Dhaka বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মাহি-জেনিফার বিরোধের অবসান ঘটল

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০১:১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
  • ২২৪ জন দেখেছেন

এবার মাহিয়া মাহি, জিয়াউল রোশান ও পরিচালক মোস্তাফিজুর রহমানের সঙ্গে সরকারি অনুদানপ্রাপ্ত ‘আশীর্বাদ’ সিনেমার প্রযোজক জেনিফার ফেরদৌসের বিরোধের অবসান ঘটল।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) এফডিসিতে তাদের মধ্যে দ্বন্দ্বের অবসান ঘটায় চলচ্চিত্র শিল্পী সমিতি। সংবাদ সম্মেলন তারা একে অপরের আনা সব অভিযোগ ভুল বলে জানিয়েছেন।

এখন থেকে তাদের মধ্যে কোনো সমস্যা নেই বলেও জানিয়েছেন তারা।

চলচ্চিত্র শিল্পী সমিতি সভাপতি ইলিয়াস কাঞ্চনের হস্তক্ষেপে এই বিরোধের মীমাংসা হয়েছে বলা জানানো হয়।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট মাহিয়া মাহি, জিয়াউল রোশান ও পরিচালক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছিলেন ‘আশীর্বাদ’ ছবির প্রযোজক জেনিফার ফেরদৌস। একই দিনে জেনিফারের বিরুদ্ধে চলচ্চিত্র শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ করেন মাহি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

এক দশক আগে হারিয়ে যাওয়া বিমানের সন্ধান ফের শুরু করছে মালয়েশিয়া

মাহি-জেনিফার বিরোধের অবসান ঘটল

প্রকাশের সময় : ০১:১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২

এবার মাহিয়া মাহি, জিয়াউল রোশান ও পরিচালক মোস্তাফিজুর রহমানের সঙ্গে সরকারি অনুদানপ্রাপ্ত ‘আশীর্বাদ’ সিনেমার প্রযোজক জেনিফার ফেরদৌসের বিরোধের অবসান ঘটল।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) এফডিসিতে তাদের মধ্যে দ্বন্দ্বের অবসান ঘটায় চলচ্চিত্র শিল্পী সমিতি। সংবাদ সম্মেলন তারা একে অপরের আনা সব অভিযোগ ভুল বলে জানিয়েছেন।

এখন থেকে তাদের মধ্যে কোনো সমস্যা নেই বলেও জানিয়েছেন তারা।

চলচ্চিত্র শিল্পী সমিতি সভাপতি ইলিয়াস কাঞ্চনের হস্তক্ষেপে এই বিরোধের মীমাংসা হয়েছে বলা জানানো হয়।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট মাহিয়া মাহি, জিয়াউল রোশান ও পরিচালক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছিলেন ‘আশীর্বাদ’ ছবির প্রযোজক জেনিফার ফেরদৌস। একই দিনে জেনিফারের বিরুদ্ধে চলচ্চিত্র শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ করেন মাহি।