Dhaka বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মালিকানা ছাড়ল চট্টগ্রাম রয়্যালস, দায়িত্ব নিল বিসিবি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১৯৯ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

আর্থিক ও ব্যবস্থাপনা সংকটের কারণে শেষ মুহূর্তে এসে চট্টগ্রাম রয়্যালসের মালিকপক্ষ দল পরিচালনার দায়িত্ব থেকে নিজেদের সরিয়ে নেওয়ার আবেদন করেছে। উদ্ভূত পরিস্থিতিতে দলটির দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিসিবিকে পাঠানো এক চিঠিতে চট্টগ্রাম রয়্যালসের মালিক কাইয়ুম রশিদ জানান, তারা মালিকানা রাখতে চান না। কারণ হিসেবে চিঠিতে আর্থিক সংকটের কথা উল্লেখ করা হয়। এবার দলটির মালিকানা বুঝে নিলো বিসিবি।

এর আগে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির পাঠানো চিঠিতে বিসিবিকে দলটির দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। এরপর বিপিএলের কর্মকর্তারা দলের সিনিয়র খেলোয়াড় এবং কোচিং স্টাফের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে চট্টগ্রাম দলের মালিকানা বুঝে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। বৈঠকে উপস্থিত থাকা কোচিং স্টাফের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

ফলে এখন থেকে চট্টগ্রাম দলের সবকিছু দেখভাল করবে বিসিবি। এমনকি ইতোমধ্যে রয়্যালসের স্কোয়াডে বিদেশি ক্রিকেটার ভেড়ানোর তোড়জোড়ও শুরু হয়েছে বলে জানা গেছে। বিসিবি দল বুঝে নেওয়ার খবরটি খেলোয়াড়দের জন্যও স্বস্তির বিষয়। কারণ এর আগপর্যন্ত নানা কর্মকাণ্ডে ফ্র্যাঞ্চাইজিইটির মালিকপক্ষ ছিল সমালোচিত।

বিসিবির পরিচালক এবং বিপিএল গভর্নিং বডির সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, আধা ঘণ্টা আগে আমরা একটি চিঠি পেয়েছি। চিঠিতে তারা বলেছে যে, সংবাদমাধ্যমে নেতিবাচক প্রচারণার কারণে তারা দল পরিচালনার জন্য স্পন্সর পেতে ব্যর্থ হয়েছে। এ কারণেই তারা টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিচ্ছে।

তিনি আরও যোগ করেন, আমরা ইতিমধ্যে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছি। বর্তমানে আমরা পরবর্তী প্রক্রিয়াগুলো সম্পন্ন করছি।

চট্টগ্রামের মালিকানা পেয়েছিল ট্রায়াঙ্গুল সার্ভিসেস নামে একটি প্রতিষ্ঠান। শুরু থেকেই এ নিয়ে সমালোচনা ছিল। ব্যাংক গ্যারান্টির পুরো টাকাও দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক দেওয়ার কথা থাকলেও তা ও দেয়নি তারা। ফলে দলটির বিদেশি ক্রিকেটাররাও আসতে চাইছিলেন না।

রয়্যালসের তিন বিদেশি ক্রিকেটার টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছিলেন। তারা হলেন পাকিস্তানের লেগস্পিনার আবরার আহমেদ, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা।

এদিকে জরুরি সিদ্ধান্তে দলটির মালিকানা গ্রহণ করেছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ও বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেনও বিষয়টি নিশ্চিত করেছেন।

নিলাম তালিকায় কোটি টাকার ওপরে ওপেনার নাঈম শেখকে নিয়ে আলোচনায় আসে চট্টগ্রাম রয়্যালস। এবারের বিপিএল নিলাম থেকে সবচেয়ে বেশি দামে ক্রিকেটার কেনার রেকর্ডটি তাদেরই। ওপেনার নাঈম শেখকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে ভিড়িয়েছিল ফ্রাঞ্চাইজিটি।

এদিকে, শুক্রবার (২৬ ডিসেম্বর) নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে উদ্বোধনী দিনে ম্যাচ নির্ধারিত থাকলেও তারা এখন পর্যন্ত কোনো বিদেশি খেলোয়াড় নিয়ে আসতে পারেনি। এমনকি তারা কয়েক দফা তাদের কোচিং প্যানেলও পরিবর্তন করেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মালিকানা ছাড়ল চট্টগ্রাম রয়্যালস, দায়িত্ব নিল বিসিবি

প্রকাশের সময় : ০১:০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

আর্থিক ও ব্যবস্থাপনা সংকটের কারণে শেষ মুহূর্তে এসে চট্টগ্রাম রয়্যালসের মালিকপক্ষ দল পরিচালনার দায়িত্ব থেকে নিজেদের সরিয়ে নেওয়ার আবেদন করেছে। উদ্ভূত পরিস্থিতিতে দলটির দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিসিবিকে পাঠানো এক চিঠিতে চট্টগ্রাম রয়্যালসের মালিক কাইয়ুম রশিদ জানান, তারা মালিকানা রাখতে চান না। কারণ হিসেবে চিঠিতে আর্থিক সংকটের কথা উল্লেখ করা হয়। এবার দলটির মালিকানা বুঝে নিলো বিসিবি।

এর আগে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির পাঠানো চিঠিতে বিসিবিকে দলটির দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। এরপর বিপিএলের কর্মকর্তারা দলের সিনিয়র খেলোয়াড় এবং কোচিং স্টাফের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে চট্টগ্রাম দলের মালিকানা বুঝে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। বৈঠকে উপস্থিত থাকা কোচিং স্টাফের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

ফলে এখন থেকে চট্টগ্রাম দলের সবকিছু দেখভাল করবে বিসিবি। এমনকি ইতোমধ্যে রয়্যালসের স্কোয়াডে বিদেশি ক্রিকেটার ভেড়ানোর তোড়জোড়ও শুরু হয়েছে বলে জানা গেছে। বিসিবি দল বুঝে নেওয়ার খবরটি খেলোয়াড়দের জন্যও স্বস্তির বিষয়। কারণ এর আগপর্যন্ত নানা কর্মকাণ্ডে ফ্র্যাঞ্চাইজিইটির মালিকপক্ষ ছিল সমালোচিত।

বিসিবির পরিচালক এবং বিপিএল গভর্নিং বডির সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, আধা ঘণ্টা আগে আমরা একটি চিঠি পেয়েছি। চিঠিতে তারা বলেছে যে, সংবাদমাধ্যমে নেতিবাচক প্রচারণার কারণে তারা দল পরিচালনার জন্য স্পন্সর পেতে ব্যর্থ হয়েছে। এ কারণেই তারা টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিচ্ছে।

তিনি আরও যোগ করেন, আমরা ইতিমধ্যে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছি। বর্তমানে আমরা পরবর্তী প্রক্রিয়াগুলো সম্পন্ন করছি।

চট্টগ্রামের মালিকানা পেয়েছিল ট্রায়াঙ্গুল সার্ভিসেস নামে একটি প্রতিষ্ঠান। শুরু থেকেই এ নিয়ে সমালোচনা ছিল। ব্যাংক গ্যারান্টির পুরো টাকাও দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক দেওয়ার কথা থাকলেও তা ও দেয়নি তারা। ফলে দলটির বিদেশি ক্রিকেটাররাও আসতে চাইছিলেন না।

রয়্যালসের তিন বিদেশি ক্রিকেটার টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছিলেন। তারা হলেন পাকিস্তানের লেগস্পিনার আবরার আহমেদ, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা।

এদিকে জরুরি সিদ্ধান্তে দলটির মালিকানা গ্রহণ করেছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ও বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেনও বিষয়টি নিশ্চিত করেছেন।

নিলাম তালিকায় কোটি টাকার ওপরে ওপেনার নাঈম শেখকে নিয়ে আলোচনায় আসে চট্টগ্রাম রয়্যালস। এবারের বিপিএল নিলাম থেকে সবচেয়ে বেশি দামে ক্রিকেটার কেনার রেকর্ডটি তাদেরই। ওপেনার নাঈম শেখকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে ভিড়িয়েছিল ফ্রাঞ্চাইজিটি।

এদিকে, শুক্রবার (২৬ ডিসেম্বর) নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে উদ্বোধনী দিনে ম্যাচ নির্ধারিত থাকলেও তারা এখন পর্যন্ত কোনো বিদেশি খেলোয়াড় নিয়ে আসতে পারেনি। এমনকি তারা কয়েক দফা তাদের কোচিং প্যানেলও পরিবর্তন করেছে।