Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষে ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর মালিবাগ রেলেগেটে সোহাগ পরিবহনের বাস ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের দুই ঘণ্টা পর সারাদেশের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এরই মধ্যে উদ্ধার কাজ সমাপ্ত হয়েছে। রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে দুর্ঘটনাকবলিত বাসটি।

বুধবার (২২ মার্চ) রাত ১১ টার দিকে রেলের ঢাকা (কমলাপুর) স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রাত ৯টার দিকে মালিবাগ রেলগেট এলাকায় সোহাগ পরিবহনের বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। এতে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ঢাকার। ডিএমপির থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে আসে। পরে সবার সম্মিলিত চেষ্টায় সোহাগ পরিবহনের বাসটিকে দুর্ঘটনাস্থল থেকে সরানো হয়ে। এরপর রাত ১১টা ২ মিনিটের দিকে আবারও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মালিবাগ রেলগেটে সোহাগ পরিবহনের বাসটি ঘোরার সময় দুর্ঘটনায় পড়ে। তবে বাসের চালক ও হেলপার অক্ষত রয়েছেন। ভাগ্যক্রমে সেই সময় বাসে কোনো যাত্রী ছিল না। বাসটির সামনের গ্লাস ভেঙ্গে গেছে। ট্রেনের সঙ্গে বাসটির সংঘর্ষের সময় বাসটিতে ঠেলে দূরে নিয়ে যায় ট্রেনটি। পরে ট্রেনের চালক সেটি বুঝতে পেরে দ্রুত ট্রেন ব্রেক দেন। এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় চালক ও হেলপার। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। এরপর নিকটস্থল থানার পুলিশ সদস্যরা ছাড়াও রেলওয়ে পুলিশের সদস্যরা সেখানে যান। তারা এ সময় পুরো ঘটনা পর্যবেক্ষণ করেন। সেখানে হাজার হাজার সাধারণ মানুষও ভিড় করেছিল।

দুর্ঘটনার সময় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তারা প্রথমে একটি বিকট শব্দ শুনতে পান। পরে ট্রেনটি কিছুদুর গিয়ে থেমে গেলে বুঝতে পারেন একটি বাসকে সেটি ধাক্কা দিয়েছিল। এরপর মুহুর্তে সেখানে হাজার হাজার মানুষ জড়ো হতে থাকে। কেউ ট্রেন ও বাসের ছবি তুলতে শুরু করেন। আবার কেউ কেউ ভিডিও ধারণ করেন। তবে আজও আইন-শৃঙ্খলা বাহিনীকে পরিস্থিতি ও লোকজনকে সামাল দিতে হিমশিম খেতে হয়েছে।

এদিকে দুর্ঘটনার কারণে মালিবাগ, মগবাজার, বাংলামোটর ফ্লাইওভারসহ আশেপাশের একাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে তা ধীরে ধীরে কমতে শুরু করে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশের সময় : ১২:০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর মালিবাগ রেলেগেটে সোহাগ পরিবহনের বাস ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের দুই ঘণ্টা পর সারাদেশের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এরই মধ্যে উদ্ধার কাজ সমাপ্ত হয়েছে। রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে দুর্ঘটনাকবলিত বাসটি।

বুধবার (২২ মার্চ) রাত ১১ টার দিকে রেলের ঢাকা (কমলাপুর) স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রাত ৯টার দিকে মালিবাগ রেলগেট এলাকায় সোহাগ পরিবহনের বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। এতে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ঢাকার। ডিএমপির থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে আসে। পরে সবার সম্মিলিত চেষ্টায় সোহাগ পরিবহনের বাসটিকে দুর্ঘটনাস্থল থেকে সরানো হয়ে। এরপর রাত ১১টা ২ মিনিটের দিকে আবারও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মালিবাগ রেলগেটে সোহাগ পরিবহনের বাসটি ঘোরার সময় দুর্ঘটনায় পড়ে। তবে বাসের চালক ও হেলপার অক্ষত রয়েছেন। ভাগ্যক্রমে সেই সময় বাসে কোনো যাত্রী ছিল না। বাসটির সামনের গ্লাস ভেঙ্গে গেছে। ট্রেনের সঙ্গে বাসটির সংঘর্ষের সময় বাসটিতে ঠেলে দূরে নিয়ে যায় ট্রেনটি। পরে ট্রেনের চালক সেটি বুঝতে পেরে দ্রুত ট্রেন ব্রেক দেন। এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় চালক ও হেলপার। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। এরপর নিকটস্থল থানার পুলিশ সদস্যরা ছাড়াও রেলওয়ে পুলিশের সদস্যরা সেখানে যান। তারা এ সময় পুরো ঘটনা পর্যবেক্ষণ করেন। সেখানে হাজার হাজার সাধারণ মানুষও ভিড় করেছিল।

দুর্ঘটনার সময় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তারা প্রথমে একটি বিকট শব্দ শুনতে পান। পরে ট্রেনটি কিছুদুর গিয়ে থেমে গেলে বুঝতে পারেন একটি বাসকে সেটি ধাক্কা দিয়েছিল। এরপর মুহুর্তে সেখানে হাজার হাজার মানুষ জড়ো হতে থাকে। কেউ ট্রেন ও বাসের ছবি তুলতে শুরু করেন। আবার কেউ কেউ ভিডিও ধারণ করেন। তবে আজও আইন-শৃঙ্খলা বাহিনীকে পরিস্থিতি ও লোকজনকে সামাল দিতে হিমশিম খেতে হয়েছে।

এদিকে দুর্ঘটনার কারণে মালিবাগ, মগবাজার, বাংলামোটর ফ্লাইওভারসহ আশেপাশের একাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে তা ধীরে ধীরে কমতে শুরু করে।