Dhaka সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মালাবির ভাইস প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক : 

দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমাকে বহনকারী একটি সামরিক বিমান নিখোঁজ হয়েছে। বিমানটিতে আরও ৯ জন অরোহী ছিলেন এবং তারাও নিখোঁজ রয়েছেন।

সোমবার (১০ জুন) এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট লাজারাস চাকভেরার কার্যালয় থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মালাউইয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানায়, সোমবার ৫১ বছর বয়সী ভাইস প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজটি রাজধানী লিলংওয়ে ছেড়ে যায়। প্রায় ৪৫ মিনিট পরে প্রায় ৩৭০ কিলোমিটার উত্তরে মজুজু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেনি। গন্তব্যস্থলে পৌঁছানোর আগেই বিমানটি হঠাৎ রাডারের বাইরে চলে গেলে বিমান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় বিমানটিতে ভাইস প্রেসিডেন্ট ছাড়া আরও ৯ জন আরোহী ছিলেন।

সোমবার গভীর রাতে এক বক্তৃতায় প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা বলেন, ‘অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সেনারা এখনও তল্লাশি চালিয়ে যাচ্ছে এবং আমি কঠোর নির্দেশ দিয়েছি যে বিমানটি না পাওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যেতে হবে।’

তিনি আরো তিনি বলেন, এটি একটি হৃদয় বিদারক ঘটনা। আমি জানি যে, আমরা সবাই ভীত এবং চিন্তিত, আমিও চিন্তিত। কিন্তু আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, আমি সেই বিমানটি খুঁজে বের করার চেষ্টা করব।

এর আগে প্রেসিডেন্ট চাকভেরা তার বাহামা সফর বাতিল করেছেন। সোমবার সন্ধ্যায় ওই সফরে তার রওনা হওয়ার কথা ছিল মালাউইয়ের তথ্যমন্ত্রী মোসেস কুনকুয়ু বিবিসিকে বলেছেন, ‘বিমানটি খুঁজে বের করার সকল প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।’

ভাইস-প্রেসিডেন্ট সাওলোস চিলিমা গত তিন দিন আগে মারা যাওয়া সাবেক ক্যাবিনেট মন্ত্রী রালফ কাসাম্বারার সমাধিতে সরকারের প্রতিনিধিত্ব করতে যাচ্ছিলেন।

তথ্যমন্ত্রী মোসেস কুনকুয়ু বলেছেন, ‘তাকে বহনকারী বিমান যে বিমানবন্দরে অবতরণ করত, তা মজুজু-এর উত্তরাঞ্চলে অবস্থিত।

চিলিমা সরকারি চুক্তি প্রদানের বিনিময়ে অর্থ গ্রহণ করেছিলেন, এই অভিযোগে তাকে এর আগ ২০২২ সালে গ্রেপ্তার করা হয়েছিল। গত মাসে আদালত এই সিদ্ধান্তের কোনো কারণ না দেখিয়ে অভিযোগ প্রত্যাহার করে নেন।

ডঃ সাওলোস চিলিমা তার রাজনৈতিক কর্মজীবন শুরু করার আগে ইউনিলিভার এবং কোকা কোলার মতো বহুজাতিক কোম্পানিতে প্রধান নেতৃত্বের ভূমিকা পালন করেছিলেন। ৫১ বছর বয়সী চিলিমা বিবাহিত এবং তার দুটি সন্তান রয়েছে। তিনি নলেজ ম্যানেজমেন্টে পিএইচডি করেছেন। সূত্র : বিবিসি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ভিপি নুরের মাথায় আঘাতের ঘটনায় শর্ট মেমোরি লস হয়নি : ঢামেক পরিচালক

মালাবির ভাইস প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ নিখোঁজ

প্রকাশের সময় : ১২:৫৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : 

দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমাকে বহনকারী একটি সামরিক বিমান নিখোঁজ হয়েছে। বিমানটিতে আরও ৯ জন অরোহী ছিলেন এবং তারাও নিখোঁজ রয়েছেন।

সোমবার (১০ জুন) এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট লাজারাস চাকভেরার কার্যালয় থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মালাউইয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানায়, সোমবার ৫১ বছর বয়সী ভাইস প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজটি রাজধানী লিলংওয়ে ছেড়ে যায়। প্রায় ৪৫ মিনিট পরে প্রায় ৩৭০ কিলোমিটার উত্তরে মজুজু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেনি। গন্তব্যস্থলে পৌঁছানোর আগেই বিমানটি হঠাৎ রাডারের বাইরে চলে গেলে বিমান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় বিমানটিতে ভাইস প্রেসিডেন্ট ছাড়া আরও ৯ জন আরোহী ছিলেন।

সোমবার গভীর রাতে এক বক্তৃতায় প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা বলেন, ‘অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সেনারা এখনও তল্লাশি চালিয়ে যাচ্ছে এবং আমি কঠোর নির্দেশ দিয়েছি যে বিমানটি না পাওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যেতে হবে।’

তিনি আরো তিনি বলেন, এটি একটি হৃদয় বিদারক ঘটনা। আমি জানি যে, আমরা সবাই ভীত এবং চিন্তিত, আমিও চিন্তিত। কিন্তু আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, আমি সেই বিমানটি খুঁজে বের করার চেষ্টা করব।

এর আগে প্রেসিডেন্ট চাকভেরা তার বাহামা সফর বাতিল করেছেন। সোমবার সন্ধ্যায় ওই সফরে তার রওনা হওয়ার কথা ছিল মালাউইয়ের তথ্যমন্ত্রী মোসেস কুনকুয়ু বিবিসিকে বলেছেন, ‘বিমানটি খুঁজে বের করার সকল প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।’

ভাইস-প্রেসিডেন্ট সাওলোস চিলিমা গত তিন দিন আগে মারা যাওয়া সাবেক ক্যাবিনেট মন্ত্রী রালফ কাসাম্বারার সমাধিতে সরকারের প্রতিনিধিত্ব করতে যাচ্ছিলেন।

তথ্যমন্ত্রী মোসেস কুনকুয়ু বলেছেন, ‘তাকে বহনকারী বিমান যে বিমানবন্দরে অবতরণ করত, তা মজুজু-এর উত্তরাঞ্চলে অবস্থিত।

চিলিমা সরকারি চুক্তি প্রদানের বিনিময়ে অর্থ গ্রহণ করেছিলেন, এই অভিযোগে তাকে এর আগ ২০২২ সালে গ্রেপ্তার করা হয়েছিল। গত মাসে আদালত এই সিদ্ধান্তের কোনো কারণ না দেখিয়ে অভিযোগ প্রত্যাহার করে নেন।

ডঃ সাওলোস চিলিমা তার রাজনৈতিক কর্মজীবন শুরু করার আগে ইউনিলিভার এবং কোকা কোলার মতো বহুজাতিক কোম্পানিতে প্রধান নেতৃত্বের ভূমিকা পালন করেছিলেন। ৫১ বছর বয়সী চিলিমা বিবাহিত এবং তার দুটি সন্তান রয়েছে। তিনি নলেজ ম্যানেজমেন্টে পিএইচডি করেছেন। সূত্র : বিবিসি।