Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মারা গেলেন রানী দ্বিতীয় এলিজাবেথ

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১২:৩০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
  • ১৯০ জন দেখেছেন

মারা গেলেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। রানীর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছে বাকিংহাম প্যালেস। খবর বিবিসি’র

ব্রিটেনের রানী হিসেবে তিনি সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিলেন। ৭০ বছর ধরে তিনি দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) তার শারীরিক অবস্থা খারাপ হওয়ার খবর ছড়িয়ে পড়লে রয়েল পরিবারের সদস্য তাকে দেখতে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে জড়ো হতে শুরু করেন।

স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে গেছেন প্রিন্স চার্লসসহ অন্যান্য স্বজনরা। এছাড়াও প্রাসাদের বাইরে শোকার্ত মানুষের ভিড় দেখা গেছে। ১৯২৬ সালে জন্ম নেওয়া রাণী দ্বিতীয় এলিজাবেথের বয়স হয়েছিল ৯৬ বছর। বাকিংহামের সূত্র দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে সিএনএন।

বাকিংহাম প্যালেস এক সংক্ষিপ্ত বিবৃতিতে রাণীর প্রতি শ্রদ্ধা জানাতে ১০ দিনের জাতীয় শোক দিবস ঘোষণা করেছে।

১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি রাজা ষষ্ঠ জর্জের পূর্বসূরি হিসেবে রাজত্ব পান দ্বিতীয় এলিজাবেথ। তবে তার রাজ্যাভিষেক ঘটে ১৯৫৩ সালের ২ জুন। তার উত্তরাধিকারী হিসেবে ব্রিটেনের রাজ সিংহাসনে বসবেন প্রিন্স অব ওয়েলস প্রিন্স চার্লস।

শারীরিকভাবে অসুস্থ থাকায় কিছুদিন ধরেই স্কটল্যান্ডে বালমোরাল এস্টেটে অবস্থান করছিলেন দ্বিতীয় এলিজাবেথ। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকেই তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। খবর শুনে রাজপরিবারের সদস্যরা সবাই তার শয্যাপাশে উপস্থিত হন। সন্ধ্যার দিকে তার জীবনাবসান ঘটে।

যুক্তরাজ্যের ইতিহাসে তিনি সবচেয়ে বেশি সময় সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। ১৯৫২ সালে সিংহাসনে আসীন হন তিনি, টানা ৭০ বছর সাম্রাজ্য পরিচালনা করেন। ইতিহাসের নানা উত্থান-পতন ও সামাজিক পরিবর্তন দেখেছেন শতাব্দী-ছোঁয়া এই মহীয়সী।

রানির মহাপ্রয়াণে রাজাসনে আসীন হবেন তার বড়ো ছেলে প্রিন্স চার্লস। যিনি শুধু ব্রিটেন নন, ১৪টি কমনওয়েলথ রাষ্ট্রের প্রধান হিসেবে দায়িত্বপালন করবেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

মারা গেলেন রানী দ্বিতীয় এলিজাবেথ

প্রকাশের সময় : ১২:৩০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২

মারা গেলেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। রানীর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছে বাকিংহাম প্যালেস। খবর বিবিসি’র

ব্রিটেনের রানী হিসেবে তিনি সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিলেন। ৭০ বছর ধরে তিনি দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) তার শারীরিক অবস্থা খারাপ হওয়ার খবর ছড়িয়ে পড়লে রয়েল পরিবারের সদস্য তাকে দেখতে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে জড়ো হতে শুরু করেন।

স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে গেছেন প্রিন্স চার্লসসহ অন্যান্য স্বজনরা। এছাড়াও প্রাসাদের বাইরে শোকার্ত মানুষের ভিড় দেখা গেছে। ১৯২৬ সালে জন্ম নেওয়া রাণী দ্বিতীয় এলিজাবেথের বয়স হয়েছিল ৯৬ বছর। বাকিংহামের সূত্র দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে সিএনএন।

বাকিংহাম প্যালেস এক সংক্ষিপ্ত বিবৃতিতে রাণীর প্রতি শ্রদ্ধা জানাতে ১০ দিনের জাতীয় শোক দিবস ঘোষণা করেছে।

১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি রাজা ষষ্ঠ জর্জের পূর্বসূরি হিসেবে রাজত্ব পান দ্বিতীয় এলিজাবেথ। তবে তার রাজ্যাভিষেক ঘটে ১৯৫৩ সালের ২ জুন। তার উত্তরাধিকারী হিসেবে ব্রিটেনের রাজ সিংহাসনে বসবেন প্রিন্স অব ওয়েলস প্রিন্স চার্লস।

শারীরিকভাবে অসুস্থ থাকায় কিছুদিন ধরেই স্কটল্যান্ডে বালমোরাল এস্টেটে অবস্থান করছিলেন দ্বিতীয় এলিজাবেথ। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকেই তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। খবর শুনে রাজপরিবারের সদস্যরা সবাই তার শয্যাপাশে উপস্থিত হন। সন্ধ্যার দিকে তার জীবনাবসান ঘটে।

যুক্তরাজ্যের ইতিহাসে তিনি সবচেয়ে বেশি সময় সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। ১৯৫২ সালে সিংহাসনে আসীন হন তিনি, টানা ৭০ বছর সাম্রাজ্য পরিচালনা করেন। ইতিহাসের নানা উত্থান-পতন ও সামাজিক পরিবর্তন দেখেছেন শতাব্দী-ছোঁয়া এই মহীয়সী।

রানির মহাপ্রয়াণে রাজাসনে আসীন হবেন তার বড়ো ছেলে প্রিন্স চার্লস। যিনি শুধু ব্রিটেন নন, ১৪টি কমনওয়েলথ রাষ্ট্রের প্রধান হিসেবে দায়িত্বপালন করবেন।