কক্সবাজার জেলা প্রতিনিধি :
মালয়েশিয়া পাচারকালে কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে নারী-পুরুষ ও শিশুসহ ২৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে তিন জন বাঙালি রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১২টায় টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশের একটি টিম মঙ্গলবার রাতে বাহারছড়া হাজমপাড়া পাহাড়ি এলাকা থেকে নারী-পুরুষ ও শিশুসহ ২৪ রোহিঙ্গাকে উদ্ধার করে। তারা মানবপাচারকারী দালালদের আস্তানায় ছিলেন। উন্নত জীবনের আশায় জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে মালয়েশিয়া যেতে তারা ঘর ছাড়ে বলে জানা গেছে।
তিনি আরও বলেন, উদ্ধার রোহিঙ্গাদের সংশ্লিষ্ট ক্যাম্পে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করা আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।