Dhaka শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মার্টিনেজের পর এবার ডি মারিয়া আসছেন বাংলাদেশে

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৫২:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
  • ১৯১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

গত বছরের জুলাই মাসেই কলকাতা সফরে এসছিলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ফুটবল প্রেমিদের ভালোবাসায় আপ্লুত হয়েছিলেন মেসির প্রিয় দিবু। স্বল্প সময়ের এই সফরে মার্টিনেজ বাংলাদেশে এসেছিলে ১১ ঘন্টার জন্য। ফলে হাজার-হাজার ভক্তরা সামনে থেকে দেখার সুযোগই পাননি বিশ্বকাপজয়ী গোলরক্ষককে। পরে এসেছিলেন ব্রাজিলের সাবেক তারকা রোনালদিনহো। তাদের আগমনে ঢাকায় সাজসাজ রব পড়েছিল। এবার আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী আরেক সদস্য অ্যাঞ্জেল ডি মারিয়া ঢাকায় আসছেন।

ভারতের কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত ডি মারিয়ার বাংলাদেশ সফরের খবরটি নিশ্চিত করেছেন।

শতদ্রু দত্ত বলেন, ২০২৩ সালেই ডি মারিয়ার বাংলাদেশ ও কলকাতায় আসার কথা ছিল। ক্লাব (বেনফিকা) থেকে ছুটি না পাওয়ায় আসতে পারেনি। ২৪ সালের মে’র শেষ সপ্তাহে অথবা জুনের প্রথমে ঢাকা ও কলকাতায় আসবে এটা নিশ্চিত।

গত বছরের জুলাইয়ে মার্টিনেজ ও অক্টোবরে রোনালদিনহো ঢাকায় এসেছিল শতদ্রু দত্তের মাধ্যমেই। যদিও দুই বিশ্ব তারকার আগমনে ছিল অনেক বিচ্যুতি। যা নিয়ে আলোচনার চেয়ে হয়েছে অনেক সমালোচনা। সেখান থেকে প্রাপ্ত শিক্ষা মারিয়ার আগমনে কাজে লাগাতে চান, ‘এবার বাংলাদেশে একটু বেশি সময় থাকতে পারে (ডি মারিয়া)। এবারের অনুষ্ঠান আরও সুন্দরভাবে করার পরিকল্পনা। কোনো স্টেডিয়ামে বা বড় জায়গায় হতে পারে’-বলেন শতদ্রু দত্ত।

২০২৩ সালেই ডি মারিয়ার বাংলাদেশ ও কলকাতায় আসার কথা ছিল। ক্লাব (পোর্তো) থেকে ছুটি না পাওয়ায় আসতে পারেননি। ২৪ সালের মে’র শেষ সপ্তাহে অথবা জুনের প্রথমে ঢাকা ও কলকাতায় আসবে এটা নিশ্চিত।

বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের এখনো দত্তের সঙ্গে চুক্তি হয়নি মারিয়া আগমন উপলক্ষে। তবে দত্তের সঙ্গে মারিয়ার এজেন্টের আলোচনায় বাংলাদেশের বিষয়টি অনুমোদিত।

গত বছরের জুলাইয়ে মার্টিনেজ ও অক্টোবরে রোনালদিনহো ঢাকায় এসেছিল। যদিও দুই বিশ্ব তারকার আগমনে ছিল অনেক বিচ্যুতি। সেখান থেকে প্রাপ্ত শিক্ষা মারিয়ার আগমনে কাজে লাগাতে চান শতদ্রু দত্ত , ‘এবার বাংলাদেশে একটু বেশি সময় থাকতে পারে (ডি মারিয়া)। এবারের অনুষ্ঠান আরও সুন্দরভাবে করার পরিকল্পনা। কোনো স্টেডিয়ামে বা বড় জায়গায় হতে পারে’।

কলকাতার এই ক্রীড়া উদ্যোক্তা ম্যারাডোনাকে এনেছিলেন ভারতে। মার্টিনেজ ও মারিয়ার পর তার লক্ষ্য মেসি, মারিয়াকে আনার পর মেসিকে নিয়ে কাজ করব। ২৪ সালেই না হয় ২৫ সালে ভারতবর্ষে আনব তাকে’-বলেন শতদ্রু। এরপর রোনালদোকে এনে একটু থামতে চান, ‘বিশ্ব কিংবদন্তির অনেককেই এনেছি। মেসি-রোনালদোকে আনার পর আর কিছু বাকি থাকে না।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মার্টিনেজের পর এবার ডি মারিয়া আসছেন বাংলাদেশে

প্রকাশের সময় : ০৭:৫২:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

গত বছরের জুলাই মাসেই কলকাতা সফরে এসছিলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ফুটবল প্রেমিদের ভালোবাসায় আপ্লুত হয়েছিলেন মেসির প্রিয় দিবু। স্বল্প সময়ের এই সফরে মার্টিনেজ বাংলাদেশে এসেছিলে ১১ ঘন্টার জন্য। ফলে হাজার-হাজার ভক্তরা সামনে থেকে দেখার সুযোগই পাননি বিশ্বকাপজয়ী গোলরক্ষককে। পরে এসেছিলেন ব্রাজিলের সাবেক তারকা রোনালদিনহো। তাদের আগমনে ঢাকায় সাজসাজ রব পড়েছিল। এবার আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী আরেক সদস্য অ্যাঞ্জেল ডি মারিয়া ঢাকায় আসছেন।

ভারতের কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত ডি মারিয়ার বাংলাদেশ সফরের খবরটি নিশ্চিত করেছেন।

শতদ্রু দত্ত বলেন, ২০২৩ সালেই ডি মারিয়ার বাংলাদেশ ও কলকাতায় আসার কথা ছিল। ক্লাব (বেনফিকা) থেকে ছুটি না পাওয়ায় আসতে পারেনি। ২৪ সালের মে’র শেষ সপ্তাহে অথবা জুনের প্রথমে ঢাকা ও কলকাতায় আসবে এটা নিশ্চিত।

গত বছরের জুলাইয়ে মার্টিনেজ ও অক্টোবরে রোনালদিনহো ঢাকায় এসেছিল শতদ্রু দত্তের মাধ্যমেই। যদিও দুই বিশ্ব তারকার আগমনে ছিল অনেক বিচ্যুতি। যা নিয়ে আলোচনার চেয়ে হয়েছে অনেক সমালোচনা। সেখান থেকে প্রাপ্ত শিক্ষা মারিয়ার আগমনে কাজে লাগাতে চান, ‘এবার বাংলাদেশে একটু বেশি সময় থাকতে পারে (ডি মারিয়া)। এবারের অনুষ্ঠান আরও সুন্দরভাবে করার পরিকল্পনা। কোনো স্টেডিয়ামে বা বড় জায়গায় হতে পারে’-বলেন শতদ্রু দত্ত।

২০২৩ সালেই ডি মারিয়ার বাংলাদেশ ও কলকাতায় আসার কথা ছিল। ক্লাব (পোর্তো) থেকে ছুটি না পাওয়ায় আসতে পারেননি। ২৪ সালের মে’র শেষ সপ্তাহে অথবা জুনের প্রথমে ঢাকা ও কলকাতায় আসবে এটা নিশ্চিত।

বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের এখনো দত্তের সঙ্গে চুক্তি হয়নি মারিয়া আগমন উপলক্ষে। তবে দত্তের সঙ্গে মারিয়ার এজেন্টের আলোচনায় বাংলাদেশের বিষয়টি অনুমোদিত।

গত বছরের জুলাইয়ে মার্টিনেজ ও অক্টোবরে রোনালদিনহো ঢাকায় এসেছিল। যদিও দুই বিশ্ব তারকার আগমনে ছিল অনেক বিচ্যুতি। সেখান থেকে প্রাপ্ত শিক্ষা মারিয়ার আগমনে কাজে লাগাতে চান শতদ্রু দত্ত , ‘এবার বাংলাদেশে একটু বেশি সময় থাকতে পারে (ডি মারিয়া)। এবারের অনুষ্ঠান আরও সুন্দরভাবে করার পরিকল্পনা। কোনো স্টেডিয়ামে বা বড় জায়গায় হতে পারে’।

কলকাতার এই ক্রীড়া উদ্যোক্তা ম্যারাডোনাকে এনেছিলেন ভারতে। মার্টিনেজ ও মারিয়ার পর তার লক্ষ্য মেসি, মারিয়াকে আনার পর মেসিকে নিয়ে কাজ করব। ২৪ সালেই না হয় ২৫ সালে ভারতবর্ষে আনব তাকে’-বলেন শতদ্রু। এরপর রোনালদোকে এনে একটু থামতে চান, ‘বিশ্ব কিংবদন্তির অনেককেই এনেছি। মেসি-রোনালদোকে আনার পর আর কিছু বাকি থাকে না।