Dhaka বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে

ফাইল ছবি

মা ইলিশ সংরক্ষণে ইলিশ আহরণ বন্ধ ঘোষণা করেছে সরকার। ১৪ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন এ নিষেধাজ্ঞা চলবে। শুধু তাই নয়, এই ২২দিন ইলিশ বিক্রিও নিষিদ্ধ। ইলিশ জেলেদের জীবিকা নির্বাহের জন্য প্রণোদনা দিয়েছে সরকার।

এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ইলিশসম্পদ উন্নয়নে বাধা দেওয়া দুর্বৃত্তদের প্রতি ন্যূনতম অনুকম্পা থাকবে না। মা ইলিশ সংরক্ষণ অভিযান সবাই মিলে সফল করতে হবে। কিছু প্রতিকূলতা ও সমস্যা রয়েছে। এ সমস্যা ও প্রতিকূলতা আমাদের সদিচ্ছা ও সৃজনশীলতা দিয়ে অতিক্রম করতে হবে।

আরও পড়ুন : মঙ্গলবার মধ্যরাত থেকে ৫ অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ

মঙ্গলবার সচিবালয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত মতবিনিময়সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ ম রেজাউল করিম আরো বলেন, সমস্যা অতিক্রম করে কাজ করতে পারলেই সফলতা আসবে। মানুষের সচেতনতা বাড়ছে। আইনের প্রয়োগকে আমরা এমন জায়গায় নিয়ে এসেছি যে দুর্বৃত্তরা দেশের উন্নয়নে, মাছের উন্নয়নে বাধা; সেই দুর্বৃত্তদের প্রতি আমাদের কোনো রকম অনুকম্পা থাকবে না।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে : তারেক রহমান

মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে

প্রকাশের সময় : ০৬:৩০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০

মা ইলিশ সংরক্ষণে ইলিশ আহরণ বন্ধ ঘোষণা করেছে সরকার। ১৪ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন এ নিষেধাজ্ঞা চলবে। শুধু তাই নয়, এই ২২দিন ইলিশ বিক্রিও নিষিদ্ধ। ইলিশ জেলেদের জীবিকা নির্বাহের জন্য প্রণোদনা দিয়েছে সরকার।

এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ইলিশসম্পদ উন্নয়নে বাধা দেওয়া দুর্বৃত্তদের প্রতি ন্যূনতম অনুকম্পা থাকবে না। মা ইলিশ সংরক্ষণ অভিযান সবাই মিলে সফল করতে হবে। কিছু প্রতিকূলতা ও সমস্যা রয়েছে। এ সমস্যা ও প্রতিকূলতা আমাদের সদিচ্ছা ও সৃজনশীলতা দিয়ে অতিক্রম করতে হবে।

আরও পড়ুন : মঙ্গলবার মধ্যরাত থেকে ৫ অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ

মঙ্গলবার সচিবালয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত মতবিনিময়সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ ম রেজাউল করিম আরো বলেন, সমস্যা অতিক্রম করে কাজ করতে পারলেই সফলতা আসবে। মানুষের সচেতনতা বাড়ছে। আইনের প্রয়োগকে আমরা এমন জায়গায় নিয়ে এসেছি যে দুর্বৃত্তরা দেশের উন্নয়নে, মাছের উন্নয়নে বাধা; সেই দুর্বৃত্তদের প্রতি আমাদের কোনো রকম অনুকম্পা থাকবে না।