাকতে চাই।’

প্রসঙ্গত, ২০২২ সালের ৪ জানুয়ারি প্রেমিক ব্যাংকার সনি পোদ্দারকে বিয়ে করেন এই নায়িকা। এর আগে ২০২১ সালের ১০ নভেম্বর নিজের জন্মদিনে প্রেমিকের সঙ্গে আংটিবদলের কথা জানিয়েছিলেন। বিয়ের পর সংসার এবং অভিনয় এই দুই নিয়েই দারুণ ব্যস্ত অভিনেত্রী। কাজের মাঝে সময় পেলেই পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে বের হন তিনি।

গত দুবছরের মধ্যে রায়হান রাফীর ‘পরাণ’ ও ‘দামাল’-এ অভিনয় করে ব্যাপক আলোচনায় আসেন এই অভিনেত্রী। জানা গেছে, ‘আমি ইয়াসমীন বলছি’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি।

উল্লেখ্য,‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন ও হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় মিমের। এরপর ‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয়ের জন্য ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মৌসুমীর সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান তিনি।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

মা হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন মিম

প্রকাশের সময় : ০৪:০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক : 

ঢালিউড তারকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন। বরাবরের মতো বাড়িতে নিজেদের মতো করে দিনটি উদযাপন করবেন এই অভিনেত্রী। তবে সন্ধ্যায় হয়তো তার জন্য অপেক্ষা করছেন কানো চমক। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাকে জিজ্ঞেস করা হয় পরিবার পরিকল্পনার কথাও।

সম্প্রতি শোনা যাচ্ছে, তিনি হয়তো খুব শিগগিরই সন্তানের মা হতে চলেছেন। তবে এই বিষয়ে জন্মদিনে নিজেই মুখ খুললেন মিম।

১৯৯২ সালের ১০ নভেম্বর রাজশাহীর বাঘা উপজেলায় জন্মগ্রহণ করেন মিম। লাক্স-চ্যানেল আই সুপারস্টার-২০০৭ প্রতিযোগিতায় প্রথম হয়ে বিনোদন অঙ্গনে পা রাখেন তিনি। মডেল হিসেবে কাজ শুরু করলেও পরে অভিনয়শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন মিম। ক্যারিয়ারের শুরুতেই কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের সিনেমায় অভিনয়ের সুযোগ পান তিনি। তার প্রথম সিনেমা ‘আমার আছে জল’।

জন্মদিনটা কীভাবে কাটবেন? বিদ্যা সিনহা মিম বলেন, ‘জন্মদিনটা আসলে খুব ঘটা করে উদযাপন করা হয় না। বরাবরের মতোই মা, হাজবেন্ড, পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের সঙ্গে ঘরোয়া আয়োজনেই কাটাবো। আমি একটি প্রসাধন প্রতিষ্ঠানের ব্যান্ড অ্যামব্যাসেডর। সন্ধ্যায় তাদের অফিসে যেতে হবে। আমার ধারণা, সেখানে কোনো সারপ্রাইজ অপেক্ষা করছে।’

নতুন সিনেমায় যুক্ত হওয়া নিয়ে জানতে চাইলে মিম বলেন, ‘নতুন কিছু করলে আপনাদের জানাবো। এ বছর তো চলেই যাচ্ছে। আশা করছি সামনের বছর নতুন কাজ শুরু করতে পারবো।’

বিবাহিত জীবন কেমন উপভোগ করছেন? জানতে চাইলে মিম বলেন, ‘খুব ভালো, আমরা হ্যাপী।’ মা হওয়ার গুঞ্জন শোনা গেছে জানালে মৃদু হেসে অভিনেত্রী বলেন, ‘এমন গুঞ্জন আমি শুনিনি। এটা তো খুব ভালো খবর। এমন কিছু ঘটলে আমি কেন লুকাবো? আমার জীবনের কোনো কিছুই তো লুকাইনি। যা করেছি, সবকিছুই জানিয়েই করেছি। তবে শিগগিরই সন্তান নেওয়ার সম্ভাবনা নেই। তেমনটা হলে অবশ্যই সবাই জানতে পারবেন। এখন কাজ নিয়েই ভাবছি, কাজ নিয়েই থাকতে চাই।’

প্রসঙ্গত, ২০২২ সালের ৪ জানুয়ারি প্রেমিক ব্যাংকার সনি পোদ্দারকে বিয়ে করেন এই নায়িকা। এর আগে ২০২১ সালের ১০ নভেম্বর নিজের জন্মদিনে প্রেমিকের সঙ্গে আংটিবদলের কথা জানিয়েছিলেন। বিয়ের পর সংসার এবং অভিনয় এই দুই নিয়েই দারুণ ব্যস্ত অভিনেত্রী। কাজের মাঝে সময় পেলেই পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে বের হন তিনি।

গত দুবছরের মধ্যে রায়হান রাফীর ‘পরাণ’ ও ‘দামাল’-এ অভিনয় করে ব্যাপক আলোচনায় আসেন এই অভিনেত্রী। জানা গেছে, ‘আমি ইয়াসমীন বলছি’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি।

উল্লেখ্য,‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন ও হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় মিমের। এরপর ‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয়ের জন্য ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মৌসুমীর সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান তিনি।