মা ইলিশ সংরক্ষণে ইলিশ আহরণ বন্ধ ঘোষণা করেছে সরকার। ১৪ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন এ নিষেধাজ্ঞা চলবে। শুধু তাই নয়, এই ২২দিন ইলিশ বিক্রিও নিষিদ্ধ। ইলিশ জেলেদের জীবিকা নির্বাহের জন্য প্রণোদনা দিয়েছে সরকার।
এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ইলিশসম্পদ উন্নয়নে বাধা দেওয়া দুর্বৃত্তদের প্রতি ন্যূনতম অনুকম্পা থাকবে না। মা ইলিশ সংরক্ষণ অভিযান সবাই মিলে সফল করতে হবে। কিছু প্রতিকূলতা ও সমস্যা রয়েছে। এ সমস্যা ও প্রতিকূলতা আমাদের সদিচ্ছা ও সৃজনশীলতা দিয়ে অতিক্রম করতে হবে।
আরও পড়ুন : মঙ্গলবার মধ্যরাত থেকে ৫ অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ
মঙ্গলবার সচিবালয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত মতবিনিময়সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ ম রেজাউল করিম আরো বলেন, সমস্যা অতিক্রম করে কাজ করতে পারলেই সফলতা আসবে। মানুষের সচেতনতা বাড়ছে। আইনের প্রয়োগকে আমরা এমন জায়গায় নিয়ে এসেছি যে দুর্বৃত্তরা দেশের উন্নয়নে, মাছের উন্নয়নে বাধা; সেই দুর্বৃত্তদের প্রতি আমাদের কোনো রকম অনুকম্পা থাকবে না।